- Global Voices বাংলা ভার্সন - https://bn.globalvoices.org -

কিরগিজস্তানে ১২০ টি ভেড়ার মৃত্যুর ঘটনা, সংসদদের সাথে তুলনার ঝড় তুলেছে

বিষয়বস্তু: মধ্য এশিয়া-ককেশাস, কিরগিজস্তান, কৌতুক, নাগরিক মাধ্যম, সরকার
Sheep in the long grass. Wikipedia image.

লম্বা ঘাসের মাঝে ভেড়া, উইকিমিডিয়ার ছবি

এই সপ্তাহের শুরুতে কাজাখস্তানের এক গ্রামে বজ্রপাতে ১২০টি ভেড়ার মৃত্যু ঘটে, স্থানীয় স্যোশাল মিডিয়া ব্যবহারকারীরা দেশটির দুর্ভাগা সংসদ সদস্য, যাদের সংখ্যা ১২০ জন এবং প্রায়শ পদের কারণে যাদের ছাগল অথবা ভেড়া হিসেবে অভিহিত করা হয়, তাদের জন্য এই ঘটনাকে এক সতর্কবার্তা হিসেবে অভিহিত করছে।

স্থানীয় সংবাদপত্র [1] তরমুশ.কেজি-এর সংবাদ অনুসারে :

Помимо 120 убитых молнией овец на пастбище Суук-Добо Аксыйского района, с обрыва выбросились 145 овец.Об

этом сообщили в областном управлении МЧС КР. По его данным, когда ударила молния, овцы испугавшись начали разбегаться, и 145 животных упали в обрыв. Чабан вел скот на пастбище Кашка-Суу. А на перевале Суук-Добо был организован временный ночлег, так как стемнело. В общем чабан с помощниками перегонял около 600 голов мелкой домашней скотины. Найдены туши 115 упавших в обрыв овец, которые отданы владельцам. Туши остальных еще не найдены. Комиссия гражданской защиты района и Аксыйское райуправление МЧС проводят уточняющие работы.

আক্সাই জেলার সক্কু ডাবো চারণভূমিতে চরতে থাকা ১২০টি ভেড়ার বজ্রপাতে মৃত্যু ছাড়াও, আরেকটি বজ্রপাত আঘাত হানার পর আরো ১৪৫টি ভেড়া এক খাড়া পাহাড় থেকে লাভ দেয়। এই সংবাদটি প্রদান করেছে কিরগিজস্তানের জরুরী দূর্যোগ পর্যবেক্ষন মন্ত্রণালয় [এমইএস]। তাদের প্রদান করা তথ্য অনুসারে [বজ্রপাতের পর] ভেড়াগুলো ছড়িয়ে ছিটিয়ে পড়তে শুরু করে।এবং ১৪৫টি প্রাণী উঁচু চূড়া থেকে পড়ে যায়। গণ নিরাপত্তা কমিশন [কমিশন ফর সিভিল প্রটেকশন] এবং আক্সাই জেলার জরুরী দূর্যোগ ব্যবস্থাপনা বিভাগ এই বিষয়ে এক মূল্যায়ন করেছে।

এই ঘটনায় কৌতুক অভিনেতা নুরালান আনারবাইয়েভের ফেসবুক পাতার একটা পোস্টের অধীনে, রসিকতা জারি রয়েছে :

Евгения Бердникова [2] Это знак того, что просьбы к Мирозданию должны быть максимально четкими. Наверняка ведь кто-то просил космос избавить страну от 120 баранов.

এভগেনিয়ে বেরদিকোভা [3] এই বিষয়টি নির্দেশ করছে যে মহাপ্রভুর কাছে আবেদন করার ক্ষেত্রে আরো সুনির্দিষ্ট হতে হবে। কিরগিজস্তানের [কেউ একজন] পরিষ্কার ভাবে মহাপ্রভুর [কসমসের ] কাছে আমাদের ১২০ টি ভেড়ার উপর চড়াও হওয়ার আহ্বান জানিয়েছে।

Azamat Mamytkhan [4] не тех!! не тех баранов! Их тоже 120!

আজামাত মামতইয়াখান [5], এই ১২০টা ভেড়া নয়, অন্য ১২০টা ভেড়া।

Бакыт Молдожанов [6] эт типа – это вам предупреждение. В следующий раз на месте баранов окажитесь вы?

বাকয়েত মলদোঝানোভ [7], এটা উপর থেকে আসা কোন সতর্ক বার্তা? বেশ, এরপরের বার ভেড়ার বদলে [ সংসদ সদস্যরা]?

ভেড়া বা মেষপালকদের প্রতি সহানুভূতির অভাব উদ্বেগজনক, কিন্তু আইন প্রণেতাদের প্রতি ক্ষোভ একেবারে পরিষ্কার ভাবে উপলব্ধি করা যায়।

মূলত ছয় বছর ধরে এমন এক পদ্ধতির অধীনে কাজ করা, যা কেবল তার সময় বাড়ানোর সাংবিধানিক আদেশ বৃদ্ধি করেছে এমন এক সংসদের সদস্যরা জনতার সামনে নিজেদের খুব সামান্য গ্রহণযোগ্য করতে সমর্থ হয়েছে। সংসদ সদস্যরা আইনকে অকার্যকর [8] করে রাখার ক্ষেত্রে শিরোপাধারী এবং আরো গুরুত্বপূর্ণ কিছু বিষয়ের [9] ক্ষেত্রেও, যে সব বিষয় মানবাধিকার লঙ্ঘনের সাথে জড়িত।

তাদের কৃতিত্ব প্রদানের করে বলা যায়, আইনপ্রণেতারা এতটা চিন্তাশীল যে সরকারের উপর থেকে অশুভ আত্মাকে তাড়ানোর জন্য ২০১১ সালে বেশ কিছু ভেড়াকে তারা কুরবানী প্রদান করে [10]। তবে এটা কাজ করেনি। দেশের সকল স্তরে দূর্নীতির বিস্তার ঘটেছে।

চীনের শিয়ানজিং প্রদেশ, যা কিনা কিরগিজস্তানের সীমান্তে অবস্থিত এবং যেখানে রয়েছে তিয়েন সান পাহাড়, সেখানে বজ্রপাতে ১৪৩টি ভেড়া মারা গেছে, এবং উক্ত এলাকা ২০১২ সালে পানিতে ডুবে আরো ৩০টি ভেড়ার মৃত্যু প্রত্যক্ষ করে [11]