ছবি প্রতিযোগিতায় উঠে এলো মেসিডোনিয়া ও আলবেনিয়ার ওরিড হ্রদের উদ্ভিদ ও প্রাণিকূলের চমৎকার ছবি

Marina Sadikoska

ছবি তুলেছেন মেরিনা সাদিস্কোভা/ওরিডএসওএস। অনুমতি নিয়ে ব্যবহার করা হয়েছে।

সম্প্রতি ‘হ্রদের কণ্ঠস্বর (দ্য ভয়েস অব দ্য লেক)’ নামে একটি ছবি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। আর সেই প্রতিযোগিতার অংশ হিসেবে মেসিডোনিয়া ও আলবেনিয়ায় অবস্থিত ওরিড হ্রদের শ্যামল সৌন্দর্য, রাজকীয় প্রাণিকূল ও পরিত্যাক্ত জিনিসপত্রের ছবি জমা পড়েছে। এই ছবিগুলো মেসিডোনিয়ার অনেকের দৃষ্টি আকর্ষণ করেছে।

এই ছবি প্রতিযোগিতার আয়োজন করে ওরিডএসওএস নামের একটি নাগরিক সংগঠন। সম্প্রতি এমন কিছু নগরায়ন প্রকল্প হাতে নেয়া হয়েছে, যা হ্রদের পরিবেশের জন্য হুমকিস্বরূপ। সংগঠনটি এইসব প্রকল্পের বন্ধের জন্য প্রচারনা চালিয়ে যাচ্ছে। উল্লেখ্য, ওরিড হ্রদ মেসিডোনিয়ার সবচে’ বড় প্রাকৃতিক হ্রদ। আর ইউরোপ মহাদেশের মধ্যে সবচে’ পুরোনো

প্রতিযোগিতায় জমা পড়া ছবি’র মধ্যে ধ্যানী রাজহাঁস, স্বাদু পানির বিভিন্ন মাছ, ক্রাসটাসিয়ান ছাড়াও ঘরে ব্যবহারের আসবাবপত্রও পাওয়া গেছে হ্রদের পানিতে, তীরভূমিতে।

ছবিঃ মীর্জা চেঙ্গিস /অহ্রিদ এস ও এস, অনুমতিক্রমে ব্যবহৃত।

ছবিঃ মীর্জা চেঙ্গিস /ওরিডএসওএস, অনুমতিক্রমে ব্যবহৃত।

ছবিঃ সিভেলস্ট/অহ্রিদ এস ও এস, অনুমতিক্রমে ব্যবহৃত।

ছবিঃ সিভেলস্ট/ওরিডএসওএস, অনুমতিক্রমে ব্যবহৃত।

ছবিঃ সিভেলস্ট/অহ্রিদ এস ও এস, অনুমতিক্রমে ব্যবহৃত।

ছবিঃ সিভেলস্ট/ওরিডএসওএস, অনুমতিক্রমে ব্যবহৃত।

ছবিঃ সিভেলস্ট/অহ্রিদ এস ও এস, অনুমতিক্রমে ব্যবহৃত।

ছবিঃ সিভেলস্ট/ওরিডএসওএস, অনুমতিক্রমে ব্যবহৃত।

ছবিঃ নিকলা পাস্কালি/অহ্রিদ এস ও এস, অনুমতিক্রমে ব্যবহৃত।

ছবিঃ নিকলা পাস্কালি/ওরিডএসওএস, অনুমতিক্রমে ব্যবহৃত।

ছবিঃ মারিজা পিপিলেভা/অহ্রিদ এস ও এস, অনুমতিক্রমে ব্যবহৃত।

ছবিঃ মারিজা পিপিলেভা/ওরিডএসওএস, অনুমতিক্রমে ব্যবহৃত।

ছবিঃ এমিল ইওভানোভিচ/অহ্রিদ এস ও এস, অনুমতিক্রমে ব্যবহৃত।

ছবিঃ এমিল ইওভানোভিচ/ওরিডএসওএস, অনুমতিক্রমে ব্যবহৃত।

ছবিঃ লেনকে দানাইলোভস্কা/অহ্রিদ এস ও এস, অনুমতিক্রমে ব্যবহৃত।

ছবিঃ লেনকে দানাইলোভস্কা/ওরিডএসওএস, অনুমতিক্রমে ব্যবহৃত।

ছবিঃ লেডিবাগ১৪৯০/ওরিডএসওএস, অনুমতিক্রমে ব্যবহৃত।

ছবিঃ লেডিবাগ১৪৯০/অহ্রিদ এস ও এস, অনুমতিক্রমে ব্যবহৃত।

ফেইসবুক ব্যবহারকারীদের ভোটে নিচের তিনটি ছবি বিজয়ী হয়েছে। ছবিগুলোতে ওরিড হ্রদের চারপাশের চমৎকার প্রাকৃতিক দৃশ্য, ডুবো জলের বাসিন্দাদের দেখা যাচ্ছে।

ছবিঃ মেনা কারানফিলোস্কা/অহ্রিদ এস ও এস, অনুমতিক্রমে ব্যবহৃত।

ছবিঃ মেনা কারানফিলোস্কা/ওরিডএসওএস, অনুমতিক্রমে ব্যবহৃত।

ছবিঃ এমিলিয়া কারানফিলোস্কা/অহ্রিদ এস ও এস, অনুমতিক্রমে ব্যবহৃত।

ছবিঃ এমিলিয়া কারানফিলোস্কা/ওরিডএসওএস, অনুমতিক্রমে ব্যবহৃত।

ছবিঃ নিকোলা পাস্কালি/অহ্রিদ এস ও এস, অনুমতিক্রমে ব্যবহৃত।

ছবিঃ নিকোলা পাস্কালি/ওরিডএসওএস, অনুমতিক্রমে ব্যবহৃত।

তবে ওরিডএসওএস তাদের সবচে’ প্রিয় ছবিটিকে পুরস্কার দিয়েছে। কোন ছবিটি পুরস্কার জিতেছে, দেখতে চান? সূর্য ডুবছে, আর হ্রদের উপরে উড়ছে গাংচিলের ঝাঁক। এই ছবিটিই সেরা’র পুরস্কার জিতে নিয়েছে।

ছবি তুলেছেন নিবোজশা গিলেভস্কি/ওরিডএসওএস। অনুমতি নিয়ে ব্যবহার করা হয়েছে।

ছবি তুলেছেন নিবোজশা গিলেভস্কি/ওরিডএসওএস। অনুমতি নিয়ে ব্যবহার করা হয়েছে।

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .