- Global Voices বাংলা ভার্সন - https://bn.globalvoices.org -

জাপানে ছবিতে জোনাকি’র অপার্থিব দৃশ্য

বিষয়বস্তু: পূর্ব এশিয়া, জাপান, ছবি তোলা, নাগরিক মাধ্যম, পরিবেশ
Fireflies / ホタル

জোনাকি। ছবি তুলেছেন লিন। সিসি বিওয়াই-এনসি-এনডি ২.০ লাইসেন্সের আওতায় ফ্লিকার থেকে নেয়া হয়েছে।

গ্রীষ্মের শুরুতে আপনি যদি জাপানে থাকেন আর ভাগ্য যদি আপনার সহায় থাকে, তাহলে জোনাক পোকার অপার্থিব দৃশ্যাবলি উপভোগ করতে পারবেন। প্রতিবছর মে মাসের শেষ থেকে জুনের শুরুতে এই দৃশ্য দেখা যায়। প্রতিবছর মে মাসে জাপানে বন্যা হয়ে থাকে। এ সময়ে পরিষ্কার, বহমান পানির প্রবাহ, বিস্তীর্ণ ধানক্ষেত জোনাকি পোকাদের অভয়ারন্য হয়ে উঠে।

যদিও জাপানে যারা কৃষিকাজের সাথে যুক্ত, তাদের বয়স বেড়েছে। কমে গেছে ধানী জমির পরিমাণ। তাই প্রতিবছর জোনাকি’র অপার্থিব সৌন্দর্য উপভোগের সুযোগও কমে যাচ্ছে।

২০১৬ সালের জুন মাসে টোকিও ক্যামেরা ক্লাব [1] একটি ছবি প্রতিযোগিতার [2] আয়োজন করে। আর সেই প্রতিযোগিতার অংশ হিসেবে ফটোগ্রাফাররা জাপানের বিভিন্ন প্রান্তের জোনাকি’র অপার্থিব ছবি তুলে জমা দেন।

ছবি তুলেছেন নাকানিশি শিনগো।
টোকিও ক্যামেরা ক্লাব

ছবি তুলেছেন ইনস্টাগ্রাম ব্যবহারকারী এস_টি_৫২৩
টোকিও ক্যামেরা ক্লাব

ছবি তুলেছেন তাকাও সুডো
টোকিও ক্যামেরা ক্লাব

ছবি তুলেছেন হিরোয়ুকি শিনোহারা
টোকিও ক্যামেরা ক্লাব

ছবি তুলেছেন তাকাহিরো বেশো
টোকিও ক্যামেরা ক্লাব

ছবি তুলেছেন অ্যাপল ম্যান
টোকিও ক্যামেরা ক্লাব

「源氏と菖蒲の共演」 (2016.6.5 岐阜県揖斐郡) #tokyocameraclub #東京カメラ部 #igersjp #lovers_nippon #icu_japan #wu_japan #bns_japan #webstagram #wounderful_places #nightphotography #phos_japan #picturetokeep_night #japan_night_view #team_jp_西 #special_spot_vip #color_of_day #奥行き同盟 #写真好きな人と繋がりたい #写真撮ってる人と繋がりたい #ファインダー越しの私の世界 #instagramjapan #instagood #instagrammers #岐阜 #love_nippon [25]

A photo posted by 淳 (@atsushi.k.photography) on

গেনজি ও সুইট সেজ-এর যুগলবন্দি! (আইবি, জিফু, ৬ জুন ২০১৬)। #টোকিওক্যামেরাক্লাব

টোকিও ক্যামেরা ক্লাব জাপানি ভাষায় টুইট করে থাকে। তাছাড়া তারা ইনস্টাগ্রাম [26] এবং নিজেদের ওয়েবসাইটে [1] পোস্ট দিয়ে থাকে। টোকিও ক্যামেরা ক্লাব আয়োজিত প্রতিযোগিতায় জমা দেয়া ছবি দেখতে চাইলে তাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে #東京カメラ部 [27] (#টোকিওক্যামেরাক্লাব) হ্যাশট্যাগ অনুসরণ করতে পারেন।