ওয়েস্ট পাপুয়ার বার্ড'স হেড উপদ্বীপ হচ্ছে বিশ্বের অন্যতম এক জীববৈচিত্র্যপূর্ণ এলাকা। আমেরিকার এক অলাভজনক প্রতিষ্ঠান কনজারভেশন ইন্টারন্যাশনাল ধারণ করেছে এক ভার্চুয়াল রিয়েলিটি চলচ্চিত্র যার মাধ্যমে এখন আমরা বার্ড'স হেড এলাকার সমুদ্রের নীচের সম্পদ দেখতে পাব এবং অনুভব করব যেন “এক স্বাস্থ্যকর প্রবালদ্বীপে স্কুবা ডাইভ দিচ্ছি”।
ভ্যালেন’স রীফ হচ্ছে এমন এক চলচ্চিত্র যা কান লায়ন আন্তর্জাতিক ফ্যাস্টিভ্যাল ফর ক্রিয়েটিভিটিতে প্রদর্শিত হয়েছে। ইউটিউবের সাথে যৌথ ভাবে মিলে এটি প্রদর্শন করা হয়েছে।
বার্ডস হেড'স অঞ্চলে রয়েছে ২,৫০০-এর বেশী দ্বীপ এবং প্রবাল প্রাচীর। এ অঞ্চল ৬০০ প্রজাতির প্রবাল এবং ১৭৬৫ প্রজাতির মাছ (যার মধ্যে ৪০ প্রজাতির হাঙ্গর এবং রে মাছ)–এর আবাসস্থল। এই এলাকায় বিশ্বের শতকরা ৩ শতাংশ মনোগ্রোভ অবস্থিত। বিজ্ঞানীরা হিসেব করে দেখেছে যে বার্ড'স হেড অঞ্চলে অস্ট্রেলিয়ার গ্রেট ব্যারিয়ার রিফের চেয়ে বেশী প্রজাতির মাছ এবং সমগ্র ক্যারিবিয়ান সমুদ্রের তুলনায় বেশী প্রজাতির শৈবাল রয়েছে।
বার্ড'স হেড ৭৬০,০০০ জন ওয়েস্ট পাপুয়া বাসীর জন্য খাবার আশ্রয় এবং জীবন ধারনের উপাদান সরবরাহ করে। ওয়েস্ট পাপুয়া, ইন্দোনেশিয়ার পূর্বাঞ্চলে অবস্থিত।
ভ্যালেন রীফ কেবল বার্ড'স হেডের সামুদ্রিক সম্পদের এক চলচ্চিত্র প্রদর্শন নয়, এটা একই সাথে তুলে ধরছে কীভাবে বেপরোয়া মাছ শিকারের কারনে হুমকির মুখে থাকা এক সামুদ্রিক আবাসস্থল একদল সম্প্রদায় এবং পরিবেশ সংরক্ষণবাদীদের যৌথ প্রচেষ্টায় আবার নতুন করে প্রাণ ফিরে পেয়েছে। এই চলচ্চিত্রের ধারা বর্ণনা করেছে এক মৎসজীবী, যে এই প্রচারণা তার সন্তান ভালেন-এর জন্য সমুদ্রে রক্ষার উৎসর্গ করেছে।
নীচে সম্পূর্ণ ভিডিওটি দেখুন এবং বার্ড’স হেডের স্বচ্ছ পানিতে ঝাঁপিয়ে পড়ুন: