- Global Voices বাংলা ভার্সন - https://bn.globalvoices.org -

গ্লোবাল ভয়েসেস-এর এ সপ্তাহের পডকাস্টটি ; নিজের কাজ করে যান না

বিষয়বস্তু: ভারত, ভেনেজুয়েলা, মাদাগাস্কার, রাশিয়া, সিঙ্গাপুর, নাগরিক মাধ্যম, রাজনীতি, লিঙ্গ ও নারী, গ্লোবাল ভয়েসেস পডকাস্ট

এই সপ্তাহে আমরা আপনাদের নিয়ে যাব রাশিয়া, ভারত এবং মাদাগাস্কারে। এছাড়াও এবার আমরা গ্লোবাল ভয়েসেস–এর কন্ট্রিবিউটার ক্রিষ্টেন হান-এর সাথে কথা বলেছি সাম্প্রতি সিঙ্গাপুর পুলিশ ফেসবুকে পোস্ট করা নিয়ে একটিভিষ্টদের বিরুদ্ধে যে ব্যবস্থা গ্রহণ করেছে সে বিষয়ে তাদের প্রতিক্রিয়া নিয়ে। এরপরে আমরা ভেনেজুয়েলার বিদ্যুৎ সঙ্কট কি ভাবে দেশটির মৌলিক যোগাযোগ এবং মত প্রকাশের স্বাধীনতার ক্ষেত্রে জটিলতার সৃষ্টি করছে তা নিয়ে আমরা গ্লোবাল ভয়েসেস-এর কন্ট্রিবিউটার মারিয়ান্নে ডিয়াজ হার্নান্দেজ-এর সাথে কথা বলেছি।

আমাদের লেখক, অনুবাদক এবং সম্পাদক যারা এই কাজটিকে সম্ভব করেছে, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। এই সংখ্যার ফিচার কাহিনীগুলো তুলে ধরেছে কেভিন রুথরক, রেজওয়ান, লোভা রক্তোমালালা, ক্রিষ্টেন হান এবং মারিয়ান্নে ডিয়াজ হার্নান দেজ।

এ সপ্তাহের এই গ্লোবাল ভয়েসেস-এর পডকাস্টে রয়েছে ফ্রি মিউজিক আর্কাইভ থেকে ক্রিয়েটিভ কিমন্স লাইসেন্সের মাধ্যমে পাওয়া কিছু সঙ্গীত,যার মধ্যে রয়েছে জাহজাজার-এর প্লিজ লিসেন কেয়ারফুলি [1]; কাই এনজেল-এর ক্লাউড ব্রাষ্ট [2],পডিংটন বিয়ারের ইন্ডিয়ান স্পাইস [3]; ডেভিড সেজেশেটেই-এর ম্যাসকুলিন [4], এবং ডেক্সটার ব্রিটেন-এর ফ্রেশ মানডে [5]

সাউন্ডক্লাউড-এর থাম্বনেইলে ব্যবহৃত ছবিটি ফ্লিকারের [6] এডু আলারকোন-এর। ক্রিয়েটিভ কমন্স লাইসেন্স-এর অধীনে প্রকাশিত হয়েছে (সিসি বাই ২.০)।