- Global Voices বাংলা ভার্সন - https://bn.globalvoices.org -

ক্যাপিবারার প্রতি জাপানের ভালবাসা

বিষয়বস্তু: পূর্ব এশিয়া, জাপান, কৌতুক, নতুন চিন্তা, নাগরিক মাধ্যম
capybara japan

টোকিওর উত্তরে অবস্থিত সাইতামা এলাকার এক চিড়িয়াখানায় ক্যাপিবারা নামের প্রাণীটিকে বিশ্রাম নিতে দেখা যাচ্ছে। ছবি ক্যাপিবারাহপি ইউটিউব চ্যানেলের [1]

জাপান ক্যাপিবারা নামক প্রাণীটার প্রেমে পড়ে গেছে, হ্যামাস্টারের (ধেঁড়ে ইঁদুরের) মত দেখতে বড় বড় দাঁত যুক্ত প্রাণীটি স্বভাবে বিনয়ী এবং গরম জলে গোসলের ক্ষেত্রে পছন্দনীয় এক প্রাণী [2]

যেমন, ইউটিউব চ্যানেল ক্যাপিবারা প্রেমীর পাতার [3] (ক্যাপিবারা লাভার্স পেজ) রয়েছে ৬.০০০-এর বেশী সাবস্ক্রাইবার (গ্রাহক) এবং এখন পর্যন্ত ৬০ লাখের মত দর্শক এতে প্রবেশ করেছে। এই ইউটিউব চ্যানেলের লক্ষ্য ? “ক্যাপিবারাদের নিয়ে তোলা সবচেয়ে পরিষ্কার ভিডিও দেখানো [4]”।

এই ভিডিও, “যেটিতে অনেক ক্যাপিবারার গা চুলকিয়ে দিতে দেখা গেছে” সেটি এখন পর্যন্ত ১২ লক্ষ বার দেখা হয়েছে:

এছাড়াও আমি ক্যাপিবারা ভালবাসি [5] (カピバラ大好き) নামের এক ওয়েবসাইট রয়েছে, যা বিশ্বের সবচেয়ে বড় রডেন্ট প্রজাতির এই প্রাণীর প্রতি নিবেদিত, মূলত যারা দাঁত দিয়ে কাটাকুটির কাজ করে। এর প্রতি নিবেদিত ব্লগ [6], ইউটিউব চ্যানেল [1] এবং একটা টুইটার একাউন্ট [7] রয়েছে, তবে একে নিয়ে সবচেয়ে বেশী কর্মকাণ্ড ঘটে ফেসবুক পাতায় [8] যে পাতার ৩৩.০০০ অনুসারী রয়েছে এবং যা সবসময় তাজা রাখা হয়।

এই ওয়েবসাইটের মূল আকর্ষণ ক্যাপিবার নেভিগেটর (ক্যাপিবারা খুঁজে বের করা), যা দেখায় জাপানের কোন কোন জায়গায় হ্যামেস্টারের মত দেখতে এই প্রাণীটিকে দেখতে পাওয়া যাবে।

এই পাতার টুইটার একাউন্টে বেশ কিছু অসাধারণ ছবি রয়েছে :

আমি রেওমা রিসোর্টে গিয়েছিলাম এবং সেখানে ক্যাপিবারা দেখছিলাম (এটা শিকোকু দ্বীপের কাগওয়ায় অবস্থিত), আর আজ আমি উড়ে ঘরে ফিরে এলাম। আমার ব্লগে আমি এই ঘটনার তাজা সংবাদ প্রদান করব।

ইউটিউব চ্যানেলে সবচেয়ে জনপ্রিয় যে ভিডিও সেটিতে দেখা যাচ্ছে, একটি ক্যাপিবারা এক পুলের উপর থেকে লাফ দিচ্ছে:

ক্যাপিবারা, যা দক্ষিণ আমেরিকার স্থানীয় এক প্রাণী, দারুন মজা করার জন্য জাপানে অতি পরিচিত। আর এর জন্য কাপিবারা সান [11] নামক জনপ্রিয় কার্টুন চরিত্রকে ধন্যবাদ।

ট্রাইওয়ার্ক হতেঃ এক নতুন হিট গেমে কাপিবারা সান লাইন পোকোপানের সাথে যুক্ত হচ্ছে। যথেষ্ট পরিমাণ মজা দেওয়ার জন্য কাপিবারা সান অন্য অনেক প্রাণী এবং বন্ধুদের মাঝে তালিকাভুক্ত হয়েছে

জাপানে ক্যাপিবারার জন্য ভালবাসার কোন কমতি নেই।
আমেরিকার মেটাফিল্টার [15] নামক সম্প্রদায়ের উমামি ডিয়ারেস্ট [16] নামক এক সদস্য জাপানে প্রাণীদের জন্য করা ক্যাফে বিষয়ে এক নির্দেশনা তৈরি করেছে। আর ভদ্রমহিলার ওয়েবসাইট জাপানের সেই সকল স্থানের নাম অর্ন্তভুক্ত করেছে যে সকল স্থানে এই প্রাণীটিকে দেখতে পাওয়া যায় [17]

যারা আগ্রহী তাদের জন্য উমামি ডিয়ারেষ্ট জাপানের এ্যানিমেল ক্যাফে সাইটের [24] করা নিয়মিত প্রশ্ন পোষ্ট করেছে।