ওহ! ফেসবুকের অনিচ্ছাকৃত ভুল পতাকা প্রদর্শন, ফিলিপাইনসকে যুদ্ধে জড়িয়ে পড়া রাষ্ট্র হিসেবে তুলে ধরছে

Facebook joined Filipinos in celebrating the Philippine Independence Day. However, it unintentionally inverted the country's flag.

ফিলিপাইনসের স্বাধীনতা দিবস উদযাপনে ফিলিপাইনবাসীদের সাথে ফেসবুকও যোগ দেয়। তবে,ফেসবুক অনিচ্ছাকৃতভাবে দেশটির পতাকা পাল্টে ফেলে।

১২ জুন ফিলিপাইনসের স্বাধীনতা দিবস। ফিলিপাইনস, ১২ জুন ১৮৯৮ সালে স্পেনের ৩০০ বছরের উপনিবেশিক শাসনের বিরুদ্ধে স্বাধীনতা ঘোষণা করে।

এই বিশেষ দিবসের সম্মানে, ফেসবুক ফিলিপাইনসের পতাকা প্রদর্শন করে ফিলিপিনো নাগরিকদের সম্মান প্রদর্শন করে। তবে ফেসবুকে পতাকাকে ভুল ভাবে তুলে ধরা হয়, কারণ এখানে যে ভাবে পতাকা প্রদর্শিত হয়েছে, তা কেবল মাত্র যুদ্ধকালীন সময়ে প্রদর্শিত হয়।

ফিলিপাইনসের স্টার নিউজ নামক সংবাদপত্র দ্রুত এই ভুলটি তুলে করে:

দেখুনঃ ফিলিপাইনসের স্বাধীনতা দিবসের সম্মানে ফেসবুকের হোমপেজে ফিলিপাইনসের পতাকা দিয়ে এক ব্যানার তৈরি করা হয়- তবে এর ব্যতিক্রমধর্মী বিষয়টি ছিল পতাকার একেবারের উপরের লাল এবং একেবারে নীচের নীল অংশটি, যা নির্দেশ করে দেশটি এখন যুদ্ধাবস্থায় রয়েছে।

ফিলিপাইনসের ফেসবুক ব্যবহারকারীরা এই ভুলের ঘটনায় হেসেছে, যদিও সংখ্যাগরিষ্ঠ ব্যক্তি দেশটির স্বাধীনতা দিবস স্মরণ করে শুভেচ্ছা পাঠানোর জন্য ফেসবুকের কাছে কৃতজ্ঞ।

তবে, এমন অনেক নেট নাগরিক রয়েছে, যারা ফেসবুকের এই অনিচ্ছাকৃত ভাবে ফিলিপাইনসের পতাকা প্রদর্শনের সমালোচনা করেছে।

নীচে এই ঘটনায় ফেসবুক এবং টুইটারে আসা কিছু প্রতিক্রিয়া :

ফেসবুক ব্যবহারকারী বার্নিএম্যাক আরেলানো প্রশ্ন করেছেন এই ভুল কি চলচ্চিত্র মার্কেটিং-এর এক কৌশল কিনা:

Dear Facebook,
Has the President and the Congress declared war on some country? Ano to, marketing ng Independence Day: Resurgence?

প্রিয় ফেসবুক, দেশের রাষ্ট্রপতি এবং সংসদ সদস্যরা কি অন্য কোন দেশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে? এর মানে কি? স্বাধীনতা দিবসের মার্কেটিংঃ বিদ্রোহ?

ফেসবুক বলছে যে আমরা এক যুদ্ধে জড়িয়ে পড়েছি। শুভ স্বাধীনতা দিবস, ফিলিপাইনস। আমরা হয়ত একদিন সত্যি স্বাধীন হব

প্রিয় ফেসবুক, যদি আমাদের পতাকা এ রকম হয় তাহলে এটা কোন স্বাধীনতা দিবসের শুভেচ্ছা নয়, সত্যিকার অর্থে।

ফিলিপাইনসের পতাকা সঠিক ভাবে প্রদর্শন করতে হবে এভাবে। দেশটির ইতিহাসে, সর্বশেষ পতাকার একেবারে উপর লাল অংশের দেখা গিয়েছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়, ১৯৪১ থেকে ১৯৪৫ সালে।

Philippine flag. Image from the official website of the Philippine government

ফিলিপাইনসের পতাকা। ছবি ফিলিপাইনস সরকারের নিজস্ব ওয়েবসাইট থেকে নেওয়া।

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .