- Global Voices বাংলা ভার্সন - https://bn.globalvoices.org -

যে ভবন যত কম চকচকে, সেটা ‘বিটস অফ টোকিওর’ কাছে তত বেশী কালের সাক্ষী

বিষয়বস্তু: পূর্ব এশিয়া, জাপান, ছবি তোলা, নাগরিক মাধ্যম, শিল্প ও সংস্কৃতি

বিটস অফ টোকিও [2] হচ্ছে পরিচয় গোপন রেখে চালানো ফটো ব্লগ যা বিশ্বের সর্ববৃহৎ শহর টোকিওর চকচকে এলাকার আড়ালে ঢাকা পড়া পুরোনো এলাকার ছবি তুলে থাকে।

নিওন লাইট, ভবিষ্যতের পটভূমিতে অবস্থান করা অজস্র নাগরিক যুক্ত এমন জাপানের প্রতি মনোযোগ প্রদান করার বদলে বিটস অফ টোকিও অযত্নে লালিত এবং প্রায়শ ক্ষয়ে যাওয়া ভবন এবং ব্যবসা কেন্দ্রের ছবি নথিবদ্ধ করছে যা কেবল টোকিও নয়, একই সাথে দ্রুত বুড়িয়ে যেতে থাকা জাপানের বিভিন্ন শহরের সাধারণ এক দৃশ্য।

জাপানের রাজধানী টোকিওর তোরানোমোন এলাকার এক প্রসাধনীর দোকান।

এই ফটো ব্লগে যে সমস্ত দোকান এবং গৃহ নথিবদ্ধ করা হয়েছে সেগুলোর বেশীর ভাগ ৪০ থেকে ৫০ বছরের পুরোনো এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানের পরাজয়ের পর দেশটির “অলৌকিক অর্থনৈতিক’ প্রবৃদ্ধির সময়ে নির্মাণ করা।

টোকিওর ইয়োয়োগি এবং শিবুয়ার মাঝখানে অবস্থিত ছোট এক ইলেকট্রনিক্সের দোকান।

বিটস অফ টোকিও জাপানের বিভিন্ন শহরের কেন্দ্রীয় এলাকার দৃশ্য ধারন করেছে।

টোকিওর ডাইকানইয়ামা এবং এবুশির মাঝখানে একগুচ্ছ পুরোনো ভবন।

তবে,পুরোনো সবকিছু এত বাজে অবস্থায় নেই, টোকিওর শিতামাচির “পুরোনো এলাকায়” অবস্থিত কাপ্পাবাশাহি [14],যা কিনা ইউয়েনো-এর পূর্বে অবস্থিত। সেখানে একগুচ্ছ ব্যবসা কেন্দ্র রয়েছে যা রেস্তোরাঁর জন্য জিনিসপত্র সরবরাহ করে।

টোকিওর কাপ্পাবাশিহি এলাকার একটি দোকানে রান্নাঘরের সামগ্রী বিক্রি হচ্ছে।

বিটস অফ টোকিও সেই সাথে জীবনের সাথে জড়িত যে সমস্ত উপাদান ক্রমশ হারিয়ে যাচ্ছে সেগুলোকে তুলে ধরছে, যেমন উন্মুক্ত স্নানাগার, অথবা সেন্টো, এক সময় যা যুদ্ধ পরবর্তী জাপানের যে কোন কেন্দ্রীয় এলাকার এক গুরুত্বপূর্ণ অংশ ছিল।

সানগেনজায়ায় জনগণের জন্য নির্মিত হাম্মামখানা বা স্নানাগারের প্রবেশ পথ।

সানগেনজায়ায় অবস্থিত একই রকম এক স্নানাগারের বাইরে রাখা এক পুরোনো কফি ভেন্ডিং মেশিন।

এই ফোটো ব্লগ একই সাথে যুদ্ধ পরবর্তী জাপানের বিজ্ঞাপন যুগের জীবনের ক্ষুদ্র ক্ষুদ্র অংশের এক পুঙ্খানুপঙ্খ চিত্র তুলে ধরেছে, যার মধ্যে রয়েছে সাইন বোর্ড এবং বিজ্ঞাপন।

টোকিওর মেইজি ডোরি এলাকার এক দোকানের বাইরে চাল সিগারেট এবং লবন বিক্রির চিহ্ন

এই সমস্ত এলাকার অনেক দোকানের মালিক, যারা তাদের সময় ৭০ এবং ৮০-এর দশকের মত। তবে এই বিষয়টি পরিষ্কার নয় যে, একবার যখন তারা বিলুপ্ত হয়ে যাবে তখন তাদের এই সকল এলাকার কি হবে।

টোকিওর গাকুচেইদাগাকু স্টেশনের কাছে এক ওষুধের দোকান, নাপিতের সেলুন এবং সাধারণ বিপণি বিতান

অন্য কয়েকটি ছবি প্রদর্শন করছে কি ভাবে ছোট ছোট ব্যবসায়ীরা নতুন ক্ষেত্রে বিনিয়োগের মাধ্যমে টিকে থাকার জন লড়াই করে …?

টোকিওর কেইও লাইন এলাকায় এক হস্তরেখাবীদ কেশবিন্যাসকারী।

এবং অবশ্যই বেশ কিছু চমৎকার ঐতিহ্যমণ্ডিত স্থাপত্যের উদাহরণ রয়েছে।

টোকিওর সানগেনজাওয়া এলাকায় এক পুরোনো বাড়ী।

বিটস অফ টোকিওর নিজস্ব ইউটিউব চ্যানেলও [34] রয়েছে: