মিয়ানমারের খনি শ্রমিকেরা মারাত্মক স্বাস্থ্য ঝুঁকিতে, নেই ক্ষতিপূরণের ব্যবস্থা

Workers at a quarry in Ohn Chaw Village off the Mandalay-Lashio road, near Mandalay. Photo and caption by Zaw Zaw / The Irrawaddy

মান্দালয়ের কাছাকাছি মান্দালয়-ল্যাশিও সড়কের অদূরে ওহন শ গ্রামের একটি খনির শ্রমিকদের সমাগম। ছবি এবং শিরোনামঃ জাও জাও/ ইরাবতী

ইরাবতী সংবাদপত্র থেকে জাও জাও এর লেখা প্রবন্ধটি অংশিদারিত্ব চুক্তির একটি অংশ হিসেবে গ্লোবাল ভয়েসেসে পুনরায় প্রকাশ করা হয়েছে। উল্লেখ্য, ইরাবতী মিয়ানমারের একটি স্বাধীন নিউজ ওয়েবসাইট। 

মান্দালয়-ল্যাশিও সড়কের অদূরে একটি গ্রামের ব্যক্তি মালিকানাধীন খনিতে কাজ করতে গিয়ে শ্রমিকরা স্বাস্থ্য ঝুঁকিতে রয়েছেন।

জনশ্রুতি অনুযায়ী, নিঃশ্বাসের সাথে দৈনিক পাথর কণা দেহে প্রবেশের ফলে মান্দালয়ের কাছাকাছি অবস্থিত ওহন শ গ্রামের বিভিন্ন খনিতে কর্মরত অনেক শ্রমিক গুরুতর ফুসফুসের রোগে ভুগছেন।

সেখানে বিভিন্ন খনিতে কর্মরত শ্রমিকেরা সর্বোচ্চ দৈনিক ৪ হাজার কিয়েট [প্রায় ৩ মার্কিন ডলার] আয় করে থাকে। শিশু শ্রমিকেরা কেবল ২ মার্কিন ডলারের কিছু বেশি আয় করে। তাঁদের এসব অনুবর্তী স্বাস্থ্য সমস্যার সঠিক যত্ন নিতে এই  পরিমাণ অর্থ খুবই সামান্য।

দৈনিক মজুরি উপার্জনকারী হিসেবে এই শ্রমিকেরা অসুস্থতা জনিত ছুটি নিতে পারেন না। কারণ ছুটি নেয়া মানে তাঁরা তাঁদের জীবনধারণের জন্য সেদিনকার প্রয়োজনীয় অর্থ পাবেন না।

এই কাজে যথেষ্ট স্বাস্থ্য ঝুঁকি থাকা সত্ত্বেও এই শ্রমিকদের জন্য কোন ধরণের ক্ষতিপূরণ পরিকল্পনা গ্রহণ করা হয়নি।

এখানকার বেশীরভাগ শ্রমিক অভ্যন্তরীণ অভিবাসী। তাঁদের স্বাস্থ্য সমস্যা চরম অসহনীয় হয়ে দাঁড়ালে চিকিৎসার জন্য তাঁরা তাঁদের বাড়িতে ফিরে যায়।

এই শ্রমিকদের দেয়া তথ্য অনুযায়ী, খনি খননের কাজ করতে যেয়ে শ্রমিকদের অনেকে মারা গেছেন। তবুও কাউকে ক্ষতিপূরণ দেওয়া হয়নি।

খনিস্থলে কাজ করা শ্রমিকদের আরও কিছু ছবি নিচে দেখুনঃ

Photo by Zaw Zaw / The Irrawaddy

ছবিঃ জাও জাও / ইরাবতী

Photo by Zaw Zaw / The Irrawaddy

ছবিঃ জাও জাও / ইরাবতী

Photo by Zaw Zaw / The Irrawaddy

ছবিঃ জাও জাও / ইরাবতী

Photo by Zaw Zaw / The Irrawaddy

ছবিঃ জাও জাও / ইরাবতী

Photo by Zaw Zaw / The Irrawaddy

ছবিঃ জাও জাও / ইরাবতী

Photo by Zaw Zaw / The Irrawaddy

ছবিঃ জাও জাও / ইরাবতী

Quarry land in Mandalay. Photo by Zaw Zaw / The Irrawaddy

ছবিঃ জাও জাও / ইরাবতী

Workers' housing center at the quarry site. Photo by Zaw Zaw / The Irrawaddy

খনিস্থলে কাজ করা শ্রমিকদের আবাসস্থল। ছবিঃ জাও জাও / ইরাবতী

Photo by Zaw Zaw / The Irrawaddy

ছবিঃ জাও জাও / ইরাবতী

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .