কিরগিজস্তানের ইসিক-কুলে আপনাকে আমন্ত্রণ

Flickr image uploaded by Maximus Shoots.

ম্যাক্সিমাস শুটের আপলোড করা ফ্লিকর ছবি। 

কিরগিজস্তানের তিয়েন শান পর্বতমালার নীলকান্ত-নীল ‘চোখ’ এবং অসমতল প্রাকৃতিক ভূচিত্রকে ঘিরে থাকা প্রাকৃতিক দৃশ্য দীর্ঘদিন ধরেই সাবেক সোভিয়েত ইউনিয়নে ছুটি কাটাতে আসা লোকজনের কাছে একটি প্রিয় গন্তব্য স্থল। এখন তাঁরা একটি উপযুক্ত প্রচারমূলক ভিডিও পাবেন।

কিরগিজস্তানের পূর্বাঞ্চল ইসিক-কুলে পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম পর্বত হ্রদ অবস্থিত। বিশালত্বে টিটিকাকা লেকের পরেই এর অবস্থান। জুলাই মাসের প্রথম থেকে সেপ্টেম্বর মাসের শুরু পর্যন্ত বিস্তৃত একেবারে ফিনফিনে সাঁতারের মৌসুমে হ্রদটির ঠাণ্ডা পানি এবং এর সৈকতের কারণে বেশীরভাগ লোকই বহুকাল ধরে হ্রদটির দারুণ ভক্ত।

কাজাখস্তান ভিত্তিক সৃজনশীল ক্রিয়েটিভ কালেক্টিভ ফটোসাফারি ডট কেজেড একটি ভিডিও তৈরি করেছে। ভিডিওটিতে দেখা যায়, এই অঞ্চলে এই হ্রদের চেয়েও আরও অনেক চমকপ্রদ স্থান রয়েছে। বিশেষ করে আপনি যদি দ্বিচক্র যানে চড়ে আসেন। উপভোগ করুন!

https://youtu.be/v3K2Xu_JzCA

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .