ভিয়েতনামে হাজার হাজার মাছ রহস্যজনক ভাবে মারা যাচ্ছে, যার মধ্যে তিমি মাছও রয়েছে।

Screenshot of a YouTube video of residents trying to rescue a stranded whale at Diễn Thịnh’s shore in Vietnam.

ভিয়েতনামের দিয়েন থিয়েন উপকূলে আটকে পড়া একটি বড় তিমিদের উদ্ধার অভিযানে এলাকাবাসী। ছবি ইউটিউব থেকে নেওয়া।

এই প্রবন্ধ লিখেছে নাগুয়েন লিনহ চি, যিনি লাও নামক স্বাধীন সংবাদ ওয়েব সাইট এবং পডকাস্ট শোনানো সাইট এর একজন লেখক। উল্লেখ্য যে লাও নামক সাইটটি কেবল ভিয়েতনাম সংক্রান্ত গল্প প্রকাশ করে থাকে। বিষয়বস্তু বিনিময় চুক্তি অনুসারে এটি গ্লোবাল ভয়েসেস-এ পুনরায় প্রকাশিত হয়েছে।

স্থানীয় সংবাদ পত্র ওয়েব সাইট লাও ডং- -এর সংবাদ অনুসারে বিগত দুই মাসে মধ্য ভিয়েতনামের উপকূলে টনে টনে মৃত মাছ ভেসে উঠছে। বিগত পাঁচ মাসে, নাগহে আন নামক প্রদেশের স্থানীয় নাগরিকেরা অন্তত সাতটি মৃত তিমি মাছ আবিস্কার করেন। এই সময়টি সাম্প্রতিক সময়ে ক্ষুদ্র আকারের সামুদ্রিক প্রাণীর মৃত্যুর ঘটনার সাথে মিলে যাচ্ছে।

২৫ মে তারিখে যখন কুয়াং বিনাহ প্রদেশ কর্তৃপক্ষ সামুদ্রিক খাবার গ্রহণ এবং জলীয় কর্মকাণ্ড বিষয়ে প্রচারণা শুরু করেন, তখন দিয়েন তিনহার উপকূলে একটি ১৭ টন ওজনের তিমির মৃতদেহ আবিস্কৃত হয়

ইউটিউবে আপলোড করা অপেশাদার ভিডিওতে দেখা যাচ্ছে যে কর্তৃপক্ষ প্রাণী রক্ষায় সচেষ্ট ছিল, কিন্তু পানিতে ফিরিয়ে দেওয়ার কিছুক্ষণের মধ্যে এটি মারা যায়।

দুদিন পরে, আরেকটি ১০ টন ওজনের তিমি–যা ইতোমধ্যে মৃত এবং দেহ পচন ধরেছে, একই উপকূলে এসে পৌঁছায়। যখনই উপকূলে সমুদ্রের ঢেউ এসে পৌঁছায়, তখন ঢেউয়ের সাথে আসা মৃত প্রাণীটিকে কর্তৃপক্ষ সমুদ্রে ফিরিয়ে দেওয়ার চেষ্টা করেন।

নাগেহ অন-এর এক একটিভিষ্ট থাই ভান ডুং কর্তৃপক্ষের উদ্দেশ্য নিয়ে সন্দেহ করছেন। তবে তিনি বলছেন:

আমি একমত যে মৃতদেহটিকে দূর করার জন্য ঢেউয়ের অপেক্ষা করার বিষয়টির না হয় একটা মানে আছে, কিন্তু কেন তারা তাড়াহুড়া করে রাতের অন্ধকারে এই কাজটি করার চেষ্টা করছে? কেন তারা মৃত্যুর কারণ যাচাই করা পর্যন্ত অপেক্ষা করল না।

ডাং হচ্ছে সেই সমস্ত একটিভিষ্টদের মধ্যে অন্যতম যারা বিশ্বাস করে মৃত তিমি এবং তাইয়ানের নিকটস্থ এলাকা হা তিনহ প্রদেশে অবস্থিত ফরমোজার ইস্পাত কারখানা থেকে যেসব বর্জ্য নির্গত হচ্ছে তার মধ্যে এক সরাসরি সম্পর্ক রয়েছে। তবে, সরকার এখনো মাছদের এই ভাবে মারা যাওয়ার ঘটনা নিয়ে করা তদন্তের বিষয়ে চুড়ান্ত কোন সিদ্ধান্ত গ্রহণ করেনি। চলতে থাকা এই পরিবেশ সংক্রান্ত জটিলতা স্থানীয় মৎসজীবীদের সঙ্কটে ফেলে দিয়েছে এবং দেশ জুড়ে ও বিদেশে অবস্থিত ভিয়েতনামের নাগরিকদের (ডায়সাপোরা) মাঝে প্রতিবাদের সূচনা করেছে।

ভিয়েতনামের জেলেরা দীর্ঘ সময় ধরে তিমি মাছকে এক পবিত্র প্রাণী হিসেবে বিবেচনা করে আসছে। এদিকে হ্যানয় রহস্যজনক মৃত্যু নিয়ে এখনো কোন মন্তব্য করেনি, স্থানীয়রা বলছে নতুন করে পাওয়া এই সকল মৃতদেহ কর্তৃপক্ষের অবহেলার আরেকটি দিক তুলে ধরেছে।

গত মাসে ভিয়েতনামের মৃত তিমি মাছ এবং অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়ে লাও এর পডকাস্ট এপিসোড শোনার জন্য নীচে ক্লিক করুন:

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .