- Global Voices বাংলা ভার্সন - https://bn.globalvoices.org -

জিভি অভিব্যক্তিঃ এল চাপো কি আপনার টি শার্টে? ল্যাটিন আমেরিকায় সহিংসতাকে আকর্ষণীয় এক চেহারা দেওয়া

বিষয়বস্তু: ল্যাটিন আমেরিকা, কলম্বিয়া, মেক্সিকো, নাগরিক মাধ্যম, যুদ্ধ এবং সংঘর্ষ, শিল্প ও সংস্কৃতি, জিভি অভিব্যক্তি

টি শার্ট, গান, খ্যাতি এবং এমনকি রোলিং স্টোনের সাক্ষাৎকার [1]। সহিংসতাকে আকর্ষণীয় করার ক্ষেত্রে কে জিতছে আর কে হারছে?

এটি এমন এক স্থান যেখানে সুবিধা খুব কম এবং বৈষম্য এবং দারিদ্র প্রবল, যেখানে সহিংসতা খুব স্বাভাবিক এক ঘটনা, সেখানে এর যে কোন ছবি, এবং এমনকি সেগুলোকে আকর্ষণীয় করে তোলার মত বিষয়ও খুব শক্তিশালী হতে পারে।

জিভি অভিব্যক্তির এই সংখ্যায়, আমরা সেই সমস্ত বিষয় আবিস্কার করার চেষ্টা করেছি এল চাপো গুজম্যান-এর মত মাদক পাচারকারীরাদের ভাবমূর্তি বিচিত্র এবং আকর্ষণীয় ভাবে তুলে ধরার কাজটি করা হয় পপ সংস্কৃতি এবং বিনোদনের মত বিষয়ের মাধ্যমে। এই বিষয়ে আমরা আমাদের ল্যাটিন আমেরিকার সম্পাদক এলিজাবেথ রিভেরা ও লরা ভিদাল এবং দীর্ঘ সময় ধরে আমাদের কন্ট্রিবিউটর রবার্ট ভ্যালেন্সিয়ার সাথে কথা বলেছি।

এখানে আমরা বেশ কয়েকটি বিষয় উপস্থাপন করেছি এবং আলোচনা করেছি, যা এই আগ্রহকে রূপান্তরিত করেছে গল্প বলার নতুন উপায় এবং এমনকি সৌন্দর্য্যের অভিজ্ঞতা যা দেশসীমানার গণ্ডি ছাড়িয়ে যায়। হলিউড এবং ল্যাটিন আমেরিকা উভয়ে এই মাদক সংক্রান্ত প্রপঞ্চকে ছোট পর্দায় তুলে এনেছে এবং এই সকল চলচ্চিত্র এই ধরণের ঘটনাকে ছড়িয়ে দিয়েছে, যা অতি দ্রুত গৎবাঁধা ধারায় পরিণত হয়েছে।

যার ফলে, যুক্তরাষ্ট্র থেকে ল্যাটিন আমেরিকা পর্যন্ত এই বিষয়ে বেশ কিছু দৃষ্টিভঙ্গি এসেছে যা পুরোনো বাস্তবতায় বিস্ময় প্রদর্শন করা হয়েছে, যে বাস্তবতা বছরের পর বছর ধরে ল্যাটিন আমেরিকা অঞ্চলের একটি অংশ হয়ে ছিল। এটি বাড়তি হিসেবে এক নতুন অসম্পূর্ণ ছবি তুলে ধরছে এবং এতে তথাকথিত” মাদকের বিরুদ্ধে যুদ্ধের” ঘটনার শিকার সাধারণ নাগরিকদের অনুপস্থিতর এক সত্যিকার চিত্র তুলে ধরছে।

ফিচার ছবি:  চাপো গ্রাফাতি [2]-এর। ২৭ মার্চ, ২০১৬ তারিখে ফ্লিকারে আপলোড করেছে জুলিয়া ডি** পি** কে****। (সিসি-বাই-এনসি ২.০)