- Global Voices বাংলা ভার্সন - https://bn.globalvoices.org -

ফেসবুকে গ্লোবাল ভয়েসেসের ভিডিও উন্মোচন – শেয়ার করে তা ছড়িয়ে দিন!

বিষয়বস্তু: নাগরিক মাধ্যম, গ্লোবাল ভয়সেস কমিউনিটি ব্লগ, ঘোষণা

Screen Shot 2016-05-05 at 11.12.49 AM

আপনাদের মধ্যে কেউ কেউ আপনার ফেসবুকের নিউজফিডে ইতিমধ্যে দেখে থাকবেন … গত সপ্তাহে আমরা গ্লোবাল ভয়েসেসের গল্পের সংক্ষিপ্ত ভিডিও তৈরি [1] করা শুরু করেছি!

এই ভিডিওগুলোর মাধ্যমে গ্লোবাল ভয়েসেসের গল্পগুলো আরও বেশি সংখ্যক পাঠকের কাছে পরিচিত করে তোলাই আমাদের লক্ষ্য। আর আপনি এই ভিডিওগুলো আপনার চেনাশোনা লোকজনদের মাঝে শেয়ার করে সাহায্য করতে পারেন।

আমাদের ফেসবুক পেইজে গ্লোবাল ভয়েসেস পোস্টের সবকিছু ফেসবুকে আমাদের অনুসরণকারীদের দেখানো হয় না। বেশিরভাগ পোস্ট কেবল মাত্র ১৫০০ ভক্তের কাছে পৌছায়। তাই সুখবর এই যে প্রতিবার আপনি একটি গ্লোবাল ভয়েসেস পোস্ট লাইক অথবা শেয়ার করলে প্রতিবারই তা সংখ্যায় বেড়ে অন্যদের কাছে পৌঁছাবে। কিছু কিছু সময় আমরা এমনকি ১,০০,০০০ জনের কাছে পৌঁছে যাই।

 
দয়া করে লাইক এবং শেয়ার করে জিভি গল্পগুলো ছড়িয়ে দিতে সাহায্য করুন!

এ পর্যন্ত আমরা চারটি ভিডিও তৈরি করেছি এবং ফেসবুকে প্রকাশ করেছি। সম্মিলিতভাবে এগুলো ১০ দিনের মধ্যে ৪১,০০০ এরও বেশি বার দেখা হয়েছে।

১. আতেনা এখন মুক্ত [2]

মূল প্রতিবেদনঃ টরি ইঘারম্যান

২. আমি চ্যাট অয়াটি [3]

মূল প্রতিবেদনঃ মং প্যালাটিনো

৩. #আমারপ্রথমহামলা [4]

মূল প্রতিবেদনঃ এলিজাবেথ রিভারে এবং অনুবাদঃ লিন্ডসে মুলহোল্যান্ড  

৪. ফিলিপাইন, মারকোসের স্বৈরতন্ত্র ভুলে যেও না [5]

মূল প্রতিবেদনঃ মং প্যালাটিনো

আমাদের প্রোডাকশন টিমটি নিজেদের মধ্যেই এবং বেশ ছোট। এই মূহুর্তে সপ্তাহে আমাদের কেবল ১ থেকে ২ টি ভিডিও তৈরি করার মতো লোকবল আছে। আমরা গল্পগুলো মাল্টি মিডিয়া প্রচারসূচী এবং গল্প উপর ভিত্তি করে নির্ধারণ করি, যেগুলো নির্ধারিত ১০০ শব্দের মধ্যে প্রকাশ করা যায়।

যদি আপনার ভাল ভিডিও এডিটিং দক্ষতা থাকে তাহলে, প্রতি সপ্তাহে ৪-৬ ঘণ্টা সময় দিতে পারেন এবং গ্লোবাল ভয়েসেস ভিডিও তৈরিতে সহায়তা করতে চান, তবে দয়া করে আমাদের সঙ্গে যুক্ত হোন।

শেয়ারিং শুভ হোক!