প্রযুক্তির সাথে চেরোকিদের ভাষার অভিযোজন একটি ইতিহাস নির্ভর এনিমেশনে দেখানো হয়েছে

ইতিহাস ঘেঁটে দেখা যায়, যখনই একটি নতুন যোগাযোগ প্রযুক্তি সমাজের মধ্যে চালু করা হয়েছে তখনই চেরোকি লোকেরা তাঁদের লিখিত ভাষাটি খাপ খাওয়াতে সক্ষম বলে নিশ্চিত করেছে। ছাপাখানা এবং টাইপরাইটার থেকে শুরু করে কম্পিউটার ও স্মার্ট ফোনের মত আজকের সহজলভ্য ডিজিটাল প্রযুক্তি পর্যন্ত চেরোকি ভাষাটি সম্পূর্ণরূপে ক্রিয়ামূলক। এই সারা পথ জুড়ে যেসব অক্লান্ত সমর্থনকারী এবং সক্রিয় কর্মীরা সাহায্য করেছেন তাঁদের ধন্যবাদ।

যুক্তরাষ্ট্রে সবচেয়ে সক্রিয়ভাবে ব্যবহৃত আঞ্চলিক ভাষাগুলোর মধ্যে একটি হিসেবে চেরোকি ভাষা দক্ষিণ ক্যারোলাইনা এবং ওকলাহোমার অধিবাসীরা কথা বলে। তাছাড়াও সারা দেশের অন্যান্য রাজ্যের লোকেরাও এই ভাষায় কথা বলে থাকে। অনেকেই এখন শব্দাংশ দিয়ে চেরোকি ভাষাটি লিখতে সক্ষম। এই লিখিত অক্ষরগুলোর প্রতিটি দিয়ে একটি করে শব্দাংশ বোঝায়। এর সাহায্যে এই ভাষায় কথা বলা লোকেদের মাঝে ভাষাটির অগ্রাধিকার বাড়াতে ভাষাটিকে ধরে রাখা এবং উৎসাহিত করা হয়। ভাষাটির প্রতি আগ্রহ বাড়াতে প্রযুক্তির ব্যবহার অন্যতম একটি পথ।

চেরোকি নেশন এডুকেশন সার্ভিসেস এবং ভাষা প্রযুক্তি কার্যক্রম একটি নতুন অ্যানিমেটেড ভিডিও তৈরি করেছে। এই ভিডিওতে সম্পূর্ণ সময় জুড়ে নতুন প্রযুক্তির সাথে ভাষাটির খাপ খাইয়ে নেয়ার গল্প বলা হয়েছে। চেরোকি নায়ক সিকুয়াহ ১৮২১ সালে সর্বপ্রথম চেরোকি অক্ষরমালা তৈরি করেন। বিরাট কিছু সাফল্য অর্জনের কথাই ভিডিওটির মাধ্যমে দর্শকদের সামনে উপস্থাপন করা হয়েছে।

ডিজিটাল প্রযুক্তির প্রতি বিশেষ দৃষ্টি দিয়ে চেরোকি ভাষায় যারা লিখতে আগ্রহী তাঁদের সাহায্য করে চেরোকি নেশন ল্যাংগুয়েজ টেকনোলোজি প্রোগ্রাম। “স্মার্টফোন, ল্যাপটপ, ডেস্কটপ, ট্যাবলেট এবং সামাজিক যোগাযোগ মাধ্যম সহ সকল ডিজিটাল প্ল্যাটফর্মে চেরোকি ভাষার জন্য উদ্ভাবনমূলক সমাধান” তৈরি করাই এই প্রোগ্রামের লক্ষ্য। প্রযুক্তি সংক্রান্ত পরিভাষা, কীবোর্ড লেআউট এবং বিভিন্ন ফন্টের জন্য নিওলোগিজমের একটি পরিভাষাকোষের মতো মূল্যবান সম্পদ এই প্রোগ্রামের ওয়েবসাইটে পাওয়া যাচ্ছে।

যোগাযোগ প্রযুক্তি ক্রমাগত পরিবর্তিত হয়ে চলেছে। আর ইতিহাসে যদি কোনো ইঙ্গিত না থাকে তবে চেরোকি ভাষা কি করে ইতিহাসের সাথে ক্রমাগত বিকশিত হতে থাকবে?

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .