বিগত ১০০ বছরে জাপানে সৌন্দর্য্যের প্রচলিত ধারাতে নানা পরিবর্তন

Japan Beauty

ওয়াচকাট ভিডিও ইউটিউব প্রোফাইলের স্ক্রিনশট।

ওয়াচকাট এর সাম্প্রতিক ভিডিও ধারাবাহিক “সৌন্দর্য্যের ১০০ বছর” এ জাপানকে অন্তর্ভুক্ত করা হয়েছে। গত শতাব্দীতে জাপানে মহিলাদের সৌন্দর্য্যের প্রচলিত ধারা কতোটা পরিবর্তন হয়েছে তাঁর একটি মনোরম চিত্র সেখানে দেখানো হয়েছে।

বিগত ১০০ বছর ধরে বেশ কয়েকটি সংস্কৃতিতে মহিলাদের মেকআপ এবং চুলের ঢঙে আসা পরিবর্তনগুলো দেখাতে এই ধারাবাহিকটিতে সময় ভ্রষ্টতা ব্যবহার করা হয়েছে। জাপান ছাড়াও অন্যান্য দেশের মধ্যে ইরান, কোরিয়াফিলিপাইন এই ধারাবাহিকটিতে অন্তর্ভুক্ত রয়েছে।

জুনকো এবং মারিনা টেলর এই ভিডিওগুলো তৈরির জন্য গবেষণা করেছেন। তাঁদের গবেষণার অনেকগুলো নোট পিনটারেস্টে নথিভুক্ত রয়েছে।

“সৌন্দর্য্যের পেছনের গবেষণা” ব্যাখ্যা করতে গিয়ে তাঁরা একটি ভিডিও দিয়েছেনঃ

“সৌন্দর্য্যের ১০০ বছর” ধারাবাহিকটির সম্পূর্ণ অংশ এখানে পাবেন।

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .