- Global Voices বাংলা ভার্সন - https://bn.globalvoices.org -

শ্রীলংকার গ্রাউন্ডভিউজের সাথে গ্লোবাল ভয়েসেসের অংশীদারীত্বের সূচনা

বিষয়বস্তু: দক্ষিণ এশিয়া, শ্রীলন্কা, নাগরিক মাধ্যম, ঘোষণা
Screenshot from Groundviews website. [1]

গ্রাউন্ডভিউজ ওয়েবসাইট থেকে নেওয়া স্ক্রিনশট।

গ্লোবাল ভয়েসেস এবং গ্রাউন্ডভিউজ একত্রে একটি নতুন অংশীদারীত্বমূলক প্রকল্পের কাজ শুরু করেছে। এই প্রকল্পের আওতায় গ্লোবাল ভয়েসেসের নাগরিক প্রচার মাধ্যমের উপর দৃষ্টি এবং গ্রাউন্ডভিউজের বিশ্লেষণক্ষমতা ও অভিজ্ঞতাগুলো একত্রিত করে আমাদের পাঠকদের শ্রীলঙ্কা থেকে আরও মৌলিক এবং বিশ্লেষণমূলক খবর উপহার দেবে।

সঞ্জনা হাতোতুওয়া এবং রাইসা বিক্রমাতুঙ্গে সম্পাদিত গ্রাউন্ডভিউজ [1] একটি পুরষ্কার প্রাপ্ত নাগরিক সাংবাদিকতা বিষয়ক ওয়েবসাইট। এই ধরণের ওয়েবসাইট শ্রীলংকাতে এটাই প্রথম।

২০০৬ সালের নভেম্বর মাসে ওয়েবসাইটটি চালু করা হয়। গত দশ বছর ধরে ইংরেজি, সিংহলী ও তামিল ভাষায় লেখা, অডিও, ভিডিও এবং ছবি আকারে আকর্ষনীয় সব গল্প এখানে প্রকাশ হয়ে এসেছে। সুশাসন, মানবাধিকার, শিল্পকলা ও সাহিত্য এবং শান্তি প্রতিষ্ঠার ক্ষেত্রে এই ওয়েবসাইটের শক্তিশালী এবং চিন্তা উদ্রেককারী নিবন্ধগুলো শ্রীলংকান পাঠকদের তাঁদের চিরচেনা গণ্ডি পেরিয়ে ভিন্ন কিছু চিন্তা করতে সাহায্য করেছে এবং গতানুগতিক প্রচার মাধ্যমের এই সংক্রান্ত সীমাবদ্ধতা দূর করেছে।

গ্রাউন্ডভিউজ তাঁর সাংবাদিকতার জন্য আন্তর্জাতিক পুরষ্কার [2] লাভ করেছে, যার মধ্যে রয়েছে ২০০৯ সালে মর্যাদাপূর্ণ দক্ষিণ এশিয়া মন্থন পুরষ্কার। ফ্রিডম হাউস বিশ্ব মিডিয়ায় ২০১৩ সালে তাঁর বার্ষিক প্রতিবেদনে উল্লেখ করেছেঃ [3]

সংবাদ এবং একটি নির্দিস্ট পরিসীমা পর্যন্ত ধারাভাষ্য প্রদানকারী গ্রাউন্ডভিউজ এবং বিকল্পের মতো ওয়েব ভিত্তিক প্রচার মাধ্যম এবং ব্লগগুলো সামগ্রিক মিডিয়া পরিবেশে ক্রমবর্ধমান ভূমিকা গ্রহণ করেছে। তারা এমন সংবেদনশীল গল্প এবং ঘটনা প্রচার করে যেগুলো মূলধারার প্রচার মাধ্যমে খুব কমই উঠে আসে।

গ্রাউন্ডভিউজ টুইটারে তিনটি টুইটার তালিকা বানিয়েছে – যার মধ্যে রয়েছে শ্রীলঙ্কার নেতৃস্থানীয় ব্লগার [4], সাংবাদিক ও সংবাদ মাধ্যম [5] এবং শ্রীলংকান রাজনীতিবিদ এবং সরকারের দাপ্তরিক টুইটার এ্যাকাউন্ট [6]। গ্রাউন্ডভিউজ এখন ফেইসবুকেও [7] পাওয়া যাচ্ছে।