
প্রাপ্ত বয়স্কদের পাঠকদের জন্য তৈরি করা একটি ইংরেজি ভাষা শিক্ষার (কথোপকথন) পাঠ্য বই প্রকাশ করা হয়েছে, যার উদ্দেশ্য প্রাপ্ত বয়স্কদের ইংরেজি শেখানো। ছবি স্যোশাল মিডিয়ায় ব্যাপক ভাবে শেয়ার হয়েছে।
জাপানের মিডল স্কুলে ব্যবহার করা,একটি আদর্শ ইংরেজি কথোপকথোন শিক্ষার পাঠ্যবই নিউ হরাইজন, যার অঙ্গসজ্জা করা হয়েছে অ্যানাইম ধরণের ছবি দিয়ে এবং এই পরিবর্তন #エレン先生 ( এ্যালেন সেনসি) নামক হ্যাশট্যাগের মাধ্যমে ভাইরাল হয়ে পড়েছে।
妹が、入学式から帰ってきてたから教科書見せてもらったけど、ガチで、エレン先生かわゆいwww pic.twitter.com/EIXkOC4E1Y
— TAIKI (@oreore11824649) April 8, 2016
আজ মিডিল স্কুলের যাত্রা শুরুর দিনটি উদযাপন শেষে, আমার মেয়ে তার নতুন পাওয়া ইংরেজি পাঠ্যবইটি বই ঘরে নিয়ে এসেছে। এ্যালেন সেনসেই বেশ মজাদার।!
এই নতুন বইটির নতুন চেহারা নিউ হরাইজন সিরিজের গুরুগম্ভীর বইগুলো থেকে একেবারে আলাদা।
英語の教科書「NEW HORIZON」今と昔 #エレン先生 pic.twitter.com/UOBJyHT7j8
— サムーれ (@samoore0727) April 9, 2016
বায়ে নিউ হরাইজনের (নতুন) ইংরেজি বই এবং ডানে (পুরোনো) সংস্করণ। #EllenSensei
মিষ্টি অ্যানাইম স্টাইলের দেখতে সুন্দর “এ্যালেন সেনসেই” নামক এই ইংরেজির প্রশিক্ষক পুস্তিকা, সর্বসাকুল্যে তিনটি বইয়ের মাধ্যমে শিক্ষকদের এ সংক্রান্ত নির্দেশনা প্রদান করে, তা এখন এক মাজার শিল্পে পরিণত হয়েছে, এর মধ্যে কয়েকটি এত বেশী শালিনতাবোধে আঘাত করে যে এই সমস্ত চরিত্রের স্রষ্টারা এগুলোর নিয়ন্ত্রণের আহ্বান জানিয়েছে।
এমনকি, এটা আর ঘটছে না। #エレン先生 pic.twitter.com/Sa5qQmRPVz
— IRL Ellen Baker (@Kirinodere) April 6, 2016
ইংরেজি হচ্ছে জাপানের এক অন্যতম প্রধান বিদেশী ভাষা, যা জাপানে শিক্ষা দেওয়া হয় যে সমস্ত বিদেশী ভাষা তার মধ্যে ইংরেজির প্রধান্য সবচেয়ে বেশী, এবং দেশটির সরকার প্রচেষ্টা চালাচ্ছে যেন এই বিষয়ে ছাত্রছাত্রীর দক্ষতা বৃদ্ধি পায়। এখন পর্যন্ত এর ফলাফল মিশ্র। জাপানের বিভিন্ন অঞ্চলে ইংরেজি ভাষার দক্ষতার ক্ষেত্রে ব্যপক ভিন্নতা রয়েছে।
নিউ হরাইজনের অ্যানিমা স্টাইলের এটাই প্রথম বই নয়। এই প্রকাশনা সংস্থার এক উদ্দেশ্য রয়েছে, তারা প্রাপ্ত বয়স্ক শিক্ষার্থীদের লক্ষ্য করে এই বই প্রকাশ করেছে যা মিডিল স্কুল পড়ানোর পাঠ্যবই, আর এই কথা ভেবে তারা স্মৃতিকাতর হবে সে বিষয়টিকে প্রকাশনা সংস্থা পুঁজি করেছে, তবে তা অ্যানিমার মাধ্যমে।
というか、英語の教科書でお馴染みのNEWHORIZONの登場人物が大人になって帰ってきた大人向けNEWHORIZONって知ってます?内容がリア充過ぎて非リアの読者をめった刺しにします。 https://t.co/LiMmWal4Lg pic.twitter.com/xV82or937w
— ししとう (@sisitou2015) 2016年4月5日
আপনারা কি জানেন যে প্রাপ্ত বয়স্কদের লক্ষ্য করে নিউ হরাইজনের একটি পাঠ্য বই প্রকাশ করেছে, যা মূল চরিত্র সহ এক প্রাপ্ত বয়স্ক সংস্করণ তৈরি করেছে? এর বিষয় বস্তু এবং পরিবেশ একেবারে বাস্তব সম্মত।
২০১১ সালে প্রকাশিত, এই পাঠ্যবই প্রাপ্ত বয়স্কদের উপযোগী এক কাহিনীর উপর ভিত্তি করে এগিয়ে গেছে, যেমন ডেটিং বা কারো সঙ্গে সম্পর্ক তৈরির জন্য তার সাথে সাক্ষাতের উদ্দেশ্য ইংরেজি শেখা, যা হয়ত প্রতিদিনের জীবনে কাজের জন্য বেশ প্রয়োজনীয়।
僕の中高生時代の英語の教科書のキャラ達がこんなに可愛かったら、絶対にもっと英語ペラッペラになってた(現実逃避) pic.twitter.com/wUP5JMk8ug
— ししとう (@sisitou2015) April 5, 2016
যদি আমার মিডিল স্কুলের ইংরেজি কথোপোকথন পাঠ্য বইয়ের চরিত্রগুলো এত মিষ্টি হয় তাহলে আমি ইংরেজি অনর্গল কথা বলতে পারব।
এই বইয়ের প্রারাম্ভে যে বক্তব্য রয়েছে সে অনুসারে, মিডিল স্কুলের নিউ হরাইজনের পাঠ্য বইয়ে যে সমস্ত মূল চরিত্র রয়েছে সেগুলো কয়েক বছর বিদেশে অতিবাহিত করার পর যখন জাপানের ফিরে আসে, তখন সেখান থেকে কাহিনী তাদের অনুসরণ করে।
এই পাঠ্যবইয়ে একই সাথে “অগমেন্টেড রিয়ালিটি” (এআর) প্রযুক্তি ব্যবহার করা হয়েছে যা একটি স্মার্টফোনের সাহায্যে খোলা যায়, যেমনটা নীচের এই ভিডিওতে দেখানো হয়েছে:
মিডিল স্কুলের পাঠ্য বইয়ের এই চরিত্রগুলোর বিষয়ে জাপানী অনলাইন ভিত্তিক ম্যাগাজিন স্পটলাইট উল্লেখ করেছে:
どうやらケンとユミ、ルーシーの三角関係の話のようですが、いろいろとドラマがあるようです。ストーリーにドキドキしながら英語の勉強もできるなんて、素晴らしい教材じゃないですか!
দৃশ্যত ইয়ুমি,লাকি এবং কেন নামক তিনটি চরিত্র, যারা এক ত্রিমুখী ভালবাসায় জড়িয়ে পড়ে, আর কাহিনী সেখান থেকে এগিয়ে যায়, যার ফলে প্রচুর নাটকীয়তার জন্ম হয়। আপনারা ইংরেজির অনুশীলন করতে করতে এই কাহিনীর উত্থান পতনের বিষয়টি খেয়াল করতে পারবেন, যা এই পাঠ্যবইকে অসাধারণ এক শিক্ষণীয় বইয়ে রূপান্তরিত করেছে।