- Global Voices বাংলা ভার্সন - https://bn.globalvoices.org -

এই সপ্তাহের গ্লোবাল ভয়েসেস পডকাস্টঃ নিখোঁজ ব্যক্তি

বিষয়বস্তু: দক্ষিণ এশিয়া, পূর্ব ও মধ্য ইউরোপ, ল্যাটিন আমেরিকা, সাব সাহারান আফ্রিকা, নাগরিক মাধ্যম, প্রচার মাধ্যম ও সাংবাদিকতা, প্রতিবাদ, মানবাধিকার, শ্রম, সাহিত্য, সেন্সরশিপ, গ্লোবাল ভয়েসেস পডকাস্ট

সম্প্রতি আমরা গ্লোবাল ভয়েসেসে যে গল্পগুলো প্রকাশ করেছি এই সপ্তাহের পডকাস্টে সেগুলোতেই দৃষ্টি দেয়া হয়েছে।

এই সপ্তাহে আমরা আপনাদের ইকুয়েডর, উগান্ডা, বাংলাদেশ এবং ইউক্রেনে নিয়ে যাব। আমরা পাকিস্তানের সম্পাদক সানা সেলিমের সাথে জিনাত শাহজাদী সম্পর্কে কথা বলেছি। তিনি একজন সাংবাদিক যিনি পাকিস্তানে নয় মাস ধরে নিখোঁজ রয়েছেন।

আমাদের সকল লেখক, অনুবাদক এবং সম্পাদক যারা এটি নির্মাণ সম্ভব করতে সাহায্য করেছেন তাঁদেরকে অনেক ধন্যবাদ। হুয়ান আরেলানো [1], জেমস প্রোপা [2], পান্থ রহমান রেজা [3], এরিক টোলার ও টাটিয়ানা লকট [4] এবং সানা সেলিমের [5] লেখা গল্পগুলো এই পর্বে আমরা বিশেষভাবে তুলে ধরেছি।

ফ্রি মিউজিক আর্কাইভ থেকে ক্রিয়েটিভ কমন্স অনুমোদিত গানগুলো আমরা বিশেষভাবে তুলে ধরেছি। জাহজারের প্লিজ লিসেন কেয়ারফুলি [6]; পোডিংটন বিয়ারের ওরেঞ্জ জুসার [7]; জন লাক হেফারম্যানের এ্যানালগ [8]; গিগাবয়ের গিগা লঞ্জ [9]; কাই এ্যাঞ্জেলের ডান্সিং অন দ্যা এজ [10]এবং কোরি গ্রে এর ডব্লিউটিএস [11] গানগুলোর মধ্যে অন্তর্ভুক্ত আছে।

আশা করি আগামী দুই সপ্তাহের মধ্যে আবার আমাদের কণ্ঠ শুনতে পাবেন। আপনাদের এই শোনা আনন্দময় হোক!

টাটিয়ানা লকট সম্পাদিত উইকিমিডিয়া কমন্স/ইউটিআর নিউজ, সিসি বিওয়াই ৩.০ এবং লুইস প্রাডো/দ্যা নাউন প্রজেক্ট থেকে সাউন্ডক্লাউড থাম্বনেইলে দেয়া ছবি।