ইরানি ব্লগার হুসেন রোনাঘি-মালেকির জামিনে মুক্তি লাভ

Hossein Ronaghi-Maleki. Picture uploaded to Twitter after his 2016 release on bail.

হুসেন রোনাঘি – মালেকি। ২০১৬ সালে তিনি জামিনে মুক্তি পাওয়ার পর টুইটারে আপলোড করা ছবি।

ব্লগার হুসেন রোনাঘি – মালেকিকে ৪ মে, ২০১৬ তারিখে জামিনে মুক্তি দেওয়া হয়েছে। মালেকী তাঁর কারাবাসের প্রতিবাদে গত এপ্রিল মাসে অনশন ধর্মঘট শুরু করেন।

৬ মে তারিখের এক টুইটে মালেকি কাব্যিক মন্তব্য সহ সাম্প্রতিক একটি ছবি শেয়ার করেছেনঃ

প্রত্যেক প্রস্থানের পর প্রত্যাবর্তন আসে। এমনকি যখন আমরা দূর্বল এবং আমাদের সাথে অন্যায় হয় তখনও আমাদের হাসি মুখে দৃঢ় থাকতে হবে। আমাদের এগিয়ে যেতে হবে …

ইরানের বিতর্কিত প্রেসিডেন্ট নির্বাচনের ছয় মাস পর ২০০৯ সালের ডিসেম্বর মাসে মালেকীকে গ্রেফতার করা হয়। তাঁকে অবিলম্বে কুখ্যাত এভিন কারাগারে বন্দী রাখা হয়। ৩৭৬ দিন নির্জন কারাবাস ভোগের পর অবশেষে ২০১০ সালে তাঁর বিচার শুরু হয়। “ইরান প্রক্সি নামক ইন্টারনেট গ্রুপ এর সদস্যপদ থাকা”, “শাসকদের বিরুদ্ধে অপপ্রচার চালানোর” এবং “ইরানী সর্বোচ্চ নেতা ও প্রেসিডেন্টকে অপমানের” অভিযোগে তাঁকে ১৫ বছরের কারাদণ্ডে দণ্ডিত করা হয়।

মালেকি বাবাক খোররামদিন ছদ্মনামে ব্লগ লিখতেন। এটি আজারবাইজানের একজন প্রাচীন ফার্সি মুক্তিযোদ্ধার নাম। উল্লেখ্য মালেকী জাতিগতভাবে একজন ইরানি আজেরি।

গ্লোবাল ভয়েসেস এবং গ্লোবাল ভয়েসেস এ্যাডভোকেসি মালেকির বিষয়টি নিয়ে এপ্রিল মাসে এখানে প্রতিবেদন প্রকাশ করেছে।

জামিনে মুক্তি পাওয়ার মাত্র কয়েক দিনের মাথায় মালেকি ইতিমধ্যে মাহমুদ বেহেস্তির সম্পর্কে সচেতনতা বাড়াতে কাজ শুরু করেছেন। তিনি বর্তমানে ইরানের অনশনরত আরেকজন রাজনৈতিক বন্দী।

#মাহমুদ বেহেস্তির বর্ণনাতীত বিশ্বাস ও শক্তি আমাকে উদ্বিগ্ন করে তুলেছে। তিনি তাঁর আদর্শে অঙ্গীকারবদ্ধ।

হুসেন রোনাঘি-মালেকি সম্পর্কে গ্লোবাল ভয়েসেসের আরও কয়েকটি সাম্প্রতিক কভারেজের জন্যঃ

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .