যে ভাবে রুশ যাজকেরা ভ্রমণ করেছে তা মোটেও সনাতনী ছিল না

Image: TheRealComicBookGamer / YouTube. Edited by Kevin Rothrock.

ছবিঃ দি রিয়েলকমিকবুক/ইউটিউব থেকে নেওয়া। ছবি সম্পাদনা করেছেন কেভিন রুথরক

নিঝনি নভোগোরোদের সরকারি অনুসন্ধান বিভাগ এক কৌতূহল তৈরি করা হেলিকপ্টার অবতরণের ঘটনা নিয়ে তদন্ত করছে, যা শহরের বাইরের এক রাস্তায় অবতরণ করে। এই ঘটনার বিষয়ে তোলা ড্যাশক্যামে তোলা (গাড়িতে লাগানো ক্যামেরা) একটি ভিডিও দৃশ্য এ সপ্তাহ থেকে ইউটিউবে দেখতে পাওয়া যাচ্ছে, যা ৯ এপ্রিল, শনিবার ধারণ করা হয়। উক্ত ভিডিওতে দেখা যাচ্ছে দুটি কালো রঙের গাড়ি একটি খোলা মাঠে প্রবেশের দুটি রাস্তা বন্ধ করে রেখেছে।

এই ভিডিওতে দেখা যাচ্ছে, দুটি গাড়ির মাঝে একটি ছোট্ট হেলিকাপ্টার অবতরণ করে, আর এরপর আলখাল্লা পরিহিত (যে ব্যক্তিটি এই ভিডিও ধারণ করেছে সে বলছে যে তারা ছিল রুশ অর্থডক্স নামক খ্রিষ্টান সম্প্রদায়ের যাজক) একদল ব্যক্তি গাড়ী থেকে বের হয়ে আসে। একজন ব্যক্তি ব্যাগ বহন করছিল এবং তারা সকলে একসাথে গাড়ী ছেড়ে সামনে এগিয়ে যায়।

ক্রেমলিনপন্থী সংবাদপত্র এবং ট্যাবলয়েড পত্রিকা লাইফনিউজ এই বিষয়ে সংবাদ প্রদান করেছে। তারা বলছে যে স্থানীয় আইন প্রয়োগকারী সংস্থা এই বিষয়টি নিশ্চিত হওয়ার জন্য এক তদন্ত শুরু করেছে যাজকদের (অথবা ভিডিওতে যে ব্যক্তিটিকে দেখা গেছে) এ রকম এক আকাশযান নিয়ে এই ধরনের বিচিত্র পন্থায় অবতরণের অনুমতি ছিল কিনা।

ভিডিওতে প্রর্দশীত জিওলোকেশন ডাটা (ভূঅবস্থান তথ্য) বিশ্লেষণ করে দেখা যাচ্ছে এই ভিডিও দৃশ্য খাভোশ্চেভকা এবং অরানিকি শহরের মাঝের এক রাস্তায় ধারণ করা হয়েছে (যা নিঝনি নভোগোরোদ থেকে ৭০ মাইল দক্ষিণে অবস্থিত) । অরিনাকি (গাড়ী এবং হেলিকপ্টারের মুখ যে শহরের দিকে ছিল) শহরে, রুশ অর্থডক্স সম্প্রদায়ের এক মঠ রয়েছে।

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .