গ্লোবাল ভয়েসেস পডকাস্টের এ সপ্তাহের আয়োজনঃ রক্ষাকারীরা

আমরা সম্প্রতি গ্লোবাল ভয়েসেসে যে গল্পগুলো প্রকাশ করেছি সেগুলোর কয়েকটি এই সপ্তাহের পডকাস্টে উঠে এসেছে।

এই সপ্তাহে আমরা আপনাদের কম্বোডিয়া, সিরিয়া, তাজিকিস্তান, গাম্বিয়া এবং কলম্বিয়াতে নিয়ে যাব। সেখানে আমরা রক্ষাকর্মীদের তাঁদের সম্প্রদায়ের বন উজাড় হওয়া থেকে রক্ষা, সরকারের নানা অবহেলা অথবা অযোগ্যতা এবং নৃশংস বোমা বিস্ফোরণ সম্পর্কে কথা বলব। কলোম্বিয়ার মেডেলিন শহরের অধিবাসীরা কেন পুনরায় তাঁদের শহরের নামকরণ করলো সে সম্পর্কে আমরা জিভি ল্যাটিন আমেরিকার সম্পাদক লরা ভিডালের সাথে কথা বলেছি।

আমাদের সকল লেখক, অনুবাদক এবং সম্পাদক যারা এই পর্বটি নির্মাণ সম্ভব করে তুলেছেন তাঁদের সবাইকে জানাই অনেক ধন্যবাদ। মং প্যালাটিনো, ইকো অব ট্রুথ, আমিরা আল হুসেইনি, লারা আলমালাকাহ, দেম্বা কেনদে এবং কাটি রেস্ট্রেপোর লেখা গল্পগুলো এই পর্বে বিশেষভাবে তুলে ধরা হবে। ফ্রি মিউজিক আর্কাইভ থেকে ক্রিয়েটিভ কমন্সের অনুমতিপ্রাপ্ত গানগুলোও আমরা এখানে বিশেষভাবে উল্লেখ করেছি। জাহজারের গানটি দয়া করে মনোযোগ দিয়ে শুনবেন। এগুলোর মধ্যে আরও আছে পিকে জাজ কালেক্টিভের ড্রামাটিক থিম; নিক নাইনার অল দ্যা বেস্ট ফ্যাকারস; এ্যালান সিঙ্গলের ইউ নো হু ইউ আর; কেটসার লিন স্ট্রিট; কার্ক পিয়ারসন এবং বিআইটি এর ব্রিদ ইন দ্যা স্ট্যাটিক

আশা করি আমাদের কন্ঠ আগামী দুই সপ্তাহের মধ্যে আবারও শুনতে পাবেন।

ইন্সটাগ্রাম ব্যবহারকারী danielup_ এর সাউন্ডক্লাউড থাম্বনেইলে দেওয়া ছবি। ছবিটি “নতুন খেলনা। কোন কৌতুক নয়ঃ অত্যন্ত গুরুত্বপূর্ণ। ধিক্কার। #মেডেলিন” শিরোনামে পোস্ট করা হয়েছে।

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .