- Global Voices বাংলা ভার্সন - https://bn.globalvoices.org -

বিশ্ব সংবাদপত্রের স্বাধীনতা দিবসে মুক্তি পাচ্ছেন ইরানি কার্টুনিস্ট আতেনা ফারঘাদানি

বিষয়বস্তু: মধ্যপ্রাচ্য ও উ. আ., ইরান, তাজা খবর, নাগরিক মাধ্যম, বাক স্বাধীনতা, সেন্সরশিপ, জিভি এডভোকেসী
Atena Farghadani with her mother, Saedeh Zeynali. From the Facebook page of journalist Atefeh Eghbal [1]

আতেনা ফারঘাদানি তাঁর মা সায়েদেহ জেয়নালির সাথে। ছবিঃ ফেইসবুক

ইরানি সক্রিয়কর্মী এবং কার্টুনিস্ট আতেনা ফারঘাদানি ইভিন কারাগার থেকে মুক্তি পেয়েছেন। গত ২৬ এপ্রিল তারিখে গ্লোবাল ভয়েসেস এক প্রতিবেদনে [2]জানিয়েছে, তাঁর শাস্তি ১২ বছর থেকে কমিয়ে ১৮ মাস করা হয়েছে। গত ৩ মে বিশ্ব সংবাদপত্রের স্বাধীনতা দিবসে তাঁকে মুক্তি দেয়া হয়।

ইরানে মানবাধিকারের জন্য আন্তর্জাতিক প্রচারণার এই টুইটটি সহ আন্তর্জাতিক মানবাধিকার সম্প্রদায় এবং সমগ্র ইরান জুড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে ৩ রা মে তারিখে কার্টুনিস্টের মুক্তির বিষয়টি বেশ জনপ্রিয় হয়ে উঠেছেঃ

আতেনা ফারঘাদানি মুক্তি পেয়েছেন।

ফার্সি ভাষাভাষী পাঠকেরা এখানে আরও সংবাদ পাবেনঃ آتنا فرقدانی از زندان اوین آزاد شد+تصویر [5]

আতেনা ফারঘাদানি সম্পর্কে গ্লোবাল ভয়েসেসের পুরনো কভারেজগুলোর জন্যঃ