বিশ্ব সংবাদপত্রের স্বাধীনতা দিবসে মুক্তি পাচ্ছেন ইরানি কার্টুনিস্ট আতেনা ফারঘাদানি

Atena Farghadani with her mother, Saedeh Zeynali. From the Facebook page of journalist Atefeh Eghbal

আতেনা ফারঘাদানি তাঁর মা সায়েদেহ জেয়নালির সাথে। ছবিঃ ফেইসবুক

ইরানি সক্রিয়কর্মী এবং কার্টুনিস্ট আতেনা ফারঘাদানি ইভিন কারাগার থেকে মুক্তি পেয়েছেন। গত ২৬ এপ্রিল তারিখে গ্লোবাল ভয়েসেস এক প্রতিবেদনে জানিয়েছে, তাঁর শাস্তি ১২ বছর থেকে কমিয়ে ১৮ মাস করা হয়েছে। গত ৩ মে বিশ্ব সংবাদপত্রের স্বাধীনতা দিবসে তাঁকে মুক্তি দেয়া হয়।

ইরানে মানবাধিকারের জন্য আন্তর্জাতিক প্রচারণার এই টুইটটি সহ আন্তর্জাতিক মানবাধিকার সম্প্রদায় এবং সমগ্র ইরান জুড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে ৩ রা মে তারিখে কার্টুনিস্টের মুক্তির বিষয়টি বেশ জনপ্রিয় হয়ে উঠেছেঃ

আতেনা ফারঘাদানি মুক্তি পেয়েছেন।

ফার্সি ভাষাভাষী পাঠকেরা এখানে আরও সংবাদ পাবেনঃ آتنا فرقدانی از زندان اوین آزاد شد+تصویر

আতেনা ফারঘাদানি সম্পর্কে গ্লোবাল ভয়েসেসের পুরনো কভারেজগুলোর জন্যঃ

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .