জাপান বিষয়ে বিশেষজ্ঞ মার্কিন যুক্তরাষ্ট্র ভিত্তিক একজন পেশাদার ইতিহাসবিদ নিক কাপুর জাপানি গুগল স্বয়ংসম্পূর্ণ (অটোকমপ্লিট) পরামর্শ ফিচারের উপর ভিত্তি করে ইউরোপীয় দেশগুলোর জাপানি ধাঁচের একটি মানচিত্র তৈরি করেছেন।
I made a map of Japanese stereotypes of European countries, based on Japanese Google autocomplete suggestions. pic.twitter.com/g2hAqF5vOw
— Nick Kapur (@nick_kapur) April 22, 2016
আমি জাপানি গুগল স্বয়ংসম্পূর্ণ পরামর্শ এর উপর ভিত্তি করে ইউরোপীয় দেশগুলোর জাপানি ধাঁচের একটি মানচিত্র তৈরি করেছি।
ইউরোপের সকল দেশই জাপানি ভাষায় গুগল স্বয়ংসম্পূর্ণ পরামর্শ ফিচার (অটোকমপ্লিট) নেই:
@XENON312O@MegaMogwai I searched for Slovenia but unfortunately the autocomplete didn't return any non-tourism related results in Japanese.
— Nick Kapur (@nick_kapur) April 25, 2016
@XENON312O @MegaMogwai আমি স্লোভেনিয়ার অনুসন্ধান করছিলাম, কিন্তু দুর্ভাগ্যবশত স্বয়ংসম্পূর্ণটি জাপানি কোনো অপর্যটন সম্পর্কিত ফলাফল দিতে পারেনি।
এছাড়াও গুগল স্বয়ংসম্পূর্ণ পরামর্শ ফিচার (অটোকমপ্লিট) কিছু রহস্যময় ফলাফল দিয়েছে যা কাপুর পরবর্তীতে তার মানচিত্রে অন্তর্ভুক্ত করেছেন:
@Paninodesu Yeah, I was confused by that myself, actually, but after digging around, it seems to be some sort of “polandball” reference.
— Nick Kapur (@nick_kapur) April 25, 2016
@Paninodesu হ্যাঁ, আমি ওটা দ্বারা বিভ্রান্ত হয়ে পড়ি, আসলে, কিন্তু একটু খোঁজা খুঁজির পরে, এটা কিছুটা “পোল্যান্ডবল” রেফারেন্স এর মতো দেখতে পাই।
চীনের বিভিন্ন প্রদেশের প্রায় অর্ধেক লিখিত প্রশ্ন শেষ করার জন্য ২০১৫ সালে সে দেশের প্রভাবশালী সার্চ ইঞ্জিন বাইডু একটি মানচিত্র ব্যবহার করে যা কাপুরের মানচিত্রটির অনুরূপ।
A map of China, by stereotype: http://t.co/isRo4hkPTBpic.twitter.com/vhuADJsWGm
— FP's Tea Leaf Nation (@TeaLeafNation) March 4, 2014
চীনের একটি মানচিত্র: http://t.co/isRo4hkPTBpic.twitter.com/vhuADJsWGm