- Global Voices বাংলা ভার্সন - https://bn.globalvoices.org -

গ্লোবাল ভয়েসেসের গুগল ডিজিটাল নিউজ ইনিশিয়েটিভ পুরষ্কার অর্জন

বিষয়বস্তু: নাগরিক মাধ্যম, গ্লোবাল ভয়সেস কমিউনিটি ব্লগ, ঘোষণা

আমি অত্যন্ত আনন্দের সাথে খবরটি শেয়ার করছি যে গ্লোবাল ভয়েসেস গুগল ডিজিটাল নিউজ ইনিশিয়েটিভ [1] পুরস্কার জিতেছে!

আমরা এখনও চূড়ান্ত শর্তাবলী নিয়ে আলোচনা চালাচ্ছি। তবে সংক্ষেপে কেননা মিডিয়া ক্লাউডের সাথে কাজ করার জন্য এটি একটি দুই বছরের প্রকল্প। মিডিয়া ক্লাউড [2]একটি কাস্টম সার্চ টুল। এটি অনলাইন গণমাধ্যম সম্পর্কে চ্যালেঞ্জিং, পরিমাণগত ও গুণগত প্রশ্নের উত্তর দিতে গবেষকদের সাহায্য করে থাকে। মিডিয়া ক্লাউড হাজার হাজার শত শত প্রচারমাধ্যমের উৎসকে একত্রিত করে এবং ব্যবহারকারীদের অনলাইন কথোপকথন এবং সংবাদের ক্ষেত্রে প্রচলিত ধারা আবিষ্কার করতে বিভিন্ন প্রশ্ন করার অনুমতি দিয়ে থাকে। সংবাদকে কাঠামোবদ্ধ করতে এবং সংবাদের বিষয়সূচি নির্ধারণে বিভিন্ন কাজকর্মের নমুনা দেখতে আমাদের সাহায্য করে থাকে।

Media Cloud's data visualization tools

মিডিয়া ক্লাউডের উপাত্ত ভিজুয়ালাইজেশন টুল

মিডিয়া ক্লাউড বার্কম্যান সেন্টার ফর ইন্টারনেট এ্যান্ড সোসাইটি [3]এবং এমআইটি মিডিয়া ল্যাবের [4] একটি যৌথ প্রকল্প। এটি ইথান জুকারম্যানের [5]নেতৃত্বে পরিচালিত দীর্ঘদিন ধরে চলমান একটি গবেষণা প্রকল্প। পাশাপাশি তিনি গ্লোবাল ভয়েসেসের একজন সহপ্রতিষ্ঠাতা। ইথান এবং তাঁর সহকর্মীরা তাঁদের কাজের একটি অংশ হিসেবে কয়েক বছর ধরে গ্লোবাল ভয়েসেসের গল্পগুলো আর্কাইভে সংরক্ষণ এবং এগুলো নিয়ে গবেষণা করছেন।

এই প্রকল্প থেকে আমাদের লক্ষ্য হচ্ছে, মিডিয়া ক্লাউডে ব্যবহার হতে পারে এমন একটি সম্পাদকীয় কর্মপ্রবাহ এবং সরঞ্জামের সেটের চিন্তা করা। আমাদের নিয়মিত লেখার মাধ্যমে এর গবেষণা ক্ষমতা বৃদ্ধির মাধ্যমে আমাদের সহযোগিতা করার জন্যই এই উদ্যোগ। আমরা দাবী করে এসেছি যে আমরা মূলত অসম্পূর্ণ এবং ভুলে ভরা গল্প তুলে ধরতে চেয়েছি এবং যখন আমরা ভাল উপাত্ত হাতে পাব তখনই আমরা সে দাবি সমর্থন করতে পারব। তথ্যের জন্য আমাদের বিজ্ঞানী, বন্ধুদের অনিয়মিত অবদান উপর নির্ভর করতে হয় যা আমাদের জন্য চ্যালেঞ্জ। আমাদের ছোট ছোট সত্য কাহিনীগুলোতে বিভিন্ন উপাত্ত এবং বৈশ্বিক প্রচার মাধ্যমগুলোর আকৃতি সম্পর্কে দেখা আমাদের দাবি গুলো যোগ করতে প্রকল্পটি আমাদের সাহায্য করবে বলে আমরা আশা করি। তাছাড়া আমাদের নিজেদের ভূমিকা এবং প্রভাব আরও পরিষ্কারভাবে দেখতে আমাদের সাহায্য করবে বলে আমার বিশ্বাস।

চুক্তিটি একবার স্বাক্ষর হয়ে গেলে আগামী কয়েক মাসের মধ্যে এই প্রকল্পটি নির্মাণ করার জন্য আমরা গ্লোবাল ভয়েসেস সম্প্রদায়ের সাথে ঘনিষ্ঠভাবে কাজ করতে উন্মুখ। আপনারা যদি আরও বেশি বেশি শুনতে আগ্রহী হন তবে আমাকে একটি নোট লিখুন অথবা এই পোস্টে আপনার মন্তব্য পাঠিয়ে দিন, যেন আমরা একটি আলোচনা শুরু করতে পারি। সম্প্রতি আমরা স্যান্ডস ফিশ [6]কে সাথে নিয়ে চিন্তাভাবনামূলক একটি সংক্ষিপ্ত সভা শুরু করেছি। তিনি জিভির একজন ভাল বন্ধু। ইথানের সাথে এমআইটি মিডিয়া ল্যাবে যারা কাজ করেন তাঁদের মাঝে তিনিও একজন। মিডিয়া ক্লাউডের বিভিন্ন টুলের নকশা করতে এবং টুলগুলো তৈরি ও এর বিভিন্ন উপাদান একত্রিত করতে তিনি আমাদের সাথে কাজ করবেন।