- Global Voices বাংলা ভার্সন - https://bn.globalvoices.org -

গ্লোবাল ভয়েসেস পডকাস্ট সপ্তাহঃ প্রথম পছন্দ, কেউ কি আছেন?

বিষয়বস্তু: পূর্ব এশিয়া, পূর্ব ও মধ্য ইউরোপ, ল্যাটিন আমেরিকা, সাব সাহারান আফ্রিকা, উগান্ডা, চীন, জামাইকা, মেক্সিকো, ম্যাসেডোনিয়া, উন্নয়ন, নাগরিক মাধ্যম, ব্যবসা ও অর্থনীতি, মানবাধিকার, সেন্সরশিপ, গ্লোবাল ভয়েসেস পডকাস্ট

গ্লোবাল ভয়েসেস সংবাদ সম্পাদক লরেন ফিঞ্চ এবং আমি, গ্লোবাল ভয়েসেসের ব্যবস্থাপনা সম্পাদক এই পর্বে আপনাদেরকে চীন, মেক্সিকো, জ্যামাইকা, মেসেডোনিয়া এবং উগান্ডাতে নিয়ে যাব।

বৃহত্তর চীন অঞ্চলে টুইটার তাঁদের ব্যবসায়িক কৌশলের বিকাশ ঘটাতে একজন সাবেক চীনা সামরিক কর্মকর্তাকে নিয়োগ দেওয়ার পর [1]চীনা ভিন্নমতাবলম্বীদের আতংকিত হওয়া সম্পর্কে আমরা আপনাদের জানাব। ওইওয়ান লাম এই গল্পটি আমাদের সামনে নিয়ে এসেছেন।

এরপর আমরা মেক্সিকোতে যাব। আমাদের সহকর্মী সিন এমবার্গো একটি গল্প আমাদের কাছে নিয়ে এসেছেন। সেখানে মেক্সিকান সরকারের একজন প্রিয় ঠিকাদার একটি মহাসড়ক নির্মাণের জন্য একটি আদিবাসী সম্প্রদায়কে বাস্তুচ্যুত করে [2]। পরবর্তীতে আমরা জ্যামাইকার দিকে নজর দিয়েছি। সেখানে আমাদের লেখক এমা লুইস বধিররাও পারেন! কফি তে [3] শিক্ষার্থীদের সম্পর্কে একটি গল্প লিখেছেন। সেখানে এই শিক্ষার্থীরা শিখেন কি করে কফি বানাতে হয় এবং এই ব্যবসার সব দিক কীভাবে পরিচালনা করা যায়। মেসেডোনিয়াতে রাস্তাগুলো ন্যায়বিচারের দাবিতে বিক্ষোভকারীদের দিয়ে পূর্ণ [4]।  আমাদের লেখক এবং অনুবাদক গোরান রিজাওভ গল্পটি আমাদের জানিয়েছেন।

পরিশেষে আমরা উগান্ডার কথা বলব। সেখানে জনগণ তাঁদের সরকারের অনুভূত অগ্রাধিকারের [5]প্রতি বিরক্ত। দেশটির ক্যান্সার চিকিৎসার জন্য ব্যবহৃত একমাত্র রেডিওথেরাপি মেশিনটি সম্প্রতি অকেজো হয়ে পড়ে। এই মেশিনটি দিয়ে প্রতি বছর ২৭ হাজার রোগীকে সেবা প্রদান করা হত। কিন্তু এটি এখন মেরামতের অযোগ্য। কেন উগান্ডানরা বিপর্যস্ত এবং একটি পর্নো নির্ধারক যন্ত্র কি কাজে লাগে সে সম্পর্কে আমাদের আরও কিছু বলতে আমাদের লেখক এবং অনুবাদক প্রুডেন্স নিয়ামিশানা এই পডকাস্টে যোগদান করেছেন।

গ্লোবাল ভয়েসেস সপ্তাহের এই পর্বে আমরা ফ্রি মিউজিক আর্কাইভ থেকে ক্রিয়েটিভ কমন্সের নিবন্ধিত সঙ্গীত বিশেষভাবে তুলে ধরেছি। জাহজারের ‘প্লিজ লিসেন কেয়ারফুলি’ [6]; পডিংটন বেয়ারের ‘ডিমি’ [7]; টমি টর্নেডোর ‘গ্লাডিয়েটর’ [8]; আরস সনোর ‘গুড রিডেন্স’ [9]; জোশ স্পাচেকের ‘হাইওয়ে ১০১’ [10] এবং লাভুরার ‘ভুডু মেশিন’ [11] এতে অন্তর্ভুক্ত রয়েছে।

আমাদের লেখক, অনুবাদক এবং সম্পাদক যারা এই পর্বটি সম্ভব করতে আমাদের সাহায্য করেছেন তাঁদের অনেক ধন্যবাদ। আশা করি আগামী দুই সপ্তাহের মধ্যে আবার আমাদের কণ্ঠ শুনতে পাবেন।

সাউন্ডক্লাউড থাম্বনেইলে ছবিঃ ক্রিয়েটিভ কমন্সের অধীনে প্রকাশিত, প্রফেসর সিগেন্সমিয়েডটের দেয়া রেডিওথেরাপি মেশিনের ছবি।