- Global Voices বাংলা ভার্সন - https://bn.globalvoices.org -

হং কং জুড়ে ঘুরছে মেঘের সমুদ্রের ছবি তোলা একটি সময় ভ্রষ্টতা ভিডিও

বিষয়বস্তু: পূর্ব এশিয়া, হং কং (চীন), ছবি তোলা, নাগরিক মাধ্যম
Screen capture from Wandering Photography's Beautiful Sea of Clouds. [1]

ওয়ান্ডারিং ফটোগ্রাফি এর সুন্দর মেঘের সমুদ্র থেকে ধারণকৃত স্ক্রিন।

হংকং এর কথা চিন্তা করলেই আপনি সম্ভবত একটি ব্যস্ত, বস্তাবন্দী মহানগরী, আন্তর্জাতিক ব্যবসার কেন্দ্র এবং উচ্চাভিলাষী শপিং এর ছবি কল্পনা করেন। শহরটি বিপুল সংখ্যক পর্যটক আকর্ষণ করতে সক্ষম হলেও তাদের অধিকাংশই শহরটির প্রাকৃতিক সৌন্দর্যের আশ্চর্যগুলো আবিষ্কার করে সময় ব্যয় করতে চান না। এমনকি স্থানীয় বাসিন্দাদের অধিকাংশই তাঁদের বাসভূমির প্রাকৃতিক সৌন্দর্য সম্পর্কে অবিদিত নন।

ওয়ান্ডারিং ফটোগ্রাফি তিনজন আলোকচিত্রির একটি দল। হং কং এর এই  কম-সুপরিচিত দিকটি ছবি ও সময় ভ্রষ্টতা ভিডিওর মাধ্যমে প্রচার করতে তাঁরা নিজেদের উৎসর্গ করেছেন। তাঁদের সাম্প্রতিকতম কাজের মধ্যে রয়েছে একটি সময় ভ্রষ্টতা ভিডিও। এতে হংকং এর ছয়টি ভিন্ন ভিন্ন অবস্থান থেকে মেঘের সমুদ্র দেখান হয়েছে। এই ছয়টি স্থানের মধ্যে রয়েছে তুং সান, টাই তো ইয়ান, ডং ইয়েউং সান, ভিক্টোরিয়া পিক, লুগার্ড রোড এবং টাই মো সানঃ

এই আলোকচিত্রিদের একটি ফেইসবুক পেইজ [2] আছে। সেখানে তাঁরা তাঁদের কাজগুলো লোকজনের মাঝে শেয়ার করে থাকেন। তাঁরা আশা করেন শহরটির সৌন্দর্য তুলে ধরার মাধ্যমে হং কং এর স্থানীয় লোকেরা তাঁদের নিজের জন্মভূমির এই সম্পদ সঞ্চয় করে রাখবেনঃ

彈丸之地的香港,四周都是石屎森林,到處人煙稠密,然而只要用心發掘,郊野美景近在咫尺。流浪攝誠意跟各位分享最地道的山野風光,香港不但有不遜於外國的日出風景,也有閃耀的星空銀河和洶湧澎湃的雲海。

ছোট এই শহরটি চারপাশ থেকে আকাশচুম্বী অট্টালিকা দিয়ে ঘেরা, যেন সিমেন্টের তৈরি বনের মতো মনে হয়। এখানে জনসংখ্যার ঘনত্ব খুব বেশি। কিন্তু আপনি যদি সময় নিয়ে শহরটি আবিষ্কার করতে চান তবে সুন্দর প্রাকৃতিক দৃশ্য আপনার খুব কাছেই দেখতে পাবেন। ওয়ান্ডারিং ফটোগ্রাফি স্থানীয় প্রাকৃতিক ভূদৃশ্য [যা আমাদের ছবিগুলোতে ধরা পড়েছে] আপনার সাথে আন্তরিকভাবে শেয়ার করে থাকে। এখানে আমরা একটি সুন্দর সূর্যোদয় দেখতে পাই। যার সৌন্দর্য কোন বিদেশী সূর্যোদয়ের চেয়ে কম নয়। আমাদের তারকাময় রাত, রূপালি ছায়াপথ এবং মেঘের উথাল সমুদ্র আছে।

ওয়ান্ডারিং ফটোগ্রাফি এর ইউটিউব চ্যানেলে [3] আরও কয়েকটি সময় ভ্রষ্টতা ভিডিও পাওয়া যাবে।