
চাচা নামের শিম্পাঞ্জিটিকে ঘুমের ঔষধের সাহায্যে তাড়িয়ে নিয়ে যাওয়ার পর শ্রমিকদের হঠাৎ খোঁচা দেয়। এএনএন ইউটিউব চ্যানেল থেকে নেয়া স্ক্রিনক্যাপ।
পালিয়ে যাওয়া একটি শিম্পাঞ্জি রাতারাতি এক সংবাদে পরিণত হয়েছে। টেলিভিশনে সরাসরি সম্প্রচারে এটিকে একজন পশু চিকিৎসক এবং একজন বিদ্যুৎ লাইন কর্মীকে রেগে গিয়ে খোঁচা দিতে দেখা যায়।
জাপানের উত্তর-পূর্বাঞ্চলে অবস্থিত সেন্দাই প্রদেশের ইয়াগিয়ামা চিড়িয়াখানা থেকে পালিয়ে যাওয়ার পর চাচা শিম্পাঞ্জিটি একটি বিদ্যুতের খুঁটির মাথায় আশ্রয় নেয়।
নিকট পরিসীমা থেকে একটি ঘুমের ঔষধের বাণ দিয়ে তাঁকে বিদ্ধ করার পর ক্ষুব্ধ পশুটি দুইজন শ্রমিককে খোঁচা দেয়। কেবল একটুর জন্য তাঁদের বড় ধরণের কোন ক্ষতি হয়নি।
仙台市の動物園からチンパンジーが脱走、電線伝って逃げるも住宅街で捕獲https://t.co/a2sQpkwLTo pic.twitter.com/CZ3S6xE6Zt
— 産経ニュース (@Sankei_news) April 14, 2016
সেন্দাই শহরের চিড়িয়াখানা থেকে পালিয়ে যাওয়ার পর একটি শিম্পাঞ্জিকে কাছের একটি আবাসিক এলাকার বিদ্যুতের লাইনের উপর থেকে বন্দী করা হয়।
শিম্পাঞ্জিটিকে ধরতে যে ব্যাপক প্রচেষ্টা চালান হয়েছে তা জাপান টেলিভিশনে সরাসরি সম্প্রচার করা হয়। তাঁরা ঘুমের ঔষধ দিয়ে ছোড়া বাণের প্রভাব বিস্তারের জন্য অপেক্ষা করতে রাস্তায় অবস্থান নেয়, যেন বিদ্যুতের খুঁটির চূড়ায় বসা অবস্থা থেকে পড়ে যাওয়ার সময় তাঁরা শিম্পাঞ্জিটিকে চেপে ধরতে পারে।
তবে দুর্ভাগ্যবশত শিম্পাঞ্জিটি কোথায় পড়বে সে সম্পর্কে তাঁদের বিবেচনা ভুল ছিল। আর অবশেষে এটি ফুটপাথের উপর অবতরণ করে।
শিরোনামঃ পলাতক শিম্পাঞ্জি বন্দী।
স্থানীয় কাহোকু শিম্পো সংবাদ মাধ্যমের দেয়া খবর অনুযায়ী শিম্পাঞ্জিটি পড়ে যাওয়ার কারণে আহত হওয়ার পর ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছে। সেন্দাই চিড়িয়াখানা থেকে চাচা শিম্পাঞ্জিটি সম্পর্কে চিড়িয়াখানার শিম্পাঞ্জি প্রদর্শনীর জন্য খোলা ওয়েব পেইজটিতে কোন সংবাদ দেয়া হয়নি।
পলাতক পশুদের কীভাবে ধরতে হবে সে বিষয়ক প্রশিক্ষণে অংশগ্রহণ করা জাপানের চিড়িয়াখানা ও পৌর শ্রমিকদের কাছে খুবই সাধারণ একটি বিষয়। এই প্রশিক্ষণই হয়তোবা এই শিম্পাঞ্জি ধরার কাজে সাহায্য করেছে।
ভিডিও শিরোনাম: ভূমিকম্পের পর জেব্রা পলাতক?