- Global Voices বাংলা ভার্সন - https://bn.globalvoices.org -

কেনিয়ার ব্লগ পুরস্কার ২০১৬ এর জন্য শুরু হয়েছে অনলাইন ভোটিং

বিষয়বস্তু: সাব সাহারান আফ্রিকা, কেনিয়া, নাগরিক মাধ্যম, প্রচার মাধ্যম ও সাংবাদিকতা, প্রযুক্তি
The logo of Kenyan Blog Awards 2016.

কেনিয়ার ব্লগ পুরস্কার ২০১৬ এর লোগো।

কেনিয়ার ব্লগ পুরস্কার ২০১৬ [1] সালের জন্য অনলাইন ভোটিং চলছে। ভোটদান ৩ মার্চ শুরু হয়ে ১ মে, ২০১৬ পর্যন্ত চলবে।

কেনিয়ার ব্লগার এসোসিয়েশন (বিএকেই) [2] ২০১২ সালে ‘কেনিয়ার ব্লগ পুরস্কার’ চালু করে। এর আরেকটি নাম বেক পুরস্কার।  এর মাধ্যমে ব্যতিক্রমী কেনিয়ান ব্লগারদের স্বীকৃতি প্রদান ও পুরস্কৃত [3] করা হয়। আয়োজকদের মতে, এই প্রতিযোগিতাটি কেনিয়ার সকল নাগরিক এবং কেনিয়ায় পরিচালিত ব্রান্ডের জন্য উন্মুক্ত।

৮ জানুয়ারি থেকে ১০ ফেব্রুয়ারি, ২০১৬ তারিখ পর্যন্ত জমা দানের মাধ্যমে প্রতিযোগিতার শুরু হয় [4]। এরপর ৩ মার্চ, ২০১৬ তারিখে জনসাধারণের জন্য উন্মুক্ত অনলাইন ভোটিং এর পূর্বে বিচারকরা [5] প্রতিটি বিভাগের জন্য সেরা পাঁচটি ব্লগ নির্বাচন করেন।

৭ মে, ২০১৬ তারিখে একটি সার্বজনীন অনুষ্ঠানে বিজয়ীদের নাম ঘোষণা করা হবে।

কেনিয়ার ব্লগ পুরস্কার ২০১৫ এর হাইলাইট দেখার জন্য নিচের YouTube ভিডিওটি দেখুন:

এই বছর ১৯ টি বিভাগে [6] পুরস্কার দেওয়া হবে। আয়োজকরা এবার শ্রেষ্ঠ ধর্ম এবং আধ্যাত্মিকতা ব্লগ বিভাগ চালু করেছেন।

পুরস্কারের ওয়েবসাইটে ১৯ টি শ্রেণীর জন্য মনোনীতদের তালিকা দেখুন এ [7]বং এখানে [8] আপনার ভোট দিন।