
পূর্ব তিমুরের দিলিতে বিক্ষোভকারীরা অস্ট্রেলীয় দূতাবাসের সামনে প্রতিবাদ কর্মসূচী পালন করেছে। ছবিঃ আকাসিও পিন্টো, অনুমতিক্রমে প্রকাশিত।
ডালিয়া কিয়াকিলির লেখা এবং গ্লোবাল ভয়েসেস পর্তুগিজে প্রকাশিত রিপোর্টের ভিত্তিতে এটি একটি সম্পাদিত প্রবন্ধ।
তিমুর লেসেথের ৬ হাজারেরও বেশি নাগরিক রাজধানী দিলির রাজপথগুলোতে গত ২২ মার্চ তারিখে একত্রিত হয়েছিল। দুই দেশের মধ্যকার সমুদ্রসীমা পুনর্নির্ধারনের জন্য মধ্যমা রেখাটি পুনঃস্থাপন করতে আলোচনার টেবিলে ফিরে আসার যে দাবি তিমুর সরকার জানিয়ে আসছে তা অস্ট্রেলিয়া প্রত্যাখ্যান করার প্রতিবাদে তাঁরা রাজপথে জড়ো হয়েছেন। এছাড়াও পূর্ব তিমুরের পক্ষে সারা বিশ্বের সমর্থন আদায়ের জন্য একটি অনলাইন বিক্ষোভ চালু করা হয়েছে।
পূর্ব তিমুর ৪০০ বছর ধরে পর্তুগালের উপনিবেশ ছিল। ইন্দোনেশিয়া ১৯৭৫ সালে দেশটি আক্রমণ করে। ১৯৯৯ সালে ইন্দোনেশিয়ার এই অধিকরণের সমাপ্তি হলেও কেবল ২০০২ সালে তাঁরা একটি স্বাধীন জাতি হয়ে ওঠে। পূর্ব তিমুর এখনও তাঁদের স্বাধীনতার জন্য সংগ্রাম চালিয়ে যাচ্ছে যখন, তখন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দেশটির সামুদ্রিক সীমা বিস্তৃত করার অভিযোগ উঠেছে।
সামুদ্রিক সীমান্ত নির্ধারণ সমস্যাটি চলমান থাকা সত্ত্বেও অস্ট্রেলিয়া তিমুরের সাগরের প্রাকৃতিক সম্পদ থেকে আয় উপার্জন অব্যাহত রেখেছে।
পূর্ব তিমুরের প্রধানমন্ত্রী রুই আরাউজো অস্ট্রেলিয়ার প্রতি আন্তর্জাতিক আইন অনুসরণের আহ্বান জানিয়েছেনঃ
Para o povo de Timor-Leste garantir as fronteiras marítimas permanentes é a continuação da nossa longa luta pela Independência e plena soberania. Aliás, pedimos nada mais do que aquilo a que temos direito, de acordo com o direito internacional.
স্থায়ী সমুদ্রসীমা নিশ্চিত করা পূর্ব তিমুরের জনগণের কাছে স্বাধীনতা এবং পূর্ণ সার্বভৌমত্বের জন্য আমাদের দীর্ঘ সংগ্রামেরই ধারাবাহিকতা। আন্তর্জাতিক আইন অনুযায়ী আমরা আসলে যতোটুকু সীমানার অধিকারী তার চেয়ে বেশি আমরা চাই না।
মোভিমেনটু কন্ট্রা ওকুপাসাউন টাসি তিমুর (তিমুর সমুদ্রের দখলের বিরুদ্ধে আন্দোলন অথবা এমকেওটিটি) এর আয়োজিত র্যালির একটি ভিডিও নিচে দেখা যাচ্ছেঃ
ম্যাক্স স্টেহল (সিপিএ) অডিওভিস্যুয়াল আর্কাইভ সেন্টার এই সমাবেশের অনুষ্ঠানটি নথিভুক্ত করেছে। সংস্থাটি জানিয়েছে, এই সমাবেশে অংশগ্রহণকারীদের অনেকেই স্বাধীনতা আন্দোলনের ক্ষেত্রে বেশ অভিজ্ঞঃ
তিমুরের সকল প্রধান রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিরা এবং তিমুরের সাথে সংহতি প্রকাশকারী আন্তর্জাতিক প্রতিনিধিরা, শিক্ষার্থীরা এবং এক্ষেত্রে অভিজ্ঞ লোকেরা আন্তর্জাতিকভাবে স্বীকৃত সামুদ্রিক সীমানার জন্য বর্তমানের এই সংগ্রামকে তিমুর স্থলজ এবং সামুদ্রিক অঞ্চলের পূর্ণ স্বাধীনতার জন্য ২৪ বছরের দীর্ঘ যুদ্ধের ধারাবাহিকতা হিসেবে ঘোষণা দিয়েছেন।
ইএটিএএন (পূর্ব তিমুর এ্যাকশন নেটওয়ার্ক) নিম্নলিখিত হ্যাশট্যাগগুলো ব্যবহার করে পূর্ব তিমুরকে সমর্থন জানিয়ে ছবি শেয়ার করতে ইন্টারনেট ব্যবহারকারীদের প্রতি আহ্বান জানিয়ে একটি অনলাইন প্রতিবাদ কর্মসূচীর আয়োজন করেছেঃ #বর্তমানমধ্যমারেখা অথবা #তিমুরেরতেলথেকেদূরেথাকুন। প্রতিবাদ কর্মসূচীটি দ্রুতই অনেক দেশে ছড়িয়ে পড়েছে। সারা বিশ্বজুড়ে ঘটে যাওয়া সংহতি প্রতিবাদের কয়েকটি উদাহরণ নিচে দেওয়া হলঃ
Justice for Timor- Australia #medianlinenow#HandsOffTimorsOil@TurnbullMalcolmhttps://t.co/vFhctMlgQppic.twitter.com/yyz6p6ieqW
— ETAN (@etan009) March 22, 2016
তিমুরের জন্য ন্যায় বিচার চাই – অস্ট্রেলিয়া
Now's the time! Australia #medianlinenow#HandsOffTimorsOil@TurnbullMalcolmhttps://t.co/brjMzIR5eJpic.twitter.com/NkzIvSRsYQ
— ETAN (@etan009) March 25, 2016
এখনই সময়! অস্ট্রেলিয়া
#medianlinenow #HandsOffTimorsOil @TurnbullMalcolm https://t.co/NkaYZIu1Lu pic.twitter.com/sFQYLIHpsR
— ETAN (@etan009) March 25, 2016
Australia #medianlinenow #HandsOffTimorsOil @TurnbullMalcolm https://t.co/C20tStuA0q #TimorLeste pic.twitter.com/dTXLJ11C0Y
— ETAN (@etan009) March 25, 2016
Justice: Australia #medianlinenow #HandsOffTimorsOil @TurnbullMalcolmhttps://t.co/j4jeZvim0d pic.twitter.com/umqv77b5FU
— ETAN (@etan009) March 23, 2016