এই রাশিয়ান ওয়েবসাইট নিউরাল নেটওয়ার্ক ব্যবহার করে চিত্রের শৈল্পিক রূপান্তর করার সুযোগ দিচ্ছে

A sci-fi UFO landscape, styled after Van Gogh? Why not. Image from ostagram.ru.

ভ্যান গঘ এর স্টাইলে একটি কল্পবিজ্ঞান ইউ এফ ও প্রাকৃতিক ভূচিত্র? কেন নয়? চিত্র অস্টাগ্রাম এর সৌজন্যে।

কখনো কল্পনা করেছেন যে ভ্যান গঘ এর মত কিছু কুণ্ডলী পাকানো ঘূর্ণিচিত্রের স্টাইলে নিজেই একটি স্থিরচিত্র বানাবেন? এখন আপনি এটা পারবেন। অস্টাগ্রাম নামক একটি রাশিয়ান প্রকল্পের মাধ্যমে ইন্টারনেট ব্যবহারকারীরা এখন তাদের স্থিরচিত্রের সাথে নামকরা শিল্পীদের শিল্পকর্মের স্টাইল সংমিশ্রণ করে নানা শৈল্পিক চিত্র তৈরি করতে সক্ষম হবেন। এসব চিত্র দেখে আপনার মনে হবে যে আপনি অ্যালিস ইন ওয়ান্ডারল্যান্ড বা একটি কল্পবিজ্ঞান স্থানে আছেন।

Image from ostagram.ru.

চিত্র অস্টাগ্রাম এর সৌজন্যে।

এই অস্টাগ্রাম প্রকল্প শুরু করেছেন সেরগেই মরুগিন। এটি একটি ওয়েবসেবা যা সংবর্তনশীল নিউরাল নেটওয়ার্ক ব্যবহার করে একটি স্থিরচিত্রের সাথে অন্য চিত্রশিল্পের শৈলীর সঙ্গে সংমিশ্রণ ঘটায় একটি কম্পিউটার অ্যালগরিদম ব্যবহার করে। এর মানে হল আপনি মোনের পেইন্টিং মত করে আপনার কুকুরের ছবি বানাতে পারবেন, যদি আপনি আপনার কুকুরের একটি ছবিকে বিষয়বস্তু করে স্টাইল হিসেবে ক্লদ মোনের পেইন্টিঙকে নির্দেশ করেন – তখন ওয়েবসাইটটি সংমিশ্রণ ঘটাবে।

গুগল এর গবেষকরা, যারা কৃত্রিম নিউরাল নেটওয়ার্ক এবং ইমেজ স্বীকৃতি নিয়ে নানা পরীক্ষা-নিরীক্ষা করে চলেছেন, এই সমন্বয় কৌশলকে ইন্সেপশনিজম নাম দিয়েছেন হলিউড সিনেমা ইন্সেপশন এর গভীর নিউরাল নেট আর্কিটেকচার দ্বারা অনুপ্রাণিত হয়ে। তার মূল প্রেরণা হচ্ছে ওই সিনেমার একটি ভাবনা “আমরা গভীর যেতে হবে” – যা স্বপ্ন এবং বাস্তবতার মধ্যে সম্পর্ক নিয়ে একটি কল্পজগতকে নির্দেশ করে।

মরুগিন তার অস্টাগ্রাম ওয়েব অ্যালগরিদম সকলের জন্যে উন্মুক্ত করে দিয়েছেন গিটহাবে আপলোড করে। তিনি বলছেন যে তার নিউরাল নেটওয়ার্ক প্রক্রিয়াকরণ এবং পেইন্টিং স্টাইলের সংমিশ্রণ ঘটানোর অ্যালগরিদমটি লিওন গেটিস, আলেকজান্ডার একার আর মাথিয়াস বেথগেসহ অন্য আরও অনেকের প্রচেষ্টার সংমিশ্রণ এবং তাদের কাজের উপর ভিত্তি করে করা হয়েছে।

নিচে অস্টাগ্রাম ব্যবহারকারীদের তৈরি কিছু অভূতপূর্ব ইন্সেপশনিস্ট চিত্র দেখুন। ভাল লাগলে (রুশ ভাষার) ওয়েবসাইটটিতে নিবন্ধন করে নিজেই এরকম চিত্র তৈরি শুরু করে দিন।

চিত্র অস্টাগ্রাম এর সৌজন্যে

চিত্র অস্টাগ্রাম এর সৌজন্যে

চিত্র অস্টাগ্রাম এর সৌজন্যে

চিত্র অস্টাগ্রাম এর সৌজন্যে

চিত্র অস্টাগ্রাম এর সৌজন্যে

চিত্র অস্টাগ্রাম এর সৌজন্যে

চিত্র অস্টাগ্রাম এর সৌজন্যে

চিত্র অস্টাগ্রাম এর সৌজন্যে

চিত্র অস্টাগ্রাম এর সৌজন্যে

চিত্র অস্টাগ্রাম এর সৌজন্যে

চিত্র অস্টাগ্রাম এর সৌজন্যে

চিত্র অস্টাগ্রাম এর সৌজন্যে

চিত্র অস্টাগ্রাম এর সৌজন্যে

চিত্র অস্টাগ্রাম এর সৌজন্যে

চিত্র অস্টাগ্রাম এর সৌজন্যে

চিত্র অস্টাগ্রাম এর সৌজন্যে

চিত্র অস্টাগ্রাম এর সৌজন্যে

চিত্র অস্টাগ্রাম এর সৌজন্যে

5 টি মন্তব্য

আলোচনায় যোগ দিন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .