- Global Voices বাংলা ভার্সন - https://bn.globalvoices.org -

এ সপ্তাহের বিষয়বস্তু নিয়ে গ্লোবাল ভয়েসেসের পডকাস্টঃ কক্ষে একটি হাতি

বিষয়বস্তু: কিউবা, চীন, জাপান, পাকিস্তান, সোমালিয়া, নাগরিক মাধ্যম, গ্লোবাল ভয়েসেস পডকাস্ট

এই পর্বটিতে আমরা আপনাকে সোমালিয়া, জাপান, চীন, পাকিস্তান এবং কিউবাতে নিয়ে যাব।

প্রথমত, আমরা আপনাকে একটি নিঃসঙ্গ হাতি মরগ্যানের গল্প শোনাব [1]। এটি কেনিয়া থেকে ১৩৭ মাইল দীর্ঘ পথ ভ্রমণ করেছে। আর শোনাব কিভাবে যুদ্ধবিধ্বস্ত সোমালিয়ার জন্য গল্পটি নতুন আশায় উজ্জীবিত হওয়ার একটি প্রেরণা হতে পারে।

আমাদের জাপানী সম্পাদক নেভিন থম্পসন আমাদেরকে একটি গল্প বলেছেন, যা পরবর্তিতে আমরা আপনাদের শোনাব। গল্পটি ২০১১ সালের ভয়াবহ সুনামিতে ক্ষতিগ্রস্তদের সর্বশেষ [2]গতিবিধি মানচিত্রে লিপিবদ্ধ করা সংক্রান্ত একটি প্রকল্প সম্পর্কে বলা হয়েছে। এরপর আমরা পাকিস্তানের একটি গল্প শুনব। সেখানে আমরা পাঁচ বছরের দীর্ঘ অপহরণ, বিচ্ছেদ এবং অনিশ্চয়তার একটি সুখী পরিসমাপ্তি সম্পর্কে কথা বলব।

আমরা আপনাদের চীনের ইন্টারনেট ব্যবহারকারীদের গল্প শোনাব। তাঁরা শুধু ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জুকারবার্গকে নিয়ে বিদ্রূপ করা ছাড়া [3] আর কিছুই করতো না। কারণ তিনি বেইজিংয়ের নিষিদ্ধ শহরে জগিং করার একটি ছবি তাঁর এ্যাকাউন্টে আপলোড করেছিলেন। আমাদের উত্তর-পূর্ব এশিয়ার সম্পাদক ওইওয়ান ল্যাম এই গল্প সম্পর্কে আমাদের মনোযোগ আকর্ষণ করেছেন।

আমাদের এ্যাডভোকেসি প্রকল্পের পরিচালক এলেরি রবার্টস বিডলের একটি সাক্ষাৎকারের মাধ্যমে আমরা এই পর্বটির সমাপ্তি টানব। এখানে তিনি মার্কিন প্রেসিডেন্ট ওবামার গত সপ্তাহের কিউবা সফর নিয়ে কথা বলেছেন। ১৯২৮ সালের পর কিউবাতে কোন ক্ষমতাসীন মার্কিন প্রেসিডেন্টের এটাই প্রথম সফর।

গ্লোবাল ভয়েসেসের এই সপ্তাহের এই পর্বে আমরা ফ্রি মিউজিক আর্কাইভ থেকে ক্রিয়েটিভ কমনসের অনুমতিপ্রাপ্ত গানগুলো বিশেষভাবে তুলে ধরেছি। এগুলোর মধ্যে আছে জিমি পে এর গাওয়া “প্লিজ লিসেন কেয়ারফুলি বাই জাহজারমেক্সিকো [4]”, প্রোডিংটন বিয়ারের “এলিফেন্ট ওয়াক” [5], গ্যারি লুকাসের “আগুইরেঃ দ্যা রেথ অব গড” [6], সেকন্ড হ্যান্ড রোজ এর “ফেইরি” [7]এবং সঙ্গো ২১ এর “ডি কিউবা” [8] গানগুলো।

গ্লোবাল ভয়েসেসের বার্তা সম্পাদক লরেন ফিঞ্চ এবং গ্লোবাল ভয়েসেসের ব্যবস্থাপনা সম্পাদক অর্থাৎ আমি সপ্তাহ জুড়ে পডকাস্ট করা অনুষ্ঠানগুলো উপস্থাপনা করেছি। আশা করি আগামী দুই সপ্তাহের মধ্যে আমাদের কণ্ঠ আবার শুনতে পাবেন।

ফ্লিকর ব্যবহারকারী পাউলিন গুইলমোটের তোলা এ্যালিফেন্ট ছবিটি সাউন্ডক্লাউড থাম্বনেইলে [9] ব্যবহার করা হয়েছে। ছবিটি ১৫ জুন, ২০১৪ তারিখে তোলা হয়েছে।