মিশরের প্রেসিডেন্ট আব্দেল ফাত্তাহ আল সিসিকে বিক্রয়ের জন্য ইবে ওয়েবসাইটে দ্রুত গতিতে দাম বৃদ্ধি

The ebay entry for the sale of Egyptian president Abdel Fattah El Sisi. Source: @AishaEldorg/Twitter

মিশরের প্রেসিডেন্ট আব্দেল ফাত্তাহ আল সিসিকে বিক্রির জন্য ইবে অন্তর্ভুক্তি। ছবিঃ @আয়েশাআলডর্গ/টুইটার

মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল সিসি ঘোষণা করেছেন যে, যদি তিনি পারতেন তবে দেশের সংগ্রামরত অর্থনীতি এবং মিশরীয়দের সাহায্য করতে তিনি নিজেকে বিক্রি করে দিতেন। এই ঘোষণা দেয়ার কয়েক মিনিটের মধ্যেই বিক্রয় মাধ্যম ইবে তে তাঁর নাম অন্তর্ভুক্ত করা হয়। সর্বোচ্চ দরদাতার উদ্দেশ্যে প্রেসিডেন্টকে বিক্রির প্রস্তাব আনা হয়।

এই অন্তর্ভুক্তিটি আর দেখা যাচ্ছে না, তবে এখানে পড়তে পারেনঃ

বিক্রয় হবেঃ ফিল্ড মার্শাল এবং ডক্টর অব ফিলোসফারস, যার একটি সামরিক পটভূমি রয়েছে, একজন চিকিৎসকের ব্যবহৃত।

২০৩০ সালকে লক্ষ্য করে মিসরের অর্থনৈতিক উন্নয়ন পরিকল্পনা উন্মোচন করার সময় টেলিভিশনে দেয়া এক ভাষণে সিসি এই মন্তব্য করেন। এই ভাষণে তিনি মিসরীয়দের তাঁদের পকেটের গভীরে লুকিয়ে থাকা অর্থ খুঁজে বের করতে এবং টেলিফোনে বার্তা পাঠিয়ে দেশের জন্য দান করতে আহ্বান জানান।

টুইটারে শেরিফ মানসুর পরিহাস করে বলেছেনঃ

আজকের সিসঃ আমি যদি নিজেকে বিক্রি করতে পারতাম, তবে করতাম, কিন্তু সেটা পারব না। কেন জানেন? কারণ তিনি ইতিমধ্যে ইবে'তে। ১ দশমিক ৫ ডলার থেকে তাঁর দাম শুরু হয়েছে। একটি চুক্তি https://t.co/UNQltgrJKq

আব্দুররহমান এজ লিখেছেনঃ

বিক্রয় বা ভাড়ার জন্যঃ সুযোগটি দ্বিতীয়বার পাবেন না। এইটি ফিল্ড মার্শাল পদটি নিয়ে একটি [কুটনি]। বর্তমানে তিনি হুজুগে জনসাধারণের প্রধান। দুর্দশার চরম সীমায় অবস্থান করা সত্ত্বেও লক্ষ লক্ষ জনসাধারণকে তিনি হাসাতে সক্ষম। প্রস্তাবটি সীমিত এবং আগে এলে আগে পাবেন ভিত্তিতে পাওয়া যাচ্ছে।

ডালিয়া ইজ্জাত আরও লিখেছেনঃ

সিসির আবেগি বক্তৃতার প্রেক্ষিতে যেখানে তিনি মিশরের জন্য নিজেকে বিক্রি করে দিতে ইচ্ছুক বলে উল্লেখ করেছেনঃ ইবে'তে সিসি এখন ১ ডলারে।

এমনকি তাঁদের হাসি দমন করার চেষ্টা না করেই মিশরীয়রা কেনাবেচার এই ওয়েবসাইটটি এখনও পর্যবেক্ষন করে যাচ্ছেন। যতক্ষণ সময়ে এই সাইটটিতে তাঁদের প্রবেশাধিকার বন্ধ করা হয়েছে ততক্ষণে এই দর হাঁকান এক মার্কিন ডলার থেকে শুরু করে এক লক্ষ মার্কিন ডলারে পৌঁছে গেছে।

দিমা এস নিলামের মাঝ পথে টুইট করেছেনঃ

#বিক্রিরজন্যসিস এই মুহূর্তে ইবে'তে। তাঁর দম ৫২,৭০০ ডলার পর্যন্ত উঠেছে।

ব্লগার জেইনোবিয়া চিৎকার করে বলেছেনঃ

সৃষ্টিকর্তা (আল্লাহু আকবার) মহান! নিলামে এক লক্ষ পর্যন্ত দাম উঠে গেছে!

সিসি তাঁর ভাষণে প্রত্যেক মিসরীয়কে “এক পাউন্ড অর্থ খরচ করে মিসরীয়দের শুভ সকাল জানাতে” আহ্বান জানিয়েছেন। অর্থাৎ তিনি প্রতিদিন সকালে মিসরীয়দের এক পাউন্ড অর্থ দান করতে বলেছেন। তাঁর এই আহ্বানেও সামাজিক যোগাযোগ মাধ্যমে বিদ্রূপের হাসির সূচনা হয়।

হ্যাগার উপহাস করে বলেছেনঃ

আমিঃ হ্যালো মা!
মাসরঃ আমরা এক পাউণ্ড খুইয়েছি

এই টুইটার ব্যবহারকারী মিসরীয় পাউন্ডের একটি ছবি শেয়ার করেছেনঃ

শুভ সকাল মিশর 🙂

আয়মান আজামেগ বলেছেনঃ

বিজ্ঞান, শিল্প, স্বাধীনতা, ন্যায়বিচার, সমতা, সকল ক্ষেত্রে আইনের বাস্তবায়ন এবং দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধের মাধ্যমে একটি দেশ এগিয়ে যায়। দেশের জনগণের আর্থিক সাহায্য দিয়ে নয়।

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .