মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল সিসি ঘোষণা করেছেন যে, যদি তিনি পারতেন তবে দেশের সংগ্রামরত অর্থনীতি এবং মিশরীয়দের সাহায্য করতে তিনি নিজেকে বিক্রি করে দিতেন। এই ঘোষণা দেয়ার কয়েক মিনিটের মধ্যেই বিক্রয় মাধ্যম ইবে তে তাঁর নাম অন্তর্ভুক্ত করা হয়। সর্বোচ্চ দরদাতার উদ্দেশ্যে প্রেসিডেন্টকে বিক্রির প্রস্তাব আনা হয়।
এই অন্তর্ভুক্তিটি আর দেখা যাচ্ছে না, তবে এখানে পড়তে পারেনঃ
বিক্রয় হবেঃ ফিল্ড মার্শাল এবং ডক্টর অব ফিলোসফারস, যার একটি সামরিক পটভূমি রয়েছে, একজন চিকিৎসকের ব্যবহৃত।
২০৩০ সালকে লক্ষ্য করে মিসরের অর্থনৈতিক উন্নয়ন পরিকল্পনা উন্মোচন করার সময় টেলিভিশনে দেয়া এক ভাষণে সিসি এই মন্তব্য করেন। এই ভাষণে তিনি মিসরীয়দের তাঁদের পকেটের গভীরে লুকিয়ে থাকা অর্থ খুঁজে বের করতে এবং টেলিফোনে বার্তা পাঠিয়ে দেশের জন্য দান করতে আহ্বান জানান।
টুইটারে শেরিফ মানসুর পরিহাস করে বলেছেনঃ
Sis today: If I can be sold, I would, but I can't. Guess what? he is already on Ebay. Started at $1.5 only. A Deal https://t.co/UNQltgrJKq
— Sherif Mansour (@sherifmnsour) February 24, 2016
আজকের সিসঃ আমি যদি নিজেকে বিক্রি করতে পারতাম, তবে করতাম, কিন্তু সেটা পারব না। কেন জানেন? কারণ তিনি ইতিমধ্যে ইবে'তে। ১ দশমিক ৫ ডলার থেকে তাঁর দাম শুরু হয়েছে। একটি চুক্তি https://t.co/UNQltgrJKq
আব্দুররহমান এজ লিখেছেনঃ
فرصة لن تتكرر للبيع أو الايجار :
عرص برتبة مشير ، رئيس عصابة حاليا ، قادر على اضحاك الملايين في عز مصيبتهم 😂😅
العرض محدود والحجز بالأسبقية— ツعبدالرحمن عز (@Abdurrahmanezz) February 24, 2016
বিক্রয় বা ভাড়ার জন্যঃ সুযোগটি দ্বিতীয়বার পাবেন না। এইটি ফিল্ড মার্শাল পদটি নিয়ে একটি [কুটনি]। বর্তমানে তিনি হুজুগে জনসাধারণের প্রধান। দুর্দশার চরম সীমায় অবস্থান করা সত্ত্বেও লক্ষ লক্ষ জনসাধারণকে তিনি হাসাতে সক্ষম। প্রস্তাবটি সীমিত এবং আগে এলে আগে পাবেন ভিত্তিতে পাওয়া যাচ্ছে।
ডালিয়া ইজ্জাত আরও লিখেছেনঃ
Responding to Sisi's emotional speech where he noted he's willing to sell himself for Egypt: Sisi for $1 on eBay https://t.co/jl9HDhuu4S
— Dalia Ezzat (@DaliaEzzat_) February 24, 2016
সিসির আবেগি বক্তৃতার প্রেক্ষিতে যেখানে তিনি মিশরের জন্য নিজেকে বিক্রি করে দিতে ইচ্ছুক বলে উল্লেখ করেছেনঃ ইবে'তে সিসি এখন ১ ডলারে।
এমনকি তাঁদের হাসি দমন করার চেষ্টা না করেই মিশরীয়রা কেনাবেচার এই ওয়েবসাইটটি এখনও পর্যবেক্ষন করে যাচ্ছেন। যতক্ষণ সময়ে এই সাইটটিতে তাঁদের প্রবেশাধিকার বন্ধ করা হয়েছে ততক্ষণে এই দর হাঁকান এক মার্কিন ডলার থেকে শুরু করে এক লক্ষ মার্কিন ডলারে পৌঁছে গেছে।
দিমা এস নিলামের মাঝ পথে টুইট করেছেনঃ
#SisiForSale on ebay right now. His price is up to US $52,700.00. https://t.co/tSi4VWHfwh via @eBay
— Dima S. ديمة (@YasminWaQahwa) February 24, 2016
#বিক্রিরজন্যসিস এই মুহূর্তে ইবে'তে। তাঁর দম ৫২,৭০০ ডলার পর্যন্ত উঠেছে।
ব্লগার জেইনোবিয়া চিৎকার করে বলেছেনঃ
الله اكبر وصل ل 100,000 https://t.co/ASbZG60m5E
— Zeinobia (@Zeinobia) February 24, 2016
সৃষ্টিকর্তা (আল্লাহু আকবার) মহান! নিলামে এক লক্ষ পর্যন্ত দাম উঠে গেছে!
সিসি তাঁর ভাষণে প্রত্যেক মিসরীয়কে “এক পাউন্ড অর্থ খরচ করে মিসরীয়দের শুভ সকাল জানাতে” আহ্বান জানিয়েছেন। অর্থাৎ তিনি প্রতিদিন সকালে মিসরীয়দের এক পাউন্ড অর্থ দান করতে বলেছেন। তাঁর এই আহ্বানেও সামাজিক যোগাযোগ মাধ্যমে বিদ্রূপের হাসির সূচনা হয়।
হ্যাগার উপহাস করে বলেছেনঃ
me:hello mum!
masr: we deducted one pound #صبح_علي_مصر_بجنيه— hagar♡ (@HagarTika) February 25, 2016
আমিঃ হ্যালো মা!
মাসরঃ আমরা এক পাউণ্ড খুইয়েছি
এই টুইটার ব্যবহারকারী মিসরীয় পাউন্ডের একটি ছবি শেয়ার করেছেনঃ
Good Morning #Egypt 🙂 pic.twitter.com/peJUebcdSq
— MM Law Firm (@MMLawFirm_eg) February 25, 2016
শুভ সকাল মিশর 🙂
আয়মান আজামেগ বলেছেনঃ
الدول تتقدم بالعلم الصناعة والحرية والعدالة والمساواة وتطبيق القانون ع الجميع ومحاربة الفسادمش إن المواطنين يعملوا جمعية #صبح_على_مصر_بجنيه
— #أرحل_يا_سيسي (@ayman_azzameg) February 24, 2016
বিজ্ঞান, শিল্প, স্বাধীনতা, ন্যায়বিচার, সমতা, সকল ক্ষেত্রে আইনের বাস্তবায়ন এবং দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধের মাধ্যমে একটি দেশ এগিয়ে যায়। দেশের জনগণের আর্থিক সাহায্য দিয়ে নয়।