ন্যাশনাল অ্যারোনটিকস অ্যান্ড স্পেস অ্যাডমিনিস্ট্রেশন (নাসা) এর সার্বজনীন ডোমেইন ডিজিটাল সংগ্রহ দেখুন। সেখানে পৃথিবীর উপর দিয়ে উড়ন্ত অবস্থায় মহাকাশচারীদের তোলা বিভিন্ন দেশের রাজধানী শহরগুলোর ছবি আপনি দেখতে পাবেন। “পৃথিবীর মহাকাশচারী ফটোগ্রাফির প্রবেশপথ” শিরোনামের ওয়েবসাইটটিতে ছবিগুলো পাওয়া যাচ্ছে।
প্রতিটি রাজধানী শহরের একটি করে জনপ্রিয় বৈশিষ্ট্য অথবা পর্যটন প্রতিমা রয়েছে, যা এটিকে অনন্য করে তুলেছে। কক্ষপথ থেকে দেখতে গেলে অনেক শহরের ভৌগোলিক বৈশিষ্ট্য আরও বেশি স্পষ্ট হয়ে ওঠে।
দক্ষিণ-পূর্ব এশিয়ার রাজধানী শহরগুলোর ছবি বিশ্বের অন্যান্য স্থানের চেয়ে সবচেয়ে বেশি তোলা হয়েছে এবং এগুলো বিশ্বের অন্যান্য গন্তব্যস্থলের চেয়ে অনেক বেশি বিখ্যাত। কিন্তু মহাশূন্য থেকে এই স্থানগুলো দেখতে কিসের মতো দেখায়? আসুন মহাকাশচারীদের তোলা ছবির মাধ্যমে শহরগুলিতে একটু ভার্চুয়াল সফরে যাওয়া যাকঃ

থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের মধ্য দিয়ে চাও প্রায়া নদী বয়ে চলেছে। ছবিঃ নাসা জনসন স্পেস সেন্টারের আর্থ সায়েন্স অ্যান্ড রিমোট সেনসিং ইউনিট।

তিমুর লেসেথের তিমুর সাগর, দিলি। ছবিঃ নাসা জনসন স্পেস সেন্টারের আর্থ সায়েন্স অ্যান্ড রিমোট সেনসিং ইউনিট।

ব্রুনাই এর বন্দর সেরি বেগাওয়ান। ছবিঃ নাসা জনসন স্পেস সেন্টারের আর্থ সায়েন্স অ্যান্ড রিমোট সেনসিং ইউনিট।

সিঙ্গাপুরের সেলাত পানদান এবং সেনতোসা দ্বীপ। ছবিঃ নাসা জনসন স্পেস সেন্টারের আর্থ সায়েন্স অ্যান্ড রিমোট সেনসিং ইউনিট।

কম্বোডিয়ার রাজধানী শহর নম পেন এর মধ্য দিয়ে বয়ে যাওয়া মেকং নদী। ছবিঃ নাসা জনসন স্পেস সেন্টারের আর্থ সায়েন্স অ্যান্ড রিমোট সেনসিং ইউনিট।

মিয়ানমারের বৃহত্তম শহর, ইয়াঙ্গুনে রেঙ্গুন নদী এবং ইনিয়া লেক। ছবিঃ নাসা জনসন স্পেস সেন্টারের আর্থ সায়েন্স অ্যান্ড রিমোট সেনসিং ইউনিট।

ফিলিপাইনের মেট্রো ম্যানিলা অঞ্চল। স্যাটেলাইট থেকে তোলা ছবিটির ডান দিকে লাগুনা লেকটিও দেখা যাচ্ছে। ছবিঃ নাসা জনসন স্পেস সেন্টারের আর্থ সায়েন্স অ্যান্ড রিমোট সেনসিং ইউনিট।

ভিয়েতনামের রাজধানী হ্যানয়ের রেড রিভার ডেল্টা। ছবিঃ নাসা জনসন স্পেস সেন্টারের আর্থ সায়েন্স অ্যান্ড রিমোট সেনসিং ইউনিট।