মহাশূন্য থেকে দক্ষিণ-পূর্ব এশিয়াকে দেখেছেন? একজন মহাকাশচারীর লেন্স দিয়ে দেখুন

Southeast Asian countries and their capital cities

দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ ও তাদের রাজধানী শহরগুলো। গুগল মানচিত্র।

ন্যাশনাল অ্যারোনটিকস অ্যান্ড স্পেস অ্যাডমিনিস্ট্রেশন (নাসা) এর সার্বজনীন ডোমেইন ডিজিটাল সংগ্রহ দেখুন। সেখানে পৃথিবীর উপর দিয়ে উড়ন্ত অবস্থায় মহাকাশচারীদের তোলা বিভিন্ন দেশের রাজধানী শহরগুলোর ছবি আপনি দেখতে পাবেন। “পৃথিবীর মহাকাশচারী ফটোগ্রাফির প্রবেশপথ” শিরোনামের ওয়েবসাইটটিতে ছবিগুলো পাওয়া যাচ্ছে।

প্রতিটি রাজধানী শহরের একটি করে জনপ্রিয় বৈশিষ্ট্য অথবা পর্যটন প্রতিমা রয়েছে, যা এটিকে অনন্য করে তুলেছে। কক্ষপথ থেকে দেখতে গেলে অনেক শহরের ভৌগোলিক বৈশিষ্ট্য আরও বেশি স্পষ্ট হয়ে ওঠে।

দক্ষিণ-পূর্ব এশিয়ার রাজধানী শহরগুলোর ছবি বিশ্বের অন্যান্য স্থানের চেয়ে সবচেয়ে বেশি তোলা হয়েছে এবং এগুলো বিশ্বের অন্যান্য গন্তব্যস্থলের চেয়ে অনেক বেশি বিখ্যাত। কিন্তু মহাশূন্য থেকে এই স্থানগুলো দেখতে কিসের মতো দেখায়? আসুন মহাকাশচারীদের তোলা ছবির মাধ্যমে শহরগুলিতে একটু ভার্চুয়াল সফরে যাওয়া যাকঃ

Chao Praya River runs through Bangkok. Thailand. Image courtesy of the Earth Science and Remote Sensing Unit, NASA Johnson Space Center

থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের মধ্য দিয়ে চাও প্রায়া নদী বয়ে চলেছে। ছবিঃ নাসা জনসন স্পেস সেন্টারের আর্থ সায়েন্স অ্যান্ড রিমোট সেনসিং ইউনিট।

Dili, Timor Sea. Timor-Leste. Image courtesy of the Earth Science and Remote Sensing Unit, NASA Johnson Space Center

তিমুর লেসেথের তিমুর সাগর, দিলি। ছবিঃ নাসা জনসন স্পেস সেন্টারের আর্থ সায়েন্স অ্যান্ড রিমোট সেনসিং ইউনিট।

Bandar Seri Begawan, Brunei. Image courtesy of the Earth Science and Remote Sensing Unit, NASA Johnson Space Center

ব্রুনাই এর বন্দর সেরি বেগাওয়ান। ছবিঃ নাসা জনসন স্পেস সেন্টারের আর্থ সায়েন্স অ্যান্ড রিমোট সেনসিং ইউনিট।

Selat Pandan and Sentosa Island. Singapore. Image courtesy of the Earth Science and Remote Sensing Unit, NASA Johnson Space Center

সিঙ্গাপুরের সেলাত পানদান এবং সেনতোসা দ্বীপ। ছবিঃ নাসা জনসন স্পেস সেন্টারের আর্থ সায়েন্স অ্যান্ড রিমোট সেনসিং ইউনিট।

The Mekong River runs through Phnom Penh. Cambodia. Image courtesy of the Earth Science and Remote Sensing Unit, NASA Johnson Space Center

কম্বোডিয়ার রাজধানী শহর নম পেন এর মধ্য দিয়ে বয়ে যাওয়া মেকং নদী। ছবিঃ নাসা জনসন স্পেস সেন্টারের আর্থ সায়েন্স অ্যান্ড রিমোট সেনসিং ইউনিট।

Rangoon River and Inya Lake in Yangon, Myanmar's largest city. Image courtesy of the Earth Science and Remote Sensing Unit, NASA Johnson Space Center

মিয়ানমারের বৃহত্তম শহর, ইয়াঙ্গুনে রেঙ্গুন নদী এবং ইনিয়া লেক। ছবিঃ নাসা জনসন স্পেস সেন্টারের আর্থ সায়েন্স অ্যান্ড রিমোট সেনসিং ইউনিট।

Metro Manila Region. Laguna Lake is also shown at the right side of the satellite image. Philippines. Image courtesy of the Earth Science and Remote Sensing Unit, NASA Johnson Space Center

ফিলিপাইনের মেট্রো ম্যানিলা অঞ্চল। স্যাটেলাইট থেকে তোলা ছবিটির ডান দিকে লাগুনা লেকটিও দেখা যাচ্ছে। ছবিঃ নাসা জনসন স্পেস সেন্টারের আর্থ সায়েন্স অ্যান্ড রিমোট সেনসিং ইউনিট।

Red River Delta, Hanoi. Vietnam. Image courtesy of the Earth Science and Remote Sensing Unit, NASA Johnson Space Center

ভিয়েতনামের রাজধানী হ্যানয়ের রেড রিভার ডেল্টা। ছবিঃ নাসা জনসন স্পেস সেন্টারের আর্থ সায়েন্স অ্যান্ড রিমোট সেনসিং ইউনিট।

Sultan Abdul Aziz Shah Airport, Kuala Lumpur. Malaysia. Image courtesy of the Earth Science and Remote Sensing Unit, NASA Johnson Space Center

মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের সুলতান আব্দুল আজিজ শাহ বিমানবন্দর। ছবিঃ নাসা জনসন স্পেস সেন্টারের আর্থ সায়েন্স অ্যান্ড রিমোট সেনসিং ইউনিট।

Vientiane, Laos. Image courtesy of the Earth Science and Remote Sensing Unit, NASA Johnson Space Center

লাওসের ভিয়েনতিয়েন। ছবিঃ নাসা জনসন স্পেস সেন্টারের আর্থ সায়েন্স অ্যান্ড রিমোট সেনসিং ইউনিট।

Jakarta at night. Indonesia. Image courtesy of the Earth Science and Remote Sensing Unit, NASA Johnson Space Center

রাতের জাকার্তা শহর, ইন্দোনেশিয়া । ছবিঃ নাসা জনসন স্পেস সেন্টারের আর্থ সায়েন্স অ্যান্ড রিমোট সেনসিং ইউনিট।

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .