ল্যাটিন আমেরিকার ২০১৬ সালের আসন্ন চ্যালেঞ্জগুলো

Un grupo de artistas visuales organizan un evento que incluye body painting con motivos indígenas en el centro de Caracas, Venezuela como parte de las celebraciones del 12 de octubre, conocido hoy como el Día de la Resistencia Indígena. Fotografía de Sergio Alvarez. Copyright © Demotix. 14/10/2015.

ভিজুয়াল শিল্পীদের একটি দল আদিবাসী প্রতিরোধ দিবস ১২ অক্টোবর তারিখ দিনটি উদযাপনের অংশ হিসেবে ভেনিজুয়েলার কারাকাস শহরের কেন্দ্রস্থলে ভারতীয় শিল্প সাহিত্যের বিভিন্ন বিষয়কে প্রধান প্রসঙ্গ নিয়ে শরীর চিত্রের একটি অনুষ্ঠানের আয়োজন করে। ছবিঃ সার্জিও আলভারেজ। কপিরাইটঃ ডেমোটিক্স। ১০/১৪/২০১৫

ল্যাটিন আমেরিকার জন্য ২০১৫ সালটি ছিল নিঃসন্দেহে শিক্ষাদীক্ষা, পরিবর্তন এবং বিরোধের একটি বছর। মতাদর্শগত পরিবর্তনের ফলে হওয়া নির্বাচন থেকে শুরু করে নাগরিকদের নানা উদ্যোগ প্রচার করতে বিভিন্ন বিক্ষোভ করা ইত্যাদি ক্ষেত্রে এই অঞ্চলটি প্রচলিত সামাজিক কাঠামো গ্রহণ এবং প্রতিষ্ঠাকে প্রশ্নবিদ্ধ করার একটি শক্তিশালী প্রবণতা দেখিয়েছে।

গত এক দশক ধরে আর্জেন্টিনা এবং ভেনিজুয়েলা বামপন্থী রাজনৈতিক মতাদর্শ থেকে সরে গিয়ে এই অঞ্চলটিতে একটি প্রভেদ তৈরি করেছে। সমলিঙ্গের নাগরিকদের মাঝে বিবাহকে স্বীকৃতি দিয়ে চিলি ল্যাটিন আমেরিকার অন্যান্য দেশগুলোর সাথে একই কাতারে যোগদান করেছে। ভেনেজুয়েলাতে প্রথম হিজড়া ডেপুটি নির্বাচিত হয়েছেন এবং লিঙ্গভিত্তিক সহিংসতার বিরুদ্ধে সংগ্রামে আর্জেন্টিনাতে ব্যাপক জনসংহতি দেখা গেছে।

মানবাধিকার ও বাক স্বাধীনতা এখনও এখানে একটি জটিল চ্যালেঞ্জ। তবে মৌলিক অধিকার লঙ্ঘনের কিছু কিছু ঘটনা প্রায়শই চিহ্নিত করা বেশ কঠিন হয়ে দাঁড়ায়। এসব ঘটনার প্রতি দৃষ্টি আকর্ষণ এবং এর বিরুদ্ধে যুদ্ধ করার জন্য গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনকারী সক্রিয় কর্মী এবং বিশ্লেষকগণকে স্বীকৃতি দেয়া হয়েছে।

আদিবাসী অধিকার বিষয়ক সংগঠনগুলো এ বছর তীব্রভাবে সক্রিয় হয়ে উঠেছে। আমরা কিভাবে আমাদের ইতিহাসকে দেখি তা চ্যালেঞ্জ করে ১২ই অক্টোবরের বিক্ষোভ থেকে শুরু করে সমগ্র মহাদেশ জুড়ে বিভিন্ন নৃ-গোষ্ঠীর জন্য উন্নত জীবনযাপনের দাবী জানাতে নিজ নিজ দেশে পরিচিত আদিবাসী বিভিন্ন সম্প্রদায় তাঁদের শক্তি বৃদ্ধি করেছে।

অনলাইন, স্থানীয় এবং বিকল্প নানা প্রচার মাধ্যমে নাগরিকদের নিয়ে প্রতিবেদন তৈরি করে সংবাদ প্রচারের মাধ্যমে এবং এ গল্পগুলোকে যারা প্রচার করতে স্থান দিতে আগ্রহী তাঁদের মাধ্যমে এসব গল্প বলা হয়েছে। প্রায়ই লুকানো হত অথবা মূলধারার প্রচার মাধ্যমে খুব কমই দেখা যেত যে গল্পগুলো, সেই তথ্যসূত্রগুলো গ্লোবাল ভয়েসেসের ল্যাটিন আমেরিকা দলের অমূল্য কাজগুলোকে সম্ভব করে তুলেছে।

২০১৫ সালটি শেষ হয়ে এসেছে বলে বেশ কিছু প্রশ্নের উত্তর পাওয়া গেছে এবং এখনও অনেক গল্প আরও স্পষ্ট হওয়া বাকি আছেঃ এগুলোর মধ্যে রয়েছে স্প্যানিশ ভাষাভাষী বিশ্বের ভেতরে এবং বাইরে দেশান্তরে নানা চ্যালেঞ্জ, বিভিন্ন সাংস্কৃতিক ও উপ-সাংস্কৃতিক আন্দোলন, উন্নয়নের পথে ল্যাটিন আমেরিকার বিভিন্ন সম্প্রদায় এবং তাঁদের সম্মিলিত প্রচেষ্টার উপর প্রভাব বিস্তারকারী সহিংসতার চাবুক। তবে নাগরিক আন্দোলন এবং ক্ষমতায়নের নানা চ্যালেঞ্জ পাশাপাশি অবস্থান করছে।

গ্লোবাল ভয়েসেস-এই ধরণের উদ্যোগকে তুলে ধরার কাজগুলো চালিয়ে যেতে চায়। একটি ব্যাপক দৃষ্টিকোণ থেকে এই অঞ্চলের বিভিন্ন সমস্যা যারা বুঝতে চায় তাঁদেরকেও গ্লোবাল ভয়েসেস সাহায্য করার কাজটি চালিয়ে যেতে চায়। এ উদ্দেশ্যকে সামনে রেখে আমরা নিম্নলিখিত প্রশ্নগুলো করতে চাইঃ

ল্যাটিন আমেরিকা ২০১৬ সালে কোন কোন চ্যালেঞ্জের সম্মুখীন হবে?

কোন কোন অর্জনগুলোকে আমাদের নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা উচিত?

কোন কোন যৌথ বা নাগরিক আন্দোলনগুলোকে আমাদের অনুসরণ করা উচিত?

আমাদের টুইটার একাউন্টে বা এই পোস্টের মন্তব্য বিভাগে আমাদের কাছে লিখুন। তাঁর চেয়ে ভালো হয় যদি আপনি একাধিক উত্তর দেন অথবা আপনার মাঝে থাকা অনেকগুলো ধারণা জানান। অর্থাৎ আপনি যদি গ্লোবাল ভয়েসেস-এর একজন লেখক হয়ে যান। গ্লোবাল ভয়েসেস ল্যাটিন আমেরিকা সবসময় নতুন নতুন লেখক ও অনুবাদকের খোঁজ করছে। বিশেষত যারা জনগণের কণ্ঠস্বরের উপর ভিত্তি করে একটি দৃষ্টিকোণ থেকে ল্যাটিন আমেরিকা সম্পর্কে নানা গল্প বিশ্বকে বলতে চায়।

আমরা আপনাদের উত্তরের অপেক্ষায় আছি!

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .