নেপালের ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত ভবনগুলিতে রাস্তা শিল্পীরা সমবাহু ত্রিভুজের ছবি আঁকছেন

Triangolism in Kathmandu. Italian street artist Riccardo Ten Colombo painted equilateral triangles on buildings brought down by the earthquake. Image by Sunil Sharma. Used with permission.

কাঠমুন্ডুর ট্রায়াঙ্গোলিজম। ইতালিয় রাস্তা শিল্পী রিকার্ডো টেন কলম্বো ভূমিকম্পে ভেঙ্গে পড়া ভবনে সমবাহু ত্রিভুজ এঁকেছেন। ছবিঃ সুনিল শর্মা। অনুমতি নিয়ে ব্যবহৃত।

কাঠমুন্ডুর রাস্তাগুলো এখন একটি নতুন ধরণের শিল্পকর্মের জন্য ক্যানভাস হয়ে উঠেছে – আর তা হচ্ছে, এপ্রিল ২০১৫ তারিখে ভূমিকম্পে ভেঙ্গে পড়া জীর্ণ ভবনের সম্মুখে আঁকা সমবাহু ত্রিভুজ এর চিত্র।

নেপালের বিভিন্ন শিল্পী, চলচ্চিত্র নির্মাতা, আলোকচিত্রী, কর্মী এবং অন্যান্য সৃজনশীল মানুষের জন্য সত্য মিডিয়া কালেকটিভ আর্টস নামক একটি রিসোর্স সেন্টারের সহযোগিতায় ইতালিয় সড়ক চিত্রশিল্পী রিকার্ডো টেন কলম্বো কাঠমুন্ডুর থামেল, ফ্রিক স্ট্রিট এবং বসন্তপুর এলাকাগুলিতে সমবাহু ত্রিভুজের চিত্র অংকন করেছেন। স্থানীয় শিল্পী রুপক রাজ সানিয়ার, যিনি থুগুছিয়া নামেও পরিচিত, এ কাজে সহযোগিতা করেছেন।

রিকার্ডোর মতে, সমবাহু ত্রিভুজটি দৃঢ়তা ও শক্তির প্রতীক এবং প্রতিবেশীদের বলিষ্ঠ ভবিষ্যৎ নির্মাণের জন্য একটি অভিলাষও।

৭.৮ মাত্রার সেই ভূমিকম্পে প্রায় ৯,০০০ জন মানুষ নিহত হয় এবং অসংখ্য ভবন গুড়িয়ে যায়। রিকার্ডো বলেন, তিনি এই বিয়োগান্ত ঘটনায় নেপালি জনগণের স্থিতিস্থাপকতা দ্বারা প্রভাবিত হয়েছিলেন। তিনি স্মরণ করেছেনঃ

এখানে, যেখানে বাসিন্দারা তাদের আত্মীয়, বন্ধু, তাদের ঘরবাড়ী ও সর্বস্ব হারিয়েছেন, প্রাথমিকভাবে তাঁরা এখন পুনঃনির্মাণের কাজ করছেন। আমি কাছাকাছি আসতেই দেখলাম আর স্তব্ধ হয়ে গেলাম, আমি সত্যিই বুঝতে অক্ষম যে কি পরিমাণ সেটা নাড়া দিয়ে গেছে। একজন লোক আমাকে স্মিত হেসে কিছু গাদা করে রাখা ইঁট দেখিয়ে চিৎকার দিয়ে বললেন, “আমার বাড়িতে স্বাগতম।” সে সময় আমি ধ্বংসস্তুপের উপর প্রথম ত্রিভুজের ছবি আঁকি।

Welcome to my home “Triangolism in Kathmandu” for @kolorkathmandu Equilateral triangle, a symbol of stability and strength, a wish to the future reconstruction of these neighborhoods. I decided to paint in this area, in the center of Kathmandu, brought to its knees by the 2015 earthquake. Here, where the inhabitants have lost relatives, friends, their homes and all their belongins, preliminary rebuildings are now taking place. As I looked around, stunned, unable to understand what might have really been the shakes, a man approaches me smiling, and pointing to some heaps of bricks he cries "welcome to my home." Thats when I painted the rubble of the first triangle. Tnx to @thugucheaa @sattyamedia @kolorkathmandu #nepal #eartquake #triangolismo #kathmandu #italianstyle #triangolism #streetart #urbanart #ten

A photo posted by Riccardo Ten Colombo (@riccardo_ten_colombo) on

থুগুছিয়া বলেছেন, রিকার্ডোর সঙ্গে কাজ করা ছিল একটি “বিরাট” সুযোগ।

Screenshot from Instagram - See more images with hashtag #trianolismo

ইন্সটাগ্রাম থেকে স্ক্রিনশট – #ট্রায়াঙ্গোলিজমো হ্যাশট্যাগ ব্যবহার করে আরো ছবি দেখুন

সত্য মিডিয়া আর্টস কালেকটিভ সেন্টারটি বর্তমানে কাঠমান্ডুকে একটি “খোলা গ্যালারীতে” রুপান্তর করতে কলর কাঠমান্ডু নামের একটি প্রকল্প চালিয়ে যাচ্ছে। তাই আরো রাস্তা শিল্পের জন্য নেপালের উপর নজর রাখুন।

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .