আবর্জনা সমস্যার সমাধান চেয়ে আজকে আবার হাজার হাজার আন্দোলনকারী বৈরুতের রাস্তায় জড়ো হয়েছিলেন।
এই আন্দোলনের সূত্রপাত হয়েছিল আট মাস আগে। তখন এটি ‘ইউ স্টিঙ্ক (তুমি দুর্গন্ধযুক্ত)’ আন্দোলন নামে খ্যাতি পেয়েছিল। ‘লেবাননের বর্জ্য নিষ্কাশন ব্যবস্থার টেকসই সমাধান’ চেয়ে এই আন্দোলনে হাজার হাজার মানুষ যোগ দিয়েছিলেন। উল্লেখ্য, গত জুলাই মাসের ১৭ তারিখে দেশটির সবচে’ বড় বর্জ্য অপসারণ কেন্দ্র বন্ধ ছিল। এ সময়ে আবর্জনা সারা বৈরুত শহরে ছড়িয়ে পড়ে। কর্তৃপক্ষ বর্জ্য সমস্যার সমাধান করতে গিয়ে হিমশিম খায়। বর্জ্য এবং গরমকাল একসাথে যায় না। এদিকে বৈরুতের রাস্তাজুড়ে আবর্জনার ব্যাগের স্তুপ জমে যায়। বাতাস দুর্গন্ধযুক্ত হয়ে পড়ে। মানুষজনের পক্ষে টেকা দায় হয়ে পড়ে।
লেবানন পর্যটনকেন্দ্রিক একটি দেশ। ‘ইউ স্টিঙ্ক (তুমি দুর্গন্ধযুক্ত)’ আন্দোলনকারীরা তাই প্রতিবাদ হিসেবে পর্যটনকেই বেছে নিয়েছে। তারা তাদের পেইজে একটি প্যারোডি ভিডিও পোস্ট করেছে, যেখানে দেশটির অপরুপ প্রাকৃতিক সৌন্দর্যকে পেছনে রেখে আবর্জনা স্তুপ দেখিয়েছে:
Parody video released by #YouStink activists in #Beirut, #Lebanon sending a final warming to the gov. (First 30 sec) pic.twitter.com/lmYK0IGFff
— Joey Ayoub جووي أيوب (@joeyayoub) March 12, 2016
ভিডিওটির মন্তব্যের ঘরে ইউ সিন্ক মুভমেন্ট নিচের মন্তব্যটি করেছে:
The big scandal video.. A harsh parody of the Lebanese Ministry of Tourism recent online campaign “rise above lebanon”. A video showing the brutal reality those corrupt who are in power don't want us to see.. “The last warning” Saturday 12th of March, at 4pm Sassine Square, You_stink and you are killing us..
এটি একটি লজ্জাজনক ভিডিও। লেবাননের পর্যটন মন্ত্রণালয়ের “লেবানন এগিয়ে যাও” শিরোনামে একটি অনলাইন ক্যাম্পেইন রয়েছে। এই প্যারোডি ভিডিও সরকারি প্রচারণার মুখে একটি চপেটাঘাত যেন। ভিডিওতে সেইসব দুর্নীতিপরায়ণদের স্বরূপ উঠে এসেছে, যারা ক্ষমতার দম্ভে আমাদের চোখে দেখে না। শেষবারের মতো বলছি, মার্চ মাসের ১২ তারিখ বিকেল ৪টায় আমরা সাসিন স্কয়ারে জড়ো হবো। আপনারা পারলে আমাদের দেখে নিয়েন…
এবং সেটা ছিল শেষবারের মতো সতর্ক করে দেয়া। বিভিন্ন বয়সের হাজার হাজার আন্দোলনকারী একাত্মতা প্রকাশ করতে এসেছিলেন। তারা উচ্চস্বরে স্লোগান দিয়েছেন। তারা শুধু আবর্জনা সমস্যা সমাধানে সরকারের গাফলতি নিয়েই কথা বলেনি, তারা সরকারের দুর্নীতি নিয়েও উচ্চকিত ছিলেন। মোহাম্মেদ নাজেম আজকের বিক্ষোভের একটি ভিডিও শেয়ার করেছেন:
Lack of gov in finding solution for garbage issue for 8 months led to more protests in #Beirut. Thousands r here pic.twitter.com/xeWEQ9hSy1
— Mohamad محمد (@monajem) March 12, 2016
আট মাসেও সরকার আবর্জনা সমস্যার সমাধান করতে পারেনি। ফলে বৈরুতের রাস্তায় আরো বেশি আন্দোলনকারী নেমে এসেছে। হাজার হাজার মানুষ দেখা যাচ্ছে।
রিমা মাউসাউই নিচের ছবিটি শেয়ার করেছেন:
Live in #Beirut #AntiCorruptionMovement pic.twitter.com/pTMWn1Njug
— Rima Moussaoui (@rima_moussaoui) March 12, 2016
বৈরুতের জীবন। দুর্নীতি বিরোধী আন্দোলন।
বাশেম রোয়ি জানিয়েছেন, বিক্ষোভ রাত পর্যন্ত চলছিল:
#Beirut protest continues after sunset #Lebanon pic.twitter.com/KzHEvJlesb
— Bassem Mroue (@bmroue) March 12, 2016
সূর্য ডোবার পরেও বৈরুতে বিক্ষোভ চলছে।
নাবিহ বুলোস-এর একটি ছবি শেয়ার করেছেন হাবিব বাত্তাহ নামের একজন টুইটার ব্যবহারকারী। ছবিটিতে দেখা যাচ্ছে, বিক্ষোভের কারণে ব্যবসাও জমে উঠেছে।
You know they are staying late when the ice cream man shows up. #Beirut #Youstink #dessert #activism https://t.co/2GYdGJMeQK
— Habib Battah (@habib_b) March 12, 2016
আইসক্রিমওয়ালাকে দেখা যাচ্ছে। এর মানে আপনি বুঝতে পারছেন বিক্ষোভকারীরা রাত পর্যন্ত সেখানে ছিল।
বুলোস আরো জানিয়েছেন, আন্দোলনকারীরা সোমবার সাধারণ ধর্মঘট ডেকেছে:
#YouStink #طلعت_ريحتكم movement calls for general strike starting Monday #Lebanon parliament.
— Nabih (@nabihbulos) March 12, 2016
‘ইউ স্টিঙ্ক’ (তুমি দুর্গন্ধযুক্ত) আন্দোলনকারীরা সোমবার সাধারণ ধর্মঘট ডেকেছে।
লেবাননের এই ধরনের আরো গল্প শুনতে আমাদের সাথেই থাকুন।