- Global Voices বাংলা ভার্সন - https://bn.globalvoices.org -

মালয়েশিয়াতে “স্বাধীন প্রচার মাধ্যমের জন্য” গ্রাফিক্স শিল্পীদের অনলাইন পোস্টার প্রচারাভিযান শুরু

বিষয়বস্তু: পূর্ব এশিয়া, মালয়েশিয়া, নাগরিক মাধ্যম, প্রচার মাধ্যম ও সাংবাদিকতা, প্রতিবাদ, বাক স্বাধীনতা, মানবাধিকার, রাজনীতি, শিল্প ও সংস্কৃতি, সেন্সরশিপ, জিভি এডভোকেসী
Image from Grupa [1]

ছবিঃ গ্রুপা

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর দুর্নীতি সম্পর্কিত একটি তদন্ত রিপোর্ট প্রকাশ করায় বেশ কয়েকটি ওয়েবসাইট এবং ব্লগকে বন্ধ করে দিতে সে দেশে একটি সরকারি আদেশ [2] জারি করার পর গ্রাফিক্স শিল্পীদের একটি সক্রিয় গ্রুপ গণমাধ্যমের স্বাধীনতার দাবিতে একটি অনলাইন পোস্টার প্রচারণা অভিযান শুরু করেছে [3]

গ্রাফিক্স রেবেল উন্তুক প্রতেস এবং আক্টিভিসমে বা গ্রুপা নামের এই দলটি বলেছে, স্বাধীন সাংবাদিকদের কাজকে সমর্থন দিতে সাধারণ জনগণকে উদ্বুদ্ধ করাই এই প্রচারাভিযানের মূল লক্ষ্য।

আমরা মনে করি যে মালয়েশিয়ায় বাক স্বাধীনতার উপর সর্বশেষ হামলার আলোকে মালয়েশিয়দের প্রচার মাধ্যম এবং ইন্টারনেটের স্বাধীনতা দাবি করার সময় এসেছে। এই ধরণের রণকৌশলকে ধন্যবাদ, কেননা স্বাধীন পোর্টালের সাংবাদিকেরা যখন ক্ষমতাসীন দলের আইনপ্রণেতাদের সম্পর্কে খবর সংগ্রহ করতে যান এবং মূলধারার মিডিয়া প্রতিবেদকেরা যখন প্রায়ই সরকারের পোষা কুকুরের মতো আচরণ করে তখন তাঁরা একটি কঠিন সময়ের মুখোমুখি হন।

মালয়েশিয়ান সরকার গত জানুয়ারি মাস থেকে তিনটি সংবাদ প্রচারকারী ওয়েবসাইট এবং তিনটি আর্থ-রাজনৈতিক ব্লগ অবরোধ করে রেখেছে [4]। প্রধানমন্ত্রী নাজিব রাজাকের দুর্নীতির খবর সম্পর্কে সারাওয়াকে প্রকাশিত একটি প্রতিবেদন প্রচারের জন্য সরকার মিডিয়াম এন্ড এশিয়া সেন্টিনেল সংবাদ ওয়েবসাইটটি বন্ধ করে দিয়েছে। মালয়েশিয়াতে সারাওয়াকের সেই প্রতিবেদনটি ২০১৫ সালে নিষিদ্ধ করা হয়ে। নাজিবের দুর্নীতি মামলা সংক্রান্ত ‘যাচাই না করা’ তথ্য পোস্ট করার অভিযোগে দুই সপ্তাহ আগে মালয়েশিয়া ইনসাইডার বন্ধ করে দেওয়া হয়েছে।

একটি রাষ্ট্র পরিচালিত বিনিয়োগ সংস্থা থেকে ৬০০ মিলিয়নেরও অধিক মার্কিন ডলার হাতিয়ে নেয়ার দায়ে নাজিবকে অভিযুক্ত করা [5]হয়। নাজিব এই অভিযোগ অস্বীকার করেছেন এবং দাবি করেছেন যে তাঁর ব্যাংকের টাকা মধ্যপ্রাচ্যের একটি রাজকীয় পরিবার থেকে দেয়া রাজনৈতিক অনুদান ছিল। ইস্যুটি মালয়েশিয়ায় ব্যাপক বিক্ষোভ সৃষ্টি করেছে, এমনকি নাজিবের মিত্রদের কেউ কেউ তাঁর পদত্যাগ দাবি করেছেন।

সক্রিয় কর্মী এবং বিরোধী দলীয় নেতাদের বিশ্বাস, কিছু কিছু সংবাদপত্র সাময়িকভাবে বন্ধ [6] এবং ওয়েবসাইট অবরোধ করা আসলে দুর্নীতির মামলা সম্পর্কে তথ্য লুকানোর জন্য সরকারি প্রচেষ্টার একটি অংশ।

এমনকি সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীরাও সরকারের লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছেন। সরকারের সমালোচনা করায় আউটসাইড দ্যা বক্স, ডীন টার্টল এবং মিনাক জিঙ্গো ফটোপেজ শিরোনামের ব্লগগুলো [7] বন্ধ করে দেয়া হয়েছে। ইন্টারনেট ব্যবহারকারীরা, যারা নাজিব এর বিদ্রুপাত্মক জোকার মেমে শেয়ার করছেন। তাঁদের হুমকি দিয়েছে দ্যা মালয়েশিয়ান কমিউনিকেশনস এন্ড মাল্টিমিডিয়া কমিশন (এমসিএমসি)। মজার ব্যাপার হলো, নাজিবের জোকার ছবি [8] টুইট করার জন্য একজন সক্রিয় শিল্পীকে পুলিশ সতর্ক করে পূর্ববর্তীগুলি পর্যবেক্ষণ করার পর সেগুলো গ্রুপারের মাধ্যমে আরও বেশি জনপ্রিয় হয়ে ওঠে।

সেন্সরশিপের বিরুদ্ধে গ্রুপারের প্রচারাভিযানে #ফ্রিদ্যামিডিয়া এবং #বেবাসমিডিয়া (প্রচার মাধ্যমকে মুক্ত কর) হ্যাশট্যাগগুলো প্রচার করা হয়।

গ্রুপার ফেইসবুক [9]এবং টুইটার পেইজে আপলোড করা পোস্টারের কয়েকটি নিচে দেয়া হলঃ

Grupa asserts that the media should not simply broadcast government propaganda, especially those coming from the Prime Minister's Office (PMO). Image from Grupa [10]

গ্রুপা দাবি করেছে, প্রচার মাধ্যমগুলোর কেবল সরকারের অপপ্রচার সম্প্রচার করা উচিত নয়, বিশেষ করে যেগুলো প্রধানমন্ত্রীর কার্যালয় (পিএমও) থেকে আসে। ছবিঃ গ্রুপা

Image from Grupa [11]

ছবিঃ গ্রুপা

Image from Grupa [12]

ছবিঃ গ্রুপা

Image from Grupa [13]

ছবিঃ গ্রুপা

কে মিডিয়াকে নিয়ন্ত্রন করবে? মনকে নিয়ন্ত্রন করবে?

Activists are calling for the review of the law passed in 1998 which gives broad powers to the Malaysian Communications And Multimedia Commission (MCMC) to censor and block news portals. Image from Grupa [18]

সক্রিয় কর্মীরা ১৯৯৮ সালে পাস হওয়া আইনটি পর্যালোচনার দাবি জানিয়েছেন। কেননা এই আইনে মালয়েশিয়ান কমিউনিকেশনস এন্ড মাল্টিমিডিয়া কমিশনকে (এমসিএমসি) নিউজ পোর্টালগুলো সেন্সর এবং অবরোধ করতে যথেচ্ছ ক্ষমতা দেয়া হয়েছে। ছবিঃ গ্রুপা

Image from Grupa [19]

ছবিঃ গ্রুপা

Image from Grupa [20]

ছবিঃ গ্রুপা

Image from Grupa [21]

ছবিঃ গ্রুপা

Image from Grupa [22]

ছবিঃ গ্রুপা