
উগান্ডার রাষ্ট্রপতি ইওয়েরি মুসেভেনি। ছবি রাসেল ওয়াটকিনস-এর,যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন বিভাগ থেকে প্রাপ্ত এই ছবি ক্রিয়েটিভ কমন্স লাইসেন্সের মাধ্যমে প্রকাশ করা হয়েছে
নির্বাচনী সহিংসতার আতঙ্ক [1] সত্ত্বেও বৃহস্পতিবার, ১৮ ফেব্রুয়ারি তারিখে উগান্ডায় রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হয়। ১৯৮৬ সাল থেকে ক্ষমতায় অধিষ্ঠিত রাষ্ট্রপতি ইওয়েরি মুসেভেনি [2] পঞ্চম বারের মত একই পদে অধিষ্ঠিত হতে চাইছেন (উগান্ডায় রাষ্ট্রপতি ক্ষমতায় থাকার সময়ের কোন বাঁধা ধরা নিয়ম নেই)। প্রধান বিরোধী দল দি ফোরাম ফর ডেমোক্রেটিক চেঞ্জ–এর প্রার্থী ডঃ কিজ্জা বেসিগায়েকে [3] প্রধান বিরোধী প্রার্থী, যিনি এই নিয়ে চতুর্থ বারের মত রাষ্ট্রপতি পদপ্রার্থী হয়েছেন এবং এই নির্বাচনে অন্যতম বিরোধী প্রার্থী ছিলেন গো ফরোয়ার্ড এ্যাডভোকেসি গ্রুপের সমর্থনে নির্বাচনে দাড়ানো স্বতন্ত্র প্রার্থী আমামা এমবাবাজি [4], দল থেকে বহিষ্কার হওয়ার উভয় প্রার্থী মুসেভেনির সহযোগী ছিল (তাদের বিরুদ্ধে এই অভিযোগে যে তারা রাষ্ট্রপতির উচ্চকাঙ্খায় বাঁধা দিয়েছিলেন)।
অন্যান্য প্রার্থীদের মধ্যে ছিল, আবেদ বাওয়ানিকা [5], বেনন বিররো [6], ভেনানসিসু বারিয়ামায়ুরেবা [7], জোসেফ মাবিরিজি [8] এবং একমাত্র মহিলা পদপ্রার্থী মাউরিন কায়ালা [9]।
একই দিনে উগান্ডায় সংসদ এবং স্থানীয় নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
নিচে কিছু টুইটার নির্দেশকা তুলে ধরা হয়েছে,যার মাধ্যমে উগান্ডার এ মাসে অনুষ্ঠিত নির্বাচন সংক্রান্ত তাজা সংবাদ, বিভিন্ন সংবাদ ও সংবাদ বিশ্লেষন, এবং এ সংক্রান্ত নির্দেশিকা তুলে ধরা হয়েছে:
হ্যাশট্যাগ
মূল হ্যাশট্যাগগুলো হচ্ছে #উগান্ডাডেসিদে [10], #আইচুজপিসইউজি [11], #গোফরওয়ার্ড [12], ইউজিডি ডিবেট ১৬, #স্টেডিপ্রোগ্রেস এবং #আইপ্লেজপিসইউজি, যে হ্যাশট্যাগটি চালু করে [13] ইয়ং আফ্রিকান লিডারশীপ ইনিশিয়েটিভ নেটওয়ার্ক (ওয়াইএএলআই) নামক উদ্যোগ যা উগান্ডার অবস্থিত যুক্তরাষ্ট্র দূতাবাসের সহায়তায় শুরু হয়েছে।
টুইটার ব্যবহারকারী
- সলোমান সেরওয়ানজি, [14], উগান্ডার অনুসন্ধানী প্রতিবেদক
- টিএমএস রুজ, [15] হাইভ কোলাব এর অন্যতম প্রতিষ্ঠাতা, উগান্ডার কাম্পালার এক উদ্ভাবনী কেন্দ্র এবং স্টার্টআপ ইনকিউবিটর (যে প্রতিষ্ঠান প্রশিক্ষণ এবং প্রশিক্ষণ কেন্দ্র প্রদান করে
- কাতাহার রেমন্ড [16], উগান্ডার অনুসন্ধানী প্রতিবেদক
- ড্যানিয়েল কালিনাকি [17], ন্য্যাশন মিডিয়া গ্রুপ-এ আফ্রিকা এডিটর
- চার্লস ওনাইয়াঙ্গো-ওববো [18], মেইল এবং গার্ডিয়ান আফ্রিকার সম্পাদক।
- এ্যাঞ্জোলো ইজামা [19], উগান্ডা বিষয়ক বিশ্লেষক এবং ব্লগার
- প্রুডেন্স নায়ামিশানা, [20]উগান্ডা বিষয়ক গণযোগাযোগ বিশেষজ্ঞ এবং গ্লোবাল ভয়েসেস-এর লেখক
- মাউরিচে মুগিশা [21], এনটিভি উগান্ডার সংবাদ বিভাগের প্রধান
- এভিলিন নামারা [22], উগান্ডার সোশ্যাল ব্যবসার উদ্যক্তা
- এ্যান্ড্রে ম্যাওয়েন্ডা [23], উগান্ডার সাংবাদিক এবং রাজনৈতিক ধারাভাষ্যকার
- এনডুহুকিরে [24], রাজনৈতিক প্রতিবেদক এবং এনটিভি উগান্ডা
- আলান কাসুজিয়া [25], বিবিসির উগান্ডা প্রতিনিধি
- ক্যাথেরিন বাইয়ারুহাঙ্গা [26], উগান্ডার মাল্টিমিডিয়া সাংবাদিক
- একমি উগান্ডা [27], আফ্রিকান সেন্টার ফর মিডিয়া এক্সিলেন্স
- দি ওমেন সিচুয়েশন রুম উগান্ডা (ওয়াসরু) [28], উগান্ডায় নির্বাচন এবং সহিংসতার বিরুদ্ধে প্রাথমিক সতর্কতা এবং দ্রুত সাড়া দেওয়ার এক বিশেষ পদ্ধতি
সংবাদ মাধ্যম
- এনবিএস টেলিভিশন [29]
- ডেইলি মনিটর সংবাদপত্র [30]
- এনটিভি উগান্ডা [31]
- নিউ ভিশন সংবাদপত্র [32]
রাষ্ট্রপতি পদপ্রার্থী
- কিজ্জা বেসিগয়ে [33], ফোরাম ফর ডেমোক্রেটিক চেঞ্জ-এর প্রার্থী
- মাউরিন কায়ালা [9], স্বতন্ত্র প্রার্থী
- আবেদ বাওয়ানিকা [34], পিপলস ডেভলপমেন্ট পার্টির প্রার্থী
- আমামা এমবাবাজি [35], গো ফরো ওয়ার্ড দলের সমর্থন প্রাপ্ত স্বতন্ত্র প্রার্থী
- ইওয়েরি মুসেভেনি [36], শাসক ন্যাশনাল রেজিসটেন্ট মুভমেন্ট-এর প্রার্থী
- ভেনানসিউস বার ইয়ামুরেবি [37], স্বতন্ত্র প্রার্থী
- জোসেফ এমব্রিজি [8], স্বতন্ত্র প্রার্থী
উগান্ডার নির্বাচন কমিশন
- ইসিউগান্ডা [38], নির্বাচন কমিশনের নিজস্ব টুইটার একাউন্ট।
- যোথাম তারেময়া [39], উগান্ডার নির্বাচন কমিশনের মুখপাত্র