- Global Voices বাংলা ভার্সন - https://bn.globalvoices.org -

এ মাসে অনুষ্ঠিত হয়ে যাওয়া উগান্ডার সাধারণ নির্বাচন বিষয়ে বিস্তারিত টুইটার নির্দেশিকা

বিষয়বস্তু: সাব সাহারান আফ্রিকা, উগান্ডা, নাগরিক মাধ্যম, নির্বাচন, প্রচার মাধ্যম ও সাংবাদিকতা, রাজনীতি
Ugandan President Yoweri Museveni. Photo released under Creative Commons by Russell Watkins / Department for International Development, UK.

উগান্ডার রাষ্ট্রপতি ইওয়েরি মুসেভেনি। ছবি রাসেল ওয়াটকিনস-এর,যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন বিভাগ থেকে প্রাপ্ত এই ছবি ক্রিয়েটিভ কমন্স লাইসেন্সের মাধ্যমে প্রকাশ করা হয়েছে

নির্বাচনী সহিংসতার আতঙ্ক [1] সত্ত্বেও বৃহস্পতিবার, ১৮ ফেব্রুয়ারি তারিখে উগান্ডায় রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হয়। ১৯৮৬ সাল থেকে ক্ষমতায় অধিষ্ঠিত রাষ্ট্রপতি ইওয়েরি মুসেভেনি [2] পঞ্চম বারের মত একই পদে অধিষ্ঠিত হতে চাইছেন (উগান্ডায় রাষ্ট্রপতি ক্ষমতায় থাকার সময়ের কোন বাঁধা ধরা নিয়ম নেই)। প্রধান বিরোধী দল দি ফোরাম ফর ডেমোক্রেটিক চেঞ্জ–এর প্রার্থী ডঃ কিজ্জা বেসিগায়েকে [3] প্রধান বিরোধী প্রার্থী, যিনি এই নিয়ে চতুর্থ বারের মত রাষ্ট্রপতি পদপ্রার্থী হয়েছেন এবং এই নির্বাচনে অন্যতম বিরোধী প্রার্থী ছিলেন গো ফরোয়ার্ড এ্যাডভোকেসি গ্রুপের সমর্থনে নির্বাচনে দাড়ানো স্বতন্ত্র প্রার্থী আমামা এমবাবাজি [4], দল থেকে বহিষ্কার হওয়ার উভয় প্রার্থী মুসেভেনির সহযোগী ছিল (তাদের বিরুদ্ধে এই অভিযোগে যে তারা রাষ্ট্রপতির উচ্চকাঙ্খায় বাঁধা দিয়েছিলেন)।

অন্যান্য প্রার্থীদের মধ্যে ছিল, আবেদ বাওয়ানিকা [5], বেনন বিররো [6], ভেনানসিসু বারিয়ামায়ুরেবা [7], জোসেফ মাবিরিজি [8] এবং একমাত্র মহিলা পদপ্রার্থী মাউরিন কায়ালা [9]

একই দিনে উগান্ডায় সংসদ এবং স্থানীয় নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

নিচে কিছু টুইটার নির্দেশকা তুলে ধরা হয়েছে,যার মাধ্যমে উগান্ডার এ মাসে অনুষ্ঠিত নির্বাচন সংক্রান্ত তাজা সংবাদ, বিভিন্ন সংবাদ ও সংবাদ বিশ্লেষন, এবং এ সংক্রান্ত নির্দেশিকা তুলে ধরা হয়েছে:

হ্যাশট্যাগ

মূল হ্যাশট্যাগগুলো হচ্ছে #উগান্ডাডেসিদে [10], #আইচুজপিসইউজি [11], #গোফরওয়ার্ড [12], ইউজিডি ডিবেট ১৬, #স্টেডিপ্রোগ্রেস এবং #আইপ্লেজপিসইউজি, যে হ্যাশট্যাগটি চালু করে [13] ইয়ং আফ্রিকান লিডারশীপ ইনিশিয়েটিভ নেটওয়ার্ক (ওয়াইএএলআই) নামক উদ্যোগ যা উগান্ডার অবস্থিত যুক্তরাষ্ট্র দূতাবাসের সহায়তায় শুরু হয়েছে।

টুইটার ব্যবহারকারী

সংবাদ মাধ্যম

রাষ্ট্রপতি পদপ্রার্থী

উগান্ডার নির্বাচন কমিশন