এ মাসে অনুষ্ঠিত হয়ে যাওয়া উগান্ডার সাধারণ নির্বাচন বিষয়ে বিস্তারিত টুইটার নির্দেশিকা

Ugandan President Yoweri Museveni. Photo released under Creative Commons by Russell Watkins / Department for International Development, UK.

উগান্ডার রাষ্ট্রপতি ইওয়েরি মুসেভেনি। ছবি রাসেল ওয়াটকিনস-এর,যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন বিভাগ থেকে প্রাপ্ত এই ছবি ক্রিয়েটিভ কমন্স লাইসেন্সের মাধ্যমে প্রকাশ করা হয়েছে

নির্বাচনী সহিংসতার আতঙ্ক সত্ত্বেও বৃহস্পতিবার, ১৮ ফেব্রুয়ারি তারিখে উগান্ডায় রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হয়। ১৯৮৬ সাল থেকে ক্ষমতায় অধিষ্ঠিত রাষ্ট্রপতি ইওয়েরি মুসেভেনি পঞ্চম বারের মত একই পদে অধিষ্ঠিত হতে চাইছেন (উগান্ডায় রাষ্ট্রপতি ক্ষমতায় থাকার সময়ের কোন বাঁধা ধরা নিয়ম নেই)। প্রধান বিরোধী দল দি ফোরাম ফর ডেমোক্রেটিক চেঞ্জ–এর প্রার্থী ডঃ কিজ্জা বেসিগায়েকে প্রধান বিরোধী প্রার্থী, যিনি এই নিয়ে চতুর্থ বারের মত রাষ্ট্রপতি পদপ্রার্থী হয়েছেন এবং এই নির্বাচনে অন্যতম বিরোধী প্রার্থী ছিলেন গো ফরোয়ার্ড এ্যাডভোকেসি গ্রুপের সমর্থনে নির্বাচনে দাড়ানো স্বতন্ত্র প্রার্থী আমামা এমবাবাজি, দল থেকে বহিষ্কার হওয়ার উভয় প্রার্থী মুসেভেনির সহযোগী ছিল (তাদের বিরুদ্ধে এই অভিযোগে যে তারা রাষ্ট্রপতির উচ্চকাঙ্খায় বাঁধা দিয়েছিলেন)।

অন্যান্য প্রার্থীদের মধ্যে ছিল, আবেদ বাওয়ানিকা, বেনন বিররো, ভেনানসিসু বারিয়ামায়ুরেবা, জোসেফ মাবিরিজি এবং একমাত্র মহিলা পদপ্রার্থী মাউরিন কায়ালা

একই দিনে উগান্ডায় সংসদ এবং স্থানীয় নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

নিচে কিছু টুইটার নির্দেশকা তুলে ধরা হয়েছে,যার মাধ্যমে উগান্ডার এ মাসে অনুষ্ঠিত নির্বাচন সংক্রান্ত তাজা সংবাদ, বিভিন্ন সংবাদ ও সংবাদ বিশ্লেষন, এবং এ সংক্রান্ত নির্দেশিকা তুলে ধরা হয়েছে:

হ্যাশট্যাগ

মূল হ্যাশট্যাগগুলো হচ্ছে #উগান্ডাডেসিদে, #আইচুজপিসইউজি, #গোফরওয়ার্ড, ইউজিডি ডিবেট ১৬, #স্টেডিপ্রোগ্রেস এবং #আইপ্লেজপিসইউজি, যে হ্যাশট্যাগটি চালু করে ইয়ং আফ্রিকান লিডারশীপ ইনিশিয়েটিভ নেটওয়ার্ক (ওয়াইএএলআই) নামক উদ্যোগ যা উগান্ডার অবস্থিত যুক্তরাষ্ট্র দূতাবাসের সহায়তায় শুরু হয়েছে।

টুইটার ব্যবহারকারী

সংবাদ মাধ্যম

রাষ্ট্রপতি পদপ্রার্থী

উগান্ডার নির্বাচন কমিশন

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .