- Global Voices বাংলা ভার্সন - https://bn.globalvoices.org -

তাইওয়ানের তৃষারাবৃত একদিন

বিষয়বস্তু: পূর্ব এশিয়া, তাইওয়ান (ROC), ছবি তোলা, নাগরিক মাধ্যম, পরিবেশ
A snowman at Yangmingshan National Park. Photo by Chi-Hung Lin. CC BY-SA 2.0 [1]

ইয়াংমিংশান ন্যাশনাল পার্কে তুষার মানব। ছবি তুলেছেন চি-হাঙ লিন। সিসি বিওয়াই ২.০ লাইসেন্সের আওতায় প্রকাশিত।

তাইওয়ান গ্রীষ্মমণ্ডলীয় জলবায়ুর দেশ। তাই সেখানে তুষারপাতের ঘটনা বিরল। যদিও সমুদ্র সমতল থেকে ৩ হাজার মিটার উঁচু পার্বত্য অঞ্চলে প্রায়ই তুষারপাতের ঘটনা ঘটে। তবে এ বছর উল্টো ঘটনা ঘটেছে। গত ২৪ জানুয়ারি ২০১৬-এ দেশটিতে গত ১০ বছরের মধ্যে সবচে বেশি শীত পড়ে। আর এই শীতে ১ হাজার মিটার কম উচ্চতায়ও তুষার পড়েছে।

তাইওয়ানের মানুষজন বেশ ঘটা করেই বিরল এই তুষারপাতের ছবি তুলে। কারণ এ ধরনের তুষারপাত দেখার অভিজ্ঞতা তাদের জীবনে খুব কমই এসেছে।

taiwan blue magpie [2]

নীল কোকিল। তাইপের ইয়াংমিংশান ন্যাশনাল পার্কের তুষারাবৃত ডালে বসে আছে। পার্কটি সমুদ্র সমতল থেকে ৪০০-১০০০ মিটার উঁচুতে অবস্থিত। তাইওয়ানের সবচে বড় বুলেটিন বোর্ড সিস্টেমের জন্য ছবি তুলেছেন অ্যান্ডিসু০৪০৮। অনুমতি নিয়ে গ্লোবাল ভয়েসেস-এ প্রকাশ করা হয়েছে।

yangmingshan [3]

তুষারাবৃত ইয়াংমিংশান ন্যাশনাল পার্কের ভিতর দিয়ে হাঁটছেন একজন পথিক। ছবি তুলেছেন এভান্ট১৯৯৭। অনুমতি নিয়ে গ্লোবাল ভয়েসেস-এ প্রকাশ করা হয়েছে।

sakura [4]

তুষারে ঢেকে যাওয়া মিরকুয়াংয়ের সাকুরা গাছ। সিনচু'র মিরকুয়াং এলাকা সমুদ্র সমতল থেকে ৭০০-১২০০ মিটার উচ্চতায় অবস্থিত। ছবি তুলেছেন তায়া ইউমিন। অনুমতি নিয়ে গ্লোবাল ভয়েসেস-এ প্রকাশ করা হয়েছে।

daurian redstart [5]

ডোরিয়ান রেডস্টার্ট। তুষারাবৃত মিরকুয়াংয়ের গাছের ডালে বসে আছে। ছবি তুলেছেন তায়া ইউমিন। অনুমতি নিয়ে গ্লোবাল ভয়েসেস-এ প্রকাশ করা হয়েছে।

সমুদ্রপৃষ্ঠের তাপমাত্রার থেকে বাতাসের তাপমাত্রা খুব দ্রুত নেমে যাওয়ায় দক্ষিণ তাইওয়ানবাসী সামুদ্রিক ধোঁয়া (সি স্মোক) দেখার অভিজ্ঞতা অর্জন করে। ইয়া-লিন সাই নিচের ইউটিউব ভিডিওটি পোস্ট করেছেন। দৃশ্যটি ধারণ করা হয়েছে জিয়াওলিউকিউয়ে:

হঠাৎ তুষারপাতের ঘটনা মৎস্যজীবী এবং সবজি উৎপাদনকারীদের জীবনকে কঠিন করে তোলে। তাছাড়া তীব্র ঠাণ্ডায় ৪০ জনের বেশি মানুষের মৃত্যু হয়েছে। [6]

সিনচু'র মিরকুয়াং এলাকায় বসবাস করেন তায়া ইউমিন। পরিবারের সাথেই থাকেন। ২৫ জানুয়ারি তিনি ফেসবুকে লিখেছেন [7]:

清晨,和媽媽到菜園裡,用水澆菜,也用手把葉子上的雪和冰拿掉,全身凍僵地在田裡工作,有說有笑地說要給菜做告別式。

মায়ের সাথে আমি ক্ষেতে যাই। আমরা দুজনে মিলে সবজি ক্ষেতে পানি ঢালি। পাতার ওপর পড়ে থাকা বরফ ও তুষার তুলে ফেলে দিই। ঠাণ্ডায় জমে যাওয়ার আগপর্যন্ত আমরা ক্ষেতে কাজ করি। এরপরেও আমরা হাসতে ছিলাম। আর বলতেছিলাম আমাদের সবজিগুলোর জন্য একটি বিদায়ী অনুষ্ঠান থাকা উচিত।

vegetables [8]

তায়া ইউমিনের মা তুষারাবৃত সবজিগুলো বাঁচানোর চেষ্টা করছেন। ছবি তুলেছেন তায়া ইউমিন। অনুমতি নিয়ে গ্লোবাল ভয়েসেস-এ প্রকাশ করা হয়েছে।