- Global Voices বাংলা ভার্সন - https://bn.globalvoices.org -

ইন্দোনেশিয়ায় সহনশীলতা এবং নারীর ক্ষমতায়ন প্রচারে ভিডিও বার্তা

বিষয়বস্তু: পূর্ব এশিয়া, ইন্দোনেশিয়া, ধর্ম, নাগরিক মাধ্যম, নির্বাচন, প্রতিবাদ, যুদ্ধ এবং সংঘর্ষ, যুবা, রাজনীতি, লিঙ্গ ও নারী
ইন্দোনেশীয় সমাজে সহনশীলতার প্রচারণামূলক একটি ভিডিও এর স্ক্রীনশট।

ইন্দোনেশীয় সমাজে সহনশীলতার প্রচারণামূলক একটি ভিডিও এর স্ক্রীনশট।

একটি বেসরকারি সংস্থা (এনজিও) বিভিন্ন দ্রুত অঙ্কন ভিডিও [1] তৈরি করেছে, যা ইন্দোনেশিয়ায় শান্তিপূর্ণ কাজের মাধ্যমে দ্বন্দ্ব সমস্যার সমাধানের পক্ষে কাজ করছে।

এনজিওটি তাঁদের শিক্ষা প্রচারণার অংশ হিসেবে তাঁদের তৈরিকৃত ভিডিও ব্যাবহারের [2]জন্য একটি সাধারণ ক্ষেত্রের অনুসন্ধান করছে। এর মাধ্যমে তাঁরা ইন্দোনেশীয় সমাজে নারীর ক্ষমতায়ন, সহনশীলতা এবং চরমপন্থা প্রতিরোধে কাজ করবে।

শাসন ব্যবস্থায় নারীদের অংশগ্রহণের বিষয়টি ভিডিও দুটি দেখাশোনা করছে। তাঁদের লক্ষ্য [3] হচ্ছে, “গণতন্ত্র, সুশাসন এবং নেতৃত্বের ক্ষেত্রে নারীদের ভূমিকার প্রতি জনগণের মনোভাব ও অনুভূতি রুপান্তর করা।” ইন্দোনেশিয়ায় নির্বাচিত নেতাদের মধ্যে ২০ শতাংশ মাত্র নারী।

এই ভিডিওটি ইন্দোনেশিয়ায় নারীদের প্রান্তিকীকরণ এবং বৈষম্যমূলক আইন প্রত্যাহার করার জন্য নারী নেত্রী নির্বাচিত করার প্রয়োজনীয় বিষয়টি তুলে ধরেছেঃ [4]

নারী প্রার্থীদের নির্বাচিত করার ক্ষেত্রে যদি রাজনৈতিক দলগুলো সফল হতে চায় তবে নির্বাচনে নারীদের অংশগ্রহণকে উৎসাহ দেয়ার মতো উপযুক্ত পরিস্থিতি প্রস্তুত এবং সুবিধাজনক শর্ত তৈরি করতে হবে।

এই ভিডিওটি [5]নারীদের রাজনীতিতে যোগ দেয়ার প্রেরণা যোগাবেঃ

এছাড়াও গ্রুপটি সহিষ্ণুতা ও চরমপন্থা সম্পর্কে দুটি ভিডিও প্রকাশ [6] করেছে।

অস্থিতিশীল তরুণদের লক্ষ্য করে চরমপন্থা ও সহিংসতার মতবাদের সাথে সাথে সহিংস অসহিষ্ণুতার বিকল্প বার্তা ছড়িয়ে দেয়া প্রয়োজন। যে বার্তা ইন্দোনেশিয়ার বহুত্ববাদের ভাব এবং বৈচিত্র্যের মধ্যে ঐক্যের আত্মা উদযাপন ক্রমবর্ধমানভাবে জরুরী হয়ে দাঁড়িয়েছে।

ইন্দোনেশিয়া বিশ্বের বৃহত্তম মুসলিম অধ্যুষিত দেশ। সাম্প্রতিক বছরগুলোতে সেখানে খ্রিস্টান ও মুসলমানদের মধ্যে বেশ কয়েকটি সংঘর্ষ হয়েছে। ফলে সেখানে সহনশীলতা প্রচার করার [7] প্রয়োজনীয়তা দেখা দিয়েছে। এই ভিডিওটিতে এই বিষয়টি [8]সুরাহা করার জন্য আলোচনা করা হয়েছেঃ

চরমপন্থী [9] শিক্ষা ও মনোভাবের শিকার থেকে তরুণদের নিরুৎসাহিত করতে আরেকটি ভিডিও প্রকাশ করা হয়েছেঃ