- Global Voices বাংলা ভার্সন - https://bn.globalvoices.org -

মায়ানমারের শেষ রাজকীয় রাজধানীতে কুয়াশাচ্ছন্ন ভোরে উঁকি দেওয়া সূর্যের ছবি

বিষয়বস্তু: পূর্ব এশিয়া, মায়ানমার (বার্মা), ইতিহাস, নাগরিক মাধ্যম, ভ্রমণ
Photo by Zaw Zaw / The Irrawaddy [1]

ছবি জাও জাও /ইরাবতীর সৌজন্যে

জাও জাও-এর লেখা এই প্রবন্ধটি [2] ইরাবতী নামক পত্রিকা থেকে নেওয়া, যা মায়ানমারের এক স্বাধীন সংবাদ সাইট এবং লেখা বিনিময় চুক্তি অনুসারে এটি গ্লোবাল ভয়েসেস-এ পুনরায় প্রকাশ করা হল।

মাওট এর উত্তরপূর্বে অবস্থিত এই এলাকাটি মান্দালয়-এর এক প্রাসাদ দ্বারা ঘিরে রয়েছে, যেখানে এই একই নামের পাহাড়টি পর্যটক এবং ফটোগ্রাফারদের কাছে এক আশার প্রতীক যারা মায়ানমারের সর্বশেষ রাজকীয় রাজধানীর সূর্য উদয়ের প্রখ্যাত দৃশ্য ধারন করতে ইচ্ছুক।

১২ জানুয়ারি, ২০১৬ তারিখের ভোর বেলা ইররাওয়াদ্দির ফোটোগ্রাফার জাও জাও সূর্য ওঠার অপেক্ষায় মান্দালয় পাহাড়ের চুড়ায় ওঠে। এই এলাকার ১২ ডিগ্রী সেলসিয়াসের শীতল তাপমাত্রার এই আবহাওয়া ছিল সেই বিশেষ মূহূর্তটি ধারণ করার একেবারে সঠিক সময়, যেহেতু ভোরের কুয়াশা ভেদ করে সে সময় উদিত সূর্যের রশ্মি প্রকাশ হচ্ছিল।

কিন্তু এই দৃশ্য দেখতে যাওয়া ব্যক্তিদের জন্য সতর্ক বার্তাঃ যদি আপনি পুরোপুরি কুয়াশাছন্ন এক সকালে শ্বাস গ্রহণ করতে চান, তাহলে সকাল ছয়টার আগে পাহাড় চূড়ায় উঠতে হবে।

Photo by Zaw Zaw / The Irrawaddy [3]

ছবি জাও জাও/ইরাবতীর সৌজন্যে

Photo by Zaw Zaw / The Irrawaddy [4]

ছবি জাও জাও/ইরাবতীর সৌজন্যে

Photo by Zaw Zaw / The Irrawaddy [5]

ছবি জাও জাও/ইরাবতীর সৌজন্যে

Photo by Zaw Zaw / The Irrawaddy [2]

ছবি জাও জাও/ইরাবতীর সৌজন্যে