- Global Voices বাংলা ভার্সন - https://bn.globalvoices.org -

পুরোনো পোস্টকার্ডে উঠে এলো বিশ শতকের শুরুর দিকের ভিয়েতনামের জীবনযাত্রা

বিষয়বস্তু: পূর্ব এশিয়া, ভিয়েতনাম, ইতিহাস, নাগরিক মাধ্যম, ভ্রমণ
Ha Long Bay is now a famous tourism destination and UNESCO World Heritage Site. Photo from The New York Public Library Digital Collections. 1900 - 1909. [1]

হা লং বে। আনুমানিক ১৯০০-১৯০৯ সালের ছবি। বর্তমানে এর পরিচিতি বিশ্ববিখ্যাত পর্যটন কেন্দ্র হিসেবে। তাছাড়া এটি ইউনেস্কো ঘোষিত ওয়ার্ল্ড হেরিটেজ সাইটও। নিউ ইয়র্ক পাবলিক লাইব্রেরি ডিজিটাল কালেকশন থেকে ছবিটি নেয়া হয়েছে।

২০১৬ সালের জানুয়ারির ৬ তারিখের কথা। ওইদিন নিউ ইয়র্ক পাবলিক লাইব্রেরি ১ লাখ ৮০ হাজারের বেশি ডিজিটাল ছবি উন্মুক্ত করার ঘোষণা [2] দেয়। এরফলে অনলাইন ব্যবহারকারীরা আর্কাইভে ঢুকে দুর্লভ ছবি দেখতে পারবেন, সেগুলো বিনামূল্যে ডাউনলোড করতে পারবেন। এর পাশাপাশি লাইব্রেরির তরফ থেকে আরো একটি ঘোষণাও এসেছে। লাইব্রেরি [3] কর্তৃপক্ষ জনগণকে ডিজিটাল ছবিগুলো দেখে সেগুলো ব্যবহার করে নতুন [4] কনটেন্ট বানানোর আহ্বান জানিয়েছে।

ডিজিটাল আর্কাইভের অংশ হিসেবে এতে এমন কিছু পোস্টকার্ড ছবি রয়েছে, যার মাধ্যমে এশিয়া-প্যাসিফিক অঞ্চলের দেশগুলোতে উপনিবেশ আমলের জীবনযাত্রা কেমন ছিল, তা উঠে এসেছে। আঠারো শতকের শুরুর দিকে ভিয়েতনাম ফ্রেঞ্চ উপনিবেশের অধীনে ছিল। কিছু পোস্টকার্ডে সেই সময়কার ভূ-প্রকৃতি, প্রান্তিক মানুষের ঐতিহ্য-প্রথা, ব্যবসা-বাণিজ্য এবং জীবনযাত্রার ছবি উঠে এসেছে।

আসুন, একবার দেখে নিই সেই সময়কে।

Hanoi Théâtre, Rue Paul-Bert. Photo from The New York Public Library Digital Collections [5]

হ্যানয় থিয়েটার। রু পল বার্ট। নিউ ইয়র্ক পাবলিক লাইব্রেরি ডিজিটাল কালেকশন থেকে ছবিটি নেয়া হয়েছে।

Tiger caught and killed in a trap. Photo from The New York Public Library Digital Collections. 1909 [6]

ফাঁদ পেতে বাঘ হত্যা। নিউ ইয়র্ক পাবলিক লাইব্রেরি ডিজিটাল কালেকশন থেকে ছবিটি নেয়া হয়েছে। ১৯০৯ সালের ছবি।

A wagon in a Saigon road. Photo from The New York Public Library Digital Collections. 1908 [7]

সায়গন রোডে মহিষের গাড়ি। নিউ ইয়র্ক পাবলিক লাইব্রেরি ডিজিটাল কালেকশন থেকে ছবিটি নেয়া হয়েছে। ১৯০৮ সালের ছবি।

A Cantilever bridge in Hanoi. Photo from The New York Public Library Digital Collections [8]

হ্যানয়ের ক্যান্টিলিভার ব্রিজ। নিউ ইয়র্ক পাবলিক লাইব্রেরি ডিজিটাল কালেকশন থেকে ছবিটি নেয়া হয়েছে।

Saigon Opera House. Photo from The New York Public Library Digital Collections, 1910 [9]

সায়গন অপেরা হাউজ। নিউ ইয়র্ক পাবলিক লাইব্রেরি ডিজিটাল কালেকশন থেকে ছবিটি নেয়া হয়েছে। ১৯১০ সালের ছবি।

The silver chariot of the Chetties. A religious procession in Vietnam. Photo from The New York Public Library Digital Collections [10]

রূপালি রথ। ভিয়েতনামের একটি ধর্মীয় সমাবেশ। নিউ ইয়র্ক পাবলিক লাইব্রেরি ডিজিটাল কালেকশন থেকে ছবিটি নেয়া হয়েছে।

A houseboat in a river in Nam Dinh province. Photo from The New York Public Library Digital Collections [11]

নম ডিন রাজ্যের নদীতে একটি নৌকাবাড়ি। নিউ ইয়র্ক পাবলিক লাইব্রেরি ডিজিটাল কালেকশন থেকে ছবিটি নেয়া হয়েছে।

Vietnamese children in Saigon. Photo from The New York Public Library Digital Collections [12]

সায়গনে ভিয়েতনামের শিশুরা। নিউ ইয়র্ক পাবলিক লাইব্রেরি ডিজিটাল কালেকশন থেকে ছবিটি নেয়া হয়েছে।

Nam-Dinh Pier. Photo from The New York Public Library Digital Collections, 1911 [13]

সায়গনে ভিয়েতনামের শিশুরা। নিউ ইয়র্ক পাবলিক লাইব্রেরি ডিজিটাল কালেকশন থেকে ছবিটি নেয়া হয়েছে।

Log rafts in Tuyen-Quang province. Photo from The New York Public Library Digital Collections, 1900 - 1909. [14]

তুয়েন কোয়াং প্রদেশের কাঠের গুঁড়ি। নিউ ইয়র্ক পাবলিক লাইব্রেরি ডিজিটাল কালেকশন থেকে ছবিটি নেয়া হয়েছে। ১৯০০-১৯০৯ সালের ছবি।