ইথিওপিয়ায় বিক্ষোভকারীদের মৃত্যুর ম্যাপ

Oromo protesters gather in Addis Ababa. Flickr image uploaded by user Gadaa.com.

আদ্দিস আবাবাতে অরোমো প্রতিবাদীরা। ছবি ফ্লিকার থেকে গাদা.কম এর সৌজন্যে।

সতর্কতা: মিতস্ক্রিয়া মূলক ম্যাপে গ্রাফিক এবং বিরক্তিকর ইমেজ রয়েছে

হিউম্যান রাইটস ওয়াচের তথ্য অনুযায়ী ইথিওপিয়ায় ২০১৫ সালের নভেম্বর মাসের শুরু থেকে অন্তত  ১৪০ জন শান্তিপূর্ণ বিক্ষোভকারী নিহত হয়েছে । খুব কাছাকাছি দূরত্ব থেকে এদেরকে হত্যা করা হয়েছে তা ছবি এবং ভিডিও দেখলে বুঝা যায়।

এছাড়াও অরোমো অধিকার কর্মীরা বলছে, অন্তত দশজন ব্যক্তিকে কারাগারে নির্যাতন করে হত্যা করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ছাত্র, নারী, কৃষক ও স্কুল শিক্ষক সবাই সরকারের নির্যাতনের শিকার হয়েছে। নিহতদের মধ্যে ৭০ শতাংশ পুরুষ শিক্ষার্থী, ২০ শতাংশ হচ্ছে পুরুষ কৃষক।

আর অবশিষ্ট আছে নারীরা। সাত মাসের গর্ভবতী একজন মহিলার তার ননদকে নিয়ে গ্রেফতার এড়াতে পালিয়ে যাওয়ার সময় নিহত হন। জানা যায়, তারা নিখোঁজ হওয়ার কয়েকদিন পর ঝোপের মধ্যে তাদের মৃতদেহ পাওয়া যায়।

নিচের মিথস্ক্রিয়ামূলক ম্যাপটি অরোমো অধিকার কর্মী আবে উতোমাসার সহয়তায় এই নিবন্ধের লেখক বানিয়েছেন। সাম্প্রতিক কয়েক মাসে আন্দোলনের সময় যে ১১১ জন নিহত হয়েছেন তা এখানে চিহ্নিত করা হয়েছে।

আমরা অনুরোধ করছি, কেউ হত্যা বা নিখোঁজ হওয়ার প্রমাণ পেলে আমাদের সাথে যেন editor@globalvoicesonline.org এই ঠিকানায় ইমেইলে যোগাযোগ করে।

প্রয়োজনীয় প্রমান সত্ত্বেও সরকার ও সরকার দলীয় সমর্থকরা বলছে, মাত্র পাঁচ জন নিহত হয়েছে।

একটি রেডিও শোতে সাক্ষাৎকারে একটি সরকারপন্থী মানবাধিকার কমিশনের প্রধান আদ্দিসু গেবজিবার বলছেন, নিরাপত্তার স্বার্থে সরকার প্রতিবাদকারীদের বিরুদ্ধে সহিংস ব্যবস্থা নিতে বাধ্য হয়েছে।

সরকার রাজধানী আদ্দিস আবাবায় অরোমো সংখ্যালঘু অধ্যুষিত ভুমিতে সম্প্রসারনের পরিকল্পনা নিলে বিক্ষোভ শুরু হয়। অরোমো জাতিগত গোষ্ঠী ইথিওপিয়া জনসংখ্যার প্রায় এক তৃতীয়াংশের মতো।

মূলত সরকার উত্তরাঞ্চলীয় সংখ্যালঘু তিগ্রায়ান সম্প্রাদায় সদস্যদের দ্বারা প্রভাবিত হওয়ায় এই সিদ্ধান্ত সরকারে সাথে অরোমো জাতিগত গোষ্ঠীর বৈরি সম্পর্কের সূচনা করেছে।

সাংস্কৃতিকভাবে স্বতন্ত্র অরোমো সম্প্রাদায় ইথিওপিয়ায় অর্থনৈতিক সুযোগ ও অরোমো সম্প্রদায়ের  বিরুদ্ধে নিয়মিত রাষ্ট্রীয় সহিংসতার অভিযোগ করছে।

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .