মরক্কোর টেলিকম সেবাদাতা প্রতিষ্ঠানগুলো সব ধরনের ভিওআইপি ফোনকল বন্ধ করে দিয়েছে। এরমধ্যে হোয়াটসঅ্যাপ, ভাইবার, ফেসবুক ও স্কাইপ-এর মতো জনপ্রিয় সেবাগুলো রয়েছে। বন্ধের কারণ হিসেবে তারা সরকারি নীতিমালা লংঘনের কথা উল্লেখ করেছে। বিনামূল্যের এই সেবাগুলো বন্ধ করায় দেশটির সাধারণ মানুষ ক্ষোভ প্রকাশ করেছেন। এর প্রতিবাদে তারা দু’দিন টেলিকম কোম্পানিগুলোকে বয়কটের আহ্বান জানিয়েছে।
আমিন রাঘব নামের একজন ফেসবুকে একটি ভিডিও আপলোড করেছেন। সেখানে তিনি “অর্থলিপ্সু” কোম্পানিগুলোকে বয়কটের আহ্বান জানিয়েছেন। আমিন রাঘবের শেয়ার করা ভিডিওটি ইতোমধ্যে ৪৮৪ হাজার বারের বেশি দেখা হয়েছে। তিনি কোম্পানিগুলোকে সতর্ক করে দিয়ে বলেন, তারা যদি তাদের সিদ্ধান্ত পরিবর্তন না করে, তাহলে ভোক্তারা দিনে দিনে বয়কটের মাত্রা আরো বাড়িয়ে দেবে:
“We are customers and not sheep and you cannot cut off any services of the Internet because the Internet is a free space, free of charge, and no one has the right to control it. Today, you have cut off all VoIP services on Whatsapp and Skype and others. You are muzzling us. This is an invitation for all Moroccans to switch off their phones on January 16 and 17. This boycott is just a warning and to test the waters and see if Moroccans are united or not. If telecom companies do not go back on their decision, we will escalate. I personally will not use the phone and not pay the bill. Let them cut off the phone service.”
আমরা ভোক্তা, গাধা নই। আপনারা কোনো ধরনের ইন্টারনেট সেবা বন্ধ করতে পারেন না। কারণ ইন্টারনেট হলো উন্মুক্ত প্রান্তর, সবার জন্যই বিনামূল্যে উপভোগের, তাই এটা কেউ নিয়ন্ত্রণ করার ক্ষমতা রাখেন না। আজকে আপনি হোয়াটসঅ্যাপ, স্কাইপ-সহ সব ধরনের ভিওআইপি সেবা বন্ধ করেছেন। আপনারা আমাদের মুখ বন্ধ করে দিয়েছেন। আমি মরক্কোর সকল নাগরিককে অনুরোধ করছি, আগামী ১৬ ও ১৭ জানুয়ারি আপনাদের মোবাইল ফোনের সুইচ বন্ধ রাখুন। এটা তাদের জন্য একটি সতর্কবার্তা। আমরা দেখতে চাই কোথাকার পানি কোথায় গিয়ে পড়ে। দেখতে চাই মরক্কোর মানুষেরা ঐক্যবদ্ধ কিনা। টেলিকম কোম্পানিগুলো যদি তাদের সিদ্ধান্ত প্রত্যাহার না করে, তাহলে আমরা বয়কটের মাত্রা বাড়িয়ে দেব। আমি ব্যক্তিগতভাবে ফোন ব্যবহার করবো না। কোনো বিল দিবো না। আসুন তাদের সেবা ব্যবহার বন্ধ করে দিই।
আমিন রাঘবের পোস্ট করা ভিডিওতে অনেকে মন্তব্য করেছেন। বয়কটের পক্ষে করা কিছু মন্তব্য ১৪ হাজারের বেশি শেয়ার হয়েছে, ১৯ হাজারের মতো ফেসবুক ব্যবহারকারী লাইক করেছেন। অবশ্য বয়কট কাজ করবে কিনা সেটা নিয়েও অনেকে আশাবাদী হতে পারেননি।
আহমেদ সেলামি নামে একজন পাঠক বয়কটের পাশাপাশি আরেকটি পরামর্শ দিয়েছেন:
ممكن عندي حل افصل بما ان من الصعب الاستغناء على الاتصلات فعلينا ان تغيير الشركة ونختار واحدة فقط اما انوي او اتصلات او ميديتل و الشركتين الاخرى نوصلوهم للافلاس ، وفي هده الحالة هده الشركتين هما من سيبحت عن الحل . )نخلو الكبار اضاربو بينتهم (
টেলিকম সেবা বন্ধ রাখা একটি কঠিন কাজ। সবার পক্ষে সেটা হয়তো সম্ভব হবে না। তবে আমি একটি পরামর্শ দিতে পারি। আমরা সবাই মিলে একটি কোম্পানির সেবা ব্যবহার করে (মরক্কোর মোবাইল সেবাদাতা প্রতিষ্ঠানের সংখ্যা ৩টি), বাকি দু’টি কোম্পানিকে দেউলিয়া করে দিতে পারি। এতে ওই কোম্পানি দু’টি সমঝোতায় আসতে পারে। তো আসুন, বড় কোম্পানির সাথে ছোট দুই কোম্পানির যুদ্ধ বাধিয়ে দিই।
ইতোমধ্যে টুইটারে মরক্কোর অনেক নেটিজেন ভিওআইপি সেবা বন্ধের ব্যাপারে অভিযোগ করেছেন। তুরস্কের ইস্তাম্বুলে বসবাসকারী মরক্কোর নাগরিক ও মাল্টিমিডিয়া জার্নালিস্ট বাউতাইনা আজ্জাবি টুইট করেছেন:
#Morocco has stopped calls made through mobile internet connections, the ban on Skype, Viber&WhatsApp calls will apply to 3 mobile operators
— Boutaïna Azzabi (@Boutaina) January 8, 2016
মরক্কোর ৩টি টেলিকম অপারেটর কোম্পানি মোবাইল ইন্টারনেট ব্যবহার করে স্কাইপ, ভাইবার, হোয়াটসঅ্যাপ ফোনকল বন্ধ করে দিয়েছে।
Local media in #Morocco are speculating whether security controls were behind the VOIP ban.
— Boutaïna Azzabi (@Boutaina) January 8, 2016
মরক্কোর স্থানীয় মিডিয়া ধারনা করছে, নিরাপত্তা ইস্যুর কারণে ভিওআইপি ফোনকল বন্ধ করে দেয়া হয়েছে।
Tried calling my aunts in #Morocco via Skype and Whatsapp…#fail. Guess the ban has been implemented. No more internet calls
— Boutaïna Azzabi (@Boutaina) January 8, 2016
মরক্কোতে আমার এক আন্টি থাকেন। স্কাইপ ও হোয়াটসঅ্যাপ দিয়ে তাকে ফোন দিলাম। বন্ধ। ধারনা করছি ব্যান কার্যকর হয়েছে। ইন্টারনেট কল করা যাচ্ছে না।
বয়কট আন্দোলনের সাথে সংহতি জানিয়ে অনেকে তাদের ফোন অ্যারোপ্লেন মোডে রেখেছেন।
Number off ! only facebook ! #مقاطعون
— Abdelali nour (@aliinour) January 16, 2016
ফোন বন্ধ। শুধুমাত্র ফেসবুকে আছি।
God bless Airplane mode #مقاطعون
— TARIK RAISS (@TARIK_RAISS) January 16, 2016
ফোন অ্যারোপ্লেন মোডে দিলাম। আল্লাহ্ ভরসা।