
ফ্রুনজে সুপার মার্কেটে সম্প্রতি যে অপেরা ফ্ল্যাশমবের আয়োজন করা হয়, তাতে এই তরুণী ছিল এক তারকা। স্ক্রিনশট প্রদর্শন করেছে ইউটিউব চ্যানেল পিপলস অফ কেজি।
এমন এক সপ্তাহ যখন কিরগিজস্তান কেবল নেতিবাচক ঘটনার কারণে সংবাদের শিরোনাম হয়েছে, সেখানে অনলাইনে প্রদর্শীত এক ভিডিও নাগরিকদের হাসির এক কারণ এনে দিয়েছে।
দেশটির প্রথম অপেরা ফ্ল্যাশমবের বিষয়টি ইউটিউবের পিপলস অফ কেজি নামক চ্যানেলের মাধ্যমে অনলাইনে দেখা যাচ্ছে। পিপল অফ কেজি হচ্ছে এমন এক অনলাইন উদ্যোগ, যা সেই সমস্ত কিরগিজ নাগরিকদের তুলে ধরে, যারা অবিশ্বাস্য সব কর্মকাণ্ড করে।
এটি ছিল এমন এক ভিডিও যা আরইএফ /আরএল দ্রুত প্রদর্শন করা হয়:
ডিসেম্বরের শুরুর কোন এক দিনে সন্ধ্যায় বিশকেকের ফ্রুনজে নামক সুপার মার্কেটের গতানুগতিক কেনাকাটা হঠাৎ করে এক সংস্কৃতিক অনুষ্ঠানে পাল্টে যায়, যা দৃশ্যত এক অপেরা ফ্ল্যাশ মবে পরিণত হয়। যে সমস্ত ব্যক্তিদের দেখে মনে হচ্ছিল এক সাধারণ ক্রেতা, তারা এবং দোকানের কর্মচারীরা হঠাৎ করে গান গাইতে শুরু করে, দোকানের নিয়মিত ক্রেতাদের সুন্দর এক বিনোদন উপহার দেওয়ার জন্য ভার্দির অপেরা, লা ত্রাভিতা থেকে একটা গান গেয়ে শোনানো হয়েছে।
এই বিষয়টি মোটেও বিস্ময়কর নয় যে এই সপ্তাহে অপেরা ফ্ল্যাশমব কিরগিজ স্যোশাল মিডিয়ায় সবচেয়ে ব্যাপকভাবে প্রদর্শীত বিষয় হিসেবে প্রমাণীত হয়েছে। এটা দেখার জন্য এক মিনিট সময় নিন এবং উপভোগ করুন!