“বিজয়ী হওয়ার জন্য তোমাকে ফর্সা হতে হবে” থাইল্যান্ডে এই বিজ্ঞাপনের প্রতি নিন্দার ঝড় বইছে

A screenshot of the skin whitening video ad posted on YouTube

ইউটিউবে পোস্ট করা ত্বক ফর্সা করার বিজ্ঞাপনের ভিডিওর স্ক্রিনশট ।

থাইল্যান্ডের ত্বক ফর্সা করার উপায় হিসেবে ব্যবহৃত খাওয়ার বড়ির এক বিজ্ঞাপনের প্রতি অনেক ইন্টারনেট ব্যবহারকারী নিন্দা জানিয়েছে, কারণ এর ট্যাগ লাইন বা শিরোনাম হচ্ছে “জয়ী হওয়ার জন্য ফর্সা হওয়া প্রয়োজন”।

ব্যাপক সমালোচনার মুখে স্নোউজ নামক রং ফর্সা করার এই বড়ির বিজ্ঞাপন ইউটিন চ্যানেল থেকে অপসারণ করা হয় এবং কোম্পানিটি এক সাধারন ক্ষমা প্রার্থনা করে

এই বিজ্ঞাপনে থাইল্যান্ডের এক অভিনেত্রীকে তুলে ধরা হয়েছে যে বলছে তার সফলতার কারণ হচ্ছে ফর্সা ত্বক। একই সাথে সে বলে যে যদি তার গায়ের রং কালো হয়ে যায় তাহলে সে তার জনপ্রিয়তা হারিয়ে ফেলবে, আর এভাবে সে স্নোউজ এর মত ত্বক ফর্সা করার পণ্যের ব্যবহারের প্রয়োজনীয়তা সে ব্যাখা করে।

এই বিজ্ঞাপনের সমাপ্তি ঘটে “বিজয়ী হওয়ার জন্য আপনার ত্বক ফর্সা হওয়া জরুরী” কুখ্যাত এই ট্যাগলাইন দিয়ে।

https://www.youtube.com/watch?v=ePAWjkC0atI

এদিকে যখন কোম্পানি এই বিজ্ঞাপনটি সরিয়ে নিয়েছে, তখন অন্য ইউটিউব ব্যবহারকারীরা এই বিজ্ঞাপনটি পুনরায় পোস্ট করেছে।

ইন্টারনেট অনেকে এই বিজ্ঞাপনের প্রতি ক্ষুব্ধ, যারা এটিকে এক বর্ণবাদী বিজ্ঞাপন হিসেবে বিবেচনা করছে।

এটি থাইল্যান্ডের অনলাইনে বর্ণবাদ এবং সাদা চামড়ার প্রতি আকর্ষণ নিয়ে এক জোরালো বিতর্কের জন্ম দিয়েছে।

থাই বিজ্ঞাপন বলছে, যদি আপনার ত্বক ফর্সা হয়, তাহলে আপনিও জিতবেন। এটা আমার দেখা সবচেয়ে বর্ণবাদী বিজ্ঞাপন।

রং ফর্সা করার জন্য থাইল্যান্ডের নাগরিকদের উন্মত্ততা আরো একবার দৃশ্যমান হল। এর কখনো পরিসমাপ্তি ঘটবে না। থাই বিজ্ঞাপনী সংস্থা সবার মধ্যে খারাপ।

স্নোউজ পিলের নির্মাতা সিউল সিক্রেট, নাগরিকদের অনুভূতিতে আঘাত প্রদান করার কারণে ক্ষমা চেয়েছে।

Apology by Seoul Secret posted on the company's Facebook page

সিউল সিক্রেট নামক কোম্পানি তার ফেসবুকে ক্ষমা চেয়েছে,

থাইল্যান্ডে ত্বক ফর্সা করার বিজ্ঞাপনের প্রতি ওঠা নিন্দার ঝড়, এই প্রথম নয়। কয়েক বছর আগে আরেকটি কোম্পানি ট্রেনের ভেতর তাদের বিজ্ঞাপনী বার্তা “এই আসন কেবল সাদা নাগরিকদের জন্য বরাদ্দ” পোস্ট করার পর এর জন্য ক্ষমা চাইতে বাধ্য হয়।

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .