- Global Voices বাংলা ভার্সন - https://bn.globalvoices.org -

পরাজয় সত্ত্বেও, আফগান ফুটবল দল জাতিকে গর্বিত করেছে

বিষয়বস্তু: দক্ষিণ এশিয়া, মধ্য এশিয়া-ককেশাস, আফগানিস্তান, খেলাধুলা, নাগরিক মাধ্যম, ভাল খবর, যুদ্ধ এবং সংঘর্ষ, রাজনীতি
Afghanistan's national football team. Shared by the Afghan Football Federation via the federation's official Facebook group.

আফগানিস্তানের জাতীয় ফুটবল দল। ফেসবুকের নিজস্ব পাতায় আফগান ফুটবল ফেডারেশন এই ছবি শেয়ার করছে।।

ক্রিকেট বিশ্বকাপে এক উজ্জবিত ফলাফল প্রদর্শনের কয়েক মাস পরে, আফগানিস্তানের জাতীয় ফুটবল দল জাতীয় বীর হিসেবে ফুটবল মাঠ ছেড়েছে [1], যদিও ৩রা জানুয়ারিতে অনুষ্ঠিত সাফ ফুটবল চ্যাম্পিয়নশীপের ফাইনালে তারা ভারতের কাছে হেরে গেছে।

এই দুটি দল দ্বিতীয়ার্ধের নির্ধারিত সময় পর্যন্ত কোন গোল করতে সক্ষম হয়নি [2], তবে আফগানিস্তান গোল করে এগিয়ে যাওয়ার কিছুক্ষণের মধ্যে ভারত খেলায় সমতা ফিরিয়ে আনে।

Afghanistan's national football team take the lead against India. Shared by the Afghan Football Federation via the federation's official Facebook group.

আফগানিস্তানের জাতীয় দল ভারতের বিরুদ্ধে এক গোল করিয়ে এগিয়ে গেছে। ফেসবুকের নিজস্ব পাতায় আফগান ফুটবল ফেডারেশন এই ছবি শেয়ার করছে।

যখন অতিরিক্ত সময়ের খেলার ঘোষণা করা হয়, তখন ভারত তাদের দ্বিতীয় গোল করে এবং শিরোপা জয় করে, যে প্রতিযোগিতায় খানিকটা যুদ্ধ বিধ্বস্ত আফগানরা তাদের অসাধারণ প্রচেষ্টার মাধ্যমে বাংলাদেশ, ভুটান, মালদ্বীপ এবং শ্রীলঙ্কাকে পরাজিত করে।

খেলোয়াড়দের উৎসাহ প্রদর্শনের জন্য আফগান রাষ্ট্রপতি গনি ফাইনালের আগে খেলোয়াড়দের সাথে কথা বলে: