- Global Voices বাংলা ভার্সন - https://bn.globalvoices.org -

তুরস্কের হ্যাকাররা দাবী করছে তারা রুশ এক মন্ত্রীর ইনস্টাগ্রাম একাউন্ট হ্যাক করতে সমর্থ হয়েছে

বিষয়বস্তু: পূর্ব ও মধ্য ইউরোপ, রাশিয়া, কৌতুক, নাগরিক মাধ্যম, যুদ্ধ এবং সংঘর্ষ, রুনেট ইকো
Image edited by Kevin Rothrock.

ছবি সম্পাদনা কেভিন রথরকের

বর তেসিনে সিবের টিম নামের তুরস্কের নাগরিক হিসেবে নিজেদের পরিচয় করিয়ে দেওয়া একদল হ্যাকার রাশিয়ার যোগাযোগ মন্ত্রী নিকোলাই নিকোফরোফ–এর ইনস্টাগ্রাম একাউন্ট আজ সকালে কয়েক ঘন্টার জন্য হ্যাক করে ফেলে, হ্যাক করার পর তারা এই একাউন্টে ডজন খানেক লেখা এবং ছবি পোস্ট করে, যার মধ্যে রয়েছে তুরস্কের ফ্ল্যাগ, ভূপাতিত বিমান এবং তুরস্কের সামরিক বাহিনীর গৌরবোজ্জ্বল ছবি। এই সমস্ত ছবির শিরোনাম তুর্কী এবং ইংরেজি ভাষায় লিখে সেগুলোকে আপলোড করা হয় (ইনস্টাগ্রাম কর্তৃপক্ষের হস্তক্ষেপে কিছুক্ষণ পরেই এই সকল ছবি মুছে ফেলা হয়)।

Screencap of Nikirorov's hacked Instagram account. Image: Tjournal.ru [1]

নিকিরোভা-এর হ্যাক হয়ে যাওয়া ইনস্টাগ্রামের স্ক্রিন শট। ছবি টি জার্নাল.রুর সৌজন্যে

নিকিফোরোভ নিজের একাউন্টের উপর পুনরায় নিয়ন্ত্রণ ফিরে পাওয়ার আগে রাশিয়ার সবচেয়ে জনপ্রিয় সোশ্যাল নেটওয়ার্ক ভিকোনটাকে অভিযোগ করেন [2] তিনি প্রথমবার বিষয়টি উল্লেখ করার পরেও ইনস্টাগ্রাম নয় ঘন্টা পর্যন্ত হ্যাকের এই ঘটনায় সাড়া প্রদান করেনি:

Спасибо всем за активную реакцию на взлом сервиса Instagram. К сожалению, сам Инстаграм не реагирует на данный инцидент уже более 9 часов.

После сегодняшнего инцидента лично у меня осталось много вопросов к безопасности Инстаграма по сравнению с другими сервисами и к скорости реакции его технической поддержки.

আমার ইনস্টাগ্রাম একাউন্ট হ্যাক হয়ে যাওয়ায়র পর সক্রিয় করার বিষয়ে সাড়া দেওয়ার জন্য সকলকে ধন্যবাদ । দুর্ভাগ্যবশত ইনস্টাগ্রাম এই ঘটনায় সাড়া প্রদান করেনি। যদিও এই ঘটনার পর নয় ঘন্টা অতিক্রান্ত হয়ে গেছে।

আজ এই ঘটনার পর, অন্যান্য প্রতিষ্ঠানের তুলনায় ইনস্টাগ্রামের সেবা এবং প্রযুক্তিগত সহায়তার গতি বিষয়ে আমার নিজস্ব কিছু প্রশ্ন উদ্ভূত হয়েছে।

গত বছরের ডিসেম্বরের শেষের দিকে, তুরস্কের হ্যাকার দল “আইয়িলদিজ” দাবি করে যে তারা রাশিয়ার ওয়েবসাইটে সাইবার হামলা [3] চালানোর প্রস্তুতি নিচ্ছে। এই গ্রুপটি একই সাথে অনলাইনে যৌথ দল “এ্যানোনিমাসের” সাইটটি হ্যাক করার কৃতিত্ব দাবি করে, যারা এই সাইটের বিরুদ্ধে তুরস্ককে অপমান করার অভিযোগ আনে। আইয়িলদিজ বলছে যে রাশিয়ার যে সমস্ত ওয়েবসাইট একই ভাবে তুরস্ককে আঘাত করবে, তারাই পরবর্তীতে এর হামলার শিকার হবে। .

২৪ নভেম্বর ২০১৫-এ, সিরিয়ার সীমান্তে তুরস্ক কর্তৃক এক রুশ বিমান ভুপাতিত করার মধ্যে মস্কো এবং আঙ্কারার মধ্যকার উত্তেজনা চরমে উঠে। আঙ্কারা বলছে যে ওই রুশ বিমানটি তুরস্কের আকাশসীমা লঙ্ঘন করেছে, যা মস্কো জোরালো ভাবে অস্বীকার করেছে।

২০১৫ সালের ডিসেম্বর মাসের শেষের দিকে, প্রচার মাধ্যম বিশ্লেষণ প্রতিষ্ঠানের মিডিয়ালজিয়ার এক গবেষণায় [4] দেখা যাচ্ছে যে রাশিয়ার টেলিভিশন চ্যানেলগুলো তুরস্ককে এমন ভাবে তুলে ধরছে যেন দেশটি, ইউক্রেন বা যুক্তরাষ্ট্রের চেয়ে রাশিয়া জন্য বড় হুমকি। যেমন উদাহরণ হিসেবে বলা যায়, পুরো ২০১৫ সালের যে কোন সপ্তাহে তুরস্কের সাথে সন্ত্রাসবাদের সম্পর্কের বিষয়টি উল্লেখ করার পরিমাণ দেশটির মিডিয়ায় ২০ গুণ থেকে বেড়ে ১৫০ গুণ হয়েছে।